নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

সুখের সাতকাহন!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩১

তখন অনেক সুখী ছিলাম,
তোর পথে উন্মূখী ছিলাম
হাত বাড়িয়ে দাঁড়িয়ে ছিলাম কয়েক মহাকাল!

তুই শরতের মেঘ,
বৃষ্টি হয়ে ধুয়ে দিলি যতটা আবেগ
সৃষ্টি করে রেখে গেলি ' মায়া- মোহ-জাল!




তখন?!
তখন মানে কখন??
যখন তোর হাসির আওয়াজ
বুকের কোণে জাগাতো অনুরন!

যখন তোর অভিমানী মুখ
রাগে আগুন চোখ,
করতো মন দহন!

আর এখন:
এখনো বেশ সুখে আছি,
তোর দেয়া ব্যাথা রুখে আছি,
তোর কারণেই পাল্টে গেছে-
সুখের দশ দিগন্ত!

তুই হয়তো ভালই থাকবি,
পাশের মানুষ ভালই রাখবি!
`এখানেই তোর সুখের শুরু,
ওখানে মোর অন্ত!





ছবি: নেট হতে সংগৃহীত।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১১

মায়ের ভালবাসা বলেছেন: অনেক সুন্দর হয়েছে । নিয়তি কে মেনে নিন । হইতো যার জন্য লেখা হয়েছে সে কোনদিন ও দেখবে না এটা । জন্মলগ্ন থেকে ওদের বৈশিষ্ট্য এরকম-ই ।।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৬

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।হুমম,মনের কথা বলেছেন।ভাল থাকবেন সবসময়।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৮

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ সুহৃদ!
আর হ্যাঁ,বলবো বলবো করে বলা হয়নি: আপনার প্রোফাইল পিকটা অনেক সুন্দর হইছে।ভাল থাকবেন সবসময়ই ভাই।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৯

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ সনেট কবি ভাই।ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.