নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পতাকা বাহী

শাহী মিলন

“আল্লাহ কোন ব্যক্তিকে তার সামর্থ্যের বাহিরে দায়িত্ব দেন না।” [সূরা বাকারাহ, আয়াত: ২৮৬]

শাহী মিলন › বিস্তারিত পোস্টঃ

তুমি পরিবেশের কতটা বন্ধু?

০৭ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৪১

আজকাল ‘পরিবেশবান্ধব’ কথাটা প্রায়ই শোনা যায়। যে কাজ বা জিনিস পরিবেশের জন্য ক্ষতিকর নয় তাকে পরিবেশবান্ধব কাজ বা জিনিস বলে। তুমি কি পরিবেশের বন্ধ বা পরিবেশবান্ধব? তুমি কতটা পরিবেশবান্ধর তা জানতে নিচের প্রশ্নগুলো উত্তর দাও।

প্রত্যেকটি প্রশ্নের উত্তর দাও এভাবেঃ ক = সবসময়; খ = প্রায়ই; গ = মাঝে মাঝে; ঘ= তেমন না; ঙ = কখনো নয়।

১. বাড়ির ময়লা-আবর্জনাকে পচনশীল/অপচনশীল, কাগজ/প্লাস্টিক ইত্যাদি আলাদাভাবে পৃথক করেছ?

২. বাড়ির ফেলে দেওয়া কাগজ কিংবা ধাতব জিনিসগুলোকে রিসাইক্লিং করার জন্য নিয়ে গিয়েছ?

৩. কোনো রুম থেকে বের হওয়ার আগে লাইট বন্ধ করেছ?

৪. তোমার স্কুলে ছোটদের জন্য কোনো পরিবেশ বিষয়ক সংগঠন করেছ?

৫. পাড়া-প্রতিবেশীদের পরিবেশভিত্তিক কোনো বিষয় শেখাতে চেষ্ট করেছ?

৬. জনসাধারণ চলাচল করে এমন জায়গায় তোমার পোষা বিড়াল বা কুকুরকে মলত্যাগ করতে দিয়েছ?

৭. বড়রা জমিতে বিপজ্জনক রাসায়নিক প্রয়োগ করছে দেখেও নিষেধ করেছ?

৮. মেঘমুক্ত রৌদ্রোজ্জ্বল দিনে বাগানে আবর্জনা পুড়িয়েছ?

৯. তোমার বাবা-মা স্কুলে বা বন্ধুর বাসায় যেতে কমপক্ষে ১ কি.মি. পথ গাড়ি চালিয়ে যেতে দিয়েছেন?

১০. বাড়ির কাছের পুকুর কিংবা জলাশয় পরিষ্কার করেছ?

১১. বাগারে কিংবা কাছাকাছি কোনো পার্কে বন্য জীবজন্তুদের থাকার জন্য বাসা বানিয়ে দিয়েছ?

১২. গ্রিনপিস, ডডঋ কিংবা অন্যকোনো ইকো-সংগঠনে যোগ দিয়েছ?

১৩. বাড়ির আশপাশেকোনো ফুল বা ফলের গাছের চারা লাগিয়েছ?

১৪. পশুপাখি শিকার ও তাদের ওপর নিষ্ঠুরতা বন্ধে আন্দোলন করেছ?

১৫. তোমার স্কুলে পরিবেশবিষয়ক কোনো সভার আয়োজন করেছ?

১৬. পরিবেশবিষয়ক কোনো সংঘঠনের সভা-সমিতিতে অংশগ্রহণ করেছ?

১৭. স্থানীয় সরকারের অধিবেশনে পরিবেশবিষয়ব কোনো বিষয়ে ছিঠিপত্র লিখেছ?

১৮. ধারে-কাছে কোথাও যেতে মোটরগাড়ির বদলে হেঁটে কিংবা বাইসাইকেলে গিয়েছ?

১৯. নিজেদের বাড়ির ইলেকট্রিসিটি সাপ্লাই ব্যবস্থার উন্নয়ন করতে বাবা-মাকে বুঝিয়েছ?

২০. বাড়ির জন্য কম এনার্জি সেভিং বাল্ব কিংবা বৈদ্যুতিক যন্ত্রপাতি কিনতে উৎসাহিত করেছ?

উত্তর দেওয়ার পর আলাদা একটা কাগজে কত নম্বর পেলে তা লিখে মোট কত নম্বর পেয়েছ হিসাব করো। তারপর ফলাফল দেখে মিলিয়ে নাও তুমি কতটা পরিবেশবান্ধব।

১, ২, ৩, ৪, ৫ ও ১০-২০ নং প্রশ্নের জন্য ক = ৫; খ = ৪; গ = ৩; ঘ = ২; ঙ = ০।

৩ ও ৬-৯ নং প্রশ্নের জন্য ক = ০; খ = ২; গ = ৩; ঘ = ৪; ঙ = ৫।

ফলাফলঃ ৮০-১০০ = তুমি অত্যন্ত পরিবেশবান্ধব। তুমি পৃথিবীকে বাচাতে চমৎকার কাজ করে যাচ্ছ। আগামী দিনগুলোতেও এভাবেই কাজ করে যাও।

৬০-৭৯ = মন্দ নয়। তোমার আশপাশের পরিবেশের উন্নয়নের জন্য আরো কাজ করে যাও।

৪০-৫৯ = তুমি বেশ অলস। সোফায় আরাম করে বসে কেবল টিভি না দেখে কিছুটা হলেও কাজ কর।

২০-৩৯ = পরিবেশ নিয়ে তেমন চিন্তিত নও তুমি। এখনো সময় আছে। পরিবেশের জন্য কাজ শুরু কর।

০ -১৯ = মোটেও পরিবেশবান্ধব নও বরং পরিবেশ নোংরা করেই চলেছ তুমি। প্রতি সপ্তাহে অন্তত তিনটি করে পরিবেশবান্ধব কাজ করে পরিবেশবান্ধব হতে চেষ্টা করো।



সবই ভাল থাকবেন........



তথ্যসূত্র ঃ PACHAMAMA-OUR EARTH-OUR FUTURE

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.