![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“আল্লাহ কোন ব্যক্তিকে তার সামর্থ্যের বাহিরে দায়িত্ব দেন না।” [সূরা বাকারাহ, আয়াত: ২৮৬]
‘কি’ সংশয়সূচক প্রশ্নবোধক অব্যয় আর ‘কী’ প্রশ্নবোধক সর্বনাম/বিশেষণ/ক্রিয়া-বিশেষণ। ‘কি’ ও ‘কী’ সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ। তবে এ বিষয়ে এখনও অনেকের সংশয় আছে। এ সংশয় দূর করবার (করার নয়) জন্য পুনঃব্যাখ্যা দেয়া হল। তুমি কি খাবে? (Will you eat?) তুমি কী খাবে? (What will you eat?) বাংলা বাক্য দুটি যেমনি বাংলা তেও পৃথক, তেমনি ইংরেজীতেও পৃথক। তা ইংরেজীতে অনুবাদেই সহজে প্রমাণিত। বাক্য দুটির অর্থ বাংলাতে ও ইংরেজীতে পৃথক।
বাংলাতে ‘কি’ ও ‘কী’ সংবলিত প্রশ্নবোধক বাক্যের জবাব সংক্ষেপে শুধু ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে সম্পন্ন করা যায়, সে ক্ষেত্রে ‘কি’ হয় আর শুধু ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে সম্পন্ন করা যায় না, সে ক্ষেত্রে ‘কী’ হয়। ক’টি দৃষ্টান্ত দেয়া হল ঃ তুমি কি আগামীকাল ঢাকায় যাবে? সে কি চা খাবে? তোমার কাছে ১০টি টাকা হবে? তোমার নাম কী? তোমার বাবা কী করেন? সে কী চায়? তোমার ব্যাগে কী কী আছে? ইত্যাদি। ‘কী কী’ কখনও ‘কি কি’ হবে না। তা ছাড়া সকল আশ্চর্যবোধক বাক্যেও ‘কী’ হয়। যেমন: কী সুন্দর। কী চমৎকার। কী সর্বনাশ! ইত্যাদি। (সূত্র: বাংলা কী লিখবেন-কেন লিখবেন) ‘কী’ -এর ইংরেজী What, কীভাবে এর ইংরেজী How । ‘কি’ -এর ইংরেজী নেই।
সংগ্রহকৃতঃ
- এ জেড এম কামালউদ্দিন, প্রাক্তন অধ্যাপক (পদার্থ বিদ্যা), মাদারগঞ্জ
সূত্রঃ ইত্তেফাক (৭ অক্টোবর ২০০২)
২| ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১৩
শাহী মিলন বলেছেন: আপনাকেউ ধন্যবাদ
৩| ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪১
সরকার মারুফ বলেছেন: এটা আরো সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়।
'কি' এবং 'কী' দুটো দিয়েই প্রশ্ন করা যায়। যখন প্রশ্নের উত্তরে 'হ্যাঁ/ না' আসে, তখন প্রশ্নটি করা হয় 'কি' দিয়ে। আর যখন প্রশ্নের উত্তরে 'হ্যাঁ/ না' আসে না, বরং কোনো বর্ণনামূলক উত্তর আসে, তখন প্রশ্নটি করতে হয় 'কী' দিয়ে।
যেমন: 'তুমি কি মাছ পছন্দ করো?' উত্তর: হ্যাঁ/ না
আবার: 'তুমি কী মাছ পছন্দ করো? উত্তর: ইলিশ, রুই, শিং
০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৪
শাহী মিলন বলেছেন: ধন্যবাদ মারুফ ভাই
৪| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০১
মাঘের নীল আকাশ বলেছেন: কিভাবে নাকি কীভাবে? কখন কোনটা?
০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৭
শাহী মিলন বলেছেন: অধিক গ্রহণযোগ্য হবে “কীভাবে”
কিন্তু ভাইজান আপনি হয়তো বুঝাতে চাচ্ছেন দুটির মধ্যে পার্থক্য, সেটি আমার জানা নাই,
আপনি জানলে আবশ্যই জানাবেন?
৫| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৫
অক্টোপাসের চোখ বলেছেন: চমৎকার
৬| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৫
অক্টোপাসের চোখ বলেছেন: চমৎকার তো
৭| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৭
মাঘের নীল আকাশ বলেছেন: আমি আসলে বোঝাতে চাচ্ছি, "কিভাবে" এবং "কীভাবে"র মধ্যে কোনটা সঠিক? কোন ক্ষেত্রে কোনটা প্রযোজ্য।
উত্তরের জন্য ধন্যবাদ
৮| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২৩
চড়ুই বলেছেন: সরকার মারুফ বলেছেন: এটা আরো সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়।
'কি' এবং 'কী' দুটো দিয়েই প্রশ্ন করা যায়। যখন প্রশ্নের উত্তরে 'হ্যাঁ/ না' আসে, তখন প্রশ্নটি করা হয় 'কি' দিয়ে। আর যখন প্রশ্নের উত্তরে 'হ্যাঁ/ না' আসে না, বরং কোনো বর্ণনামূলক উত্তর আসে, তখন প্রশ্নটি করতে হয় 'কী' দিয়ে।
যেমন: 'তুমি কি মাছ পছন্দ করো?' উত্তর: হ্যাঁ/ না
আবার: 'তুমি কী মাছ পছন্দ করো? উত্তর: ইলিশ, রুই, শি
ঠিক বলেছেন।
৯| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫৫
নীল অনুভব বলেছেন: ধন্যবাদ লেখাটির জন্য।