নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পতাকা বাহী

শাহী মিলন

“আল্লাহ কোন ব্যক্তিকে তার সামর্থ্যের বাহিরে দায়িত্ব দেন না।” [সূরা বাকারাহ, আয়াত: ২৮৬]

শাহী মিলন › বিস্তারিত পোস্টঃ

আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০১

১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৩

বেশকিছু বছর আগে পড়াশুনা অবস্থায় সাধারন জ্ঞানের জন্য কিছু মডেল টেষ্ট তৈরি করেছিলাম। যদি কারও উপকারে আসে তাই পর্ব আকারে তা সবার সাথে শেয়ার করলাম, আশাকরি ভালো লাগবে-



১। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কারা এসেছিল?

(ক) ওলন্দাজ √(খ) পর্তুগীজ (গ) ইংরেজ (ঘ) ফরাসি।

২। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে?

(ক) ১০ জানুয়ারী,১৯৭৩ √(খ) ১৬ ডিসেম্বর,১৯৭২ (গ) ৪ নভেম্বর,১৯৭২ (ঘ) ১১ অক্টোবর,১৯৭২

৩। গঙ্গার পানিবন্টন চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

√(ক) ১২ ডিসেম্বর,১৯৯৬ (খ) ১২ ডিসেম্বর,১৯৯৭ (গ) ১২ ডিসেম্বর,১৯৯৮ (ঘ) ১২ ডিসেম্বর,১৯৯৯

৪। ‘গম্ভীরা’ বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?

(ক) সিলেট (খ) বগুড়া √(গ) রাজশাহী (ঘ) চট্টগ্রাম।

৫। কত সালে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠন করা হয়?

√(ক) ১৯৪৮ সালে (খ) ১৯৫০ সালে (গ) ১৯৫২ সালে (ঘ) ১৯৫৪ সালে।

৬। বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয়?

(ক) চট্টগ্রাম (খ) নরসিংদী √(গ) দিনাজপুর (ঘ) যশোর।

৭। “লাহোর প্রস্তাব” উপস্থাপন করেন কে?

(ক) স্যার সলিমুল্লাহ √(খ) এ কে ফজলুল হক (গ) মু. আলী জিন্নাহ (ঘ) মহাত্মা গান্ধী।

৮। কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশী ছায়াছবি কোনটি?

(ক) লালসালু (খ) হাজার বছর ধরে (গ) দীপু নম্বর টু √ (ঘ) মাটির ময়না।

৯। বাংলাদেশের একমাত্র পাহাড়বিশিষ্ট দ্বীপ কোনটি?

(ক) কুতুবদিয়া √(খ) মহেশখালি (গ) সেন্টমার্টিন (ঘ) নিঝুম দ্বীপ।

১০। ‘বুদ্ধিজীবী স্মৃতিসৌধে’র স্থপতি কে?

ক) তানভীর কবির (খ) মইনুল হোসেন √(গ) মোস্তফা হারুন কদ্দুস (ঘ) নিতুন কুন্ডু।

১১। বাংলাদেশের সংবিধানে মোট কতটি ভাগ রয়েছে?

(ক) ১৬২ টি (খ) ১০ টি √(গ) ১১ টি (ঘ) ১৩ টি

১২। ‘চর গজারিয়া’ কোন জেলায় অবস্থিত?

(ক) ফেনী √(খ) লক্ষ্মীপুর (গ) খুলনা (ঘ) ভোলা।

১৩। বাংলাদেশের একমাত্র ‘রকস্ মিউজিয়াম’ কোথায় অবস্থিত?

(ক) রাজশাহী (খ) ঢাকা √(গ) পঞ্চগড় (ঘ) চট্টগ্রাম।

১৪। বাংলাদেশ ঈঞইঞ অনুমোদনকারী কততম দেশ?

(ক) ২৯ তম √(খ) ২৮ তম (গ) ৩৮ তম (ঘ) ৩৯ তম।

১৫। গ্রীনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘন্টা আগে?

√(ক) ৬ ঘন্টা (খ) ৬১/২ ঘন্টা (গ) ৫ ঘন্টা (ঘ) ৫১/২ ঘন্টা।

১৬। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত?

(ক) চট্টগ্রাম (খ) রাঙ্গামাটি √(গ) কক্সবাজার (ঘ) খাগড়াছড়ি।

১৭। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?

√(ক) পঞ্চগড় (খ) নিলফামারী (গ) ঠাকুরগাঁও (ঘ) লালমনিরহাট।

১৮। বাংলাদেশের কোন বিভাগে উপজাতি নেই?

(ক) ঢাকা (খ) চট্টগ্রাম √(গ) খুলনা (ঘ) রাজশাহী।

১৯। ‘রামসাগর দিঘী’টি কোন জেলায় অবস্থিত?

(ক) রংপুর √(খ) দিনাজপুর (গ) গাইবান্ধা (ঘ) রাজশাহী।

২০। নিম্নের কোন নদীটির নামকরণ করা হয়েছে মানুষের নামে?

(ক) পদ্মা (খ) মেঘনা (গ) পশুর √(ঘ) রুপসা।

২১। প্রতিবছর কত তারিখে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়?

√(ক) ১১ জুলাই (খ) ১১ আগস্ট (গ) ১১ সেপ্টেম্বর (ঘ) ১১ অক্টোবর।

২২। নিউইয়র্কের টুইন টাওয়ারের ধ্বংসস্তুপ অঞ্চলটি এখন কি নামে পরিচিত?

(ক) ডেড সিটি (খ) ফেয়ার ফিল্ড √(গ) গ্রাউন্ড জিরো (ঘ) ডেড ভ্যালি।

২৩। পৃথিবীর প্রশস্ততম খাল কোনটি?

(ক) সুয়েজ খাল √(খ) পানামা খাল (গ) গ্রান্ড খাল (ঘ) কিয়েল খাল।

২৪। ‘ম্যান অব দ্যা ডেসটিনি লিটল করপোরাল’- কার উপাধি?

(ক) জোয়ান আর্ক √(খ) নেপোলিয়ান বোনাপার্ট (গ) জিওফ্রে চসার (ঘ) আব্রহাম লিংকন

২৫। OPEC- এর সদর দপ্তর কোথায়?

(ক) কুয়েত সিটি, কুয়েত (খ) তেহরান, ইরান √(গ) ভিয়েনা, অস্ট্রিয়া (ঘ) কারাকাস, ভেনিজুয়েলা।

২৬। অলিম্পিক পতাকার পরিকল্পনাকারী কে?

(ক) ব্যাডেন পাওয়েল √(খ) ব্যারন পিয়েরে দ্য কুবার্তা

(গ) লেডি ব্যাডেন পাওয়েল (ঘ) ডেভিড হুক।

২৭। ইউরো মুদ্রার জনক কে?

(ক) রবার্ট আলবার্ট √(খ) রবার্ট মুন্ডেল (গ) রবার্ট লুকাস (ঘ) কোনটিই নয়।

২৮। আমেরিকার আদিম অধিবাসীদের কি বলা হয়?

√(ক) রেড ইন্ডিয়ান (খ) মার্কিনি (গ) ডাচ (ঘ) আমেরিকান।

২৯। বিখ্যাত যুদ্ধক্ষেত্র ‘ওয়াটার লু’ কোথায় অবস্থিত?

√(ক) বেলজিয়ামে (খ) ইংল্যান্ডে (গ) নেদারল্যান্ডে (ঘ) স্পেনে।

৩০। ‘নাইটিঙ্গেল অব ইন্ডিয়া’ বলা হয় কাকে?

(ক) ইন্দিরা গান্ধী (খ) অরুন্ধতী রায় (গ) মাদার তেরেসা √(ঘ) সরোজিনী নাইডু।

৩১। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলে-

(ক) ওয়েস্ট মিনিস্টার অ্যাবে √(খ) হোয়াইট হল (গ) মার্বেল চার্চ (ঘ) রাশিয়া।

৩২। ফরমোজার বর্তমান নাম কি?

√(ক) তাইওয়ান (খ) থাইল্যান্ড (গ) পোল্যান্ড (ঘ) চীন।

৩৩। আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালীর নাম কি?

(ক) মালাক্কা (খ) বেরিং (গ) হরমুজ √(ঘ) বাব-এল-মান্দেব।

৩৪। কোন রাজার শাসন আমলে ফরাসি বিপ্লব সূচিত হয়?

(ক) ত্রয়োদশ লুই (খ) চতুর্দশ লুই (গ) পঞ্চদশ লুই √(ঘ) ষোড়শ লুই।

৩৫। উজবেকিস্থানের রাজধানীর নাম কি?

(ক) সমরখন্দ (খ) বুখারা √(গ) তাসখন্দ (ঘ) খার্তুম।

৩৬। ‘ইন্ডিয়া হাউস’ কোথায় অবস্থিত?

(ক) দিল্লি √(খ) লন্ডন (গ) নিউইয়র্ক (ঘ) মুম্বাই।

৩৭। AFP- কোন দেশের সংবাদ সংস্থা?

(ক) জার্মানি √(খ) ফ্রান্স (গ) ইংল্যান্ড (ঘ) কানাডা।

৩৮। পৃথিবীর কোন নগর দুই মহাদেশে বিস্তৃত?

(ক) কায়রো √(খ) ইস্তাম্বুল (গ) কাসাব্লাঙ্কা (ঘ) প্যারিস।

৩৯। ‘লৌহমানবী’ রুপে পরিচিত কে?

(ক) ইন্দিরা গান্ধী (খ) শ্রীমাভো বন্দরনায়েকে (গ) গোল্ড মায়ার √(ঘ) মার্গারেট থ্যাচার

৪০। বার্লিন দেয়াল তৈরি হয় কত সালে?

(ক) ১৯৩৫ (খ) ১৯৪৯ √(গ) ১৯৬১ (ঘ) ৯৭

৪১। লেনিনগ্রাদের বর্তমান নাম কি?

(ক) পেট্টোগ্রাদ (খ) মস্কো √(গ) সেন্ট পিটার্সবার্গ (ঘ) বাকু।

৪২। বিশ্বের কোন দেশের সংবিধান সবচেয়ে সংক্ষিপ্ত?

(ক) ইংল্যান্ড (খ) মার্কিন যুক্তরাষ্ট্র (গ) ভারত (ঘ) অস্ট্রেলিয়া।

৪৩। পানামা খালকে কোন মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়?

√(ক) প্রশান্ত মহাসাগর(খ) উত্তর আটলান্টিক (গ) দক্ষিণ আটলান্টিক (ঘ) ভারত মহাসগরকে

৪৪। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?

(ক) ইন্দিরা গান্ধী (খ) খালেদা জিয়া √(গ) শ্রীমাভো বন্দরনায়েক (ঘ) গোল্ডা মেয়ার।

৪৫। আর্ন্তজাতিক আদালত কোন শহরে অবস্থিত?

(ক) জেনেভা (খ) নিউইর্য়ক √(গ) হেগ (ঘ) ভার্সাই।

৪৬। বিশ্বে সাত পাহাড়ের শহর কোনটি?

(ক) টোকিও (খ) শিকাগো √(গ) রোম (ঘ) প্যারিস।

৪৭। ফ্রাঁন্সের প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদ কত বছর?

√(ক) ৭ বছর (খ) ৫ বছর (গ) ৯ বছর (ঘ) ৪ বছর।

৪৮। সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে পনেরটি রাষ্ট্র গঠিত হয় কবে?

√(ক) ২১ডিসেম্বর, ১৯৯১ (খ) ১০নভেম্বর, ১৯৯১ (গ) ১২ডিসেম্বর, ১৯৯১ (ঘ) ২২ডিসেম্বর, ১৯৯১

৪৯। বিশ্বকাপ ফুটবল খেলা কখন শুরু হয়?

(ক) ১৯২৬ √(খ) ১৯৩০ (গ) ১৯৩৪ (ঘ) ১৯৪০।

৫০। বাংলা সাহিত্যে ‘সাহিত্য বিশারদ’ কার উপাধি?

√(ক) আবদুল করিমের (খ) মুহম্মদ শহীদুল্লাহ (গ) মোতাহার হোসেন চৌধুরীর (ঘ) আবুল ফজলের।

৫১। Asian Drama- গ্রস্থের রচয়িতা কে?

(ক) হ্যারল্ড লস্কি √(খ) গুনার মিরডাল (গ) উথান্ড (ঘ) এডাম স্মিথ।

৫২। বেগম রোকেয়ার রচনা কোনটি?

(ক) ভাষা ও সাহিত্য (খ) আয়না (গ) লালসালু √(ঘ) অবরোধবাসিনী।

৫৩। ‘বিষাদ সিন্ধু’ কার রচনা?

(ক) কায়কোবাদ √(খ) মীর মশাররফ হোসেন (গ) মোজাম্মেল হক (ঘ) ইসমাইল হোসেন সিরাজী।

৫৪। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’- এর আবিষ্কারক কে?

(ক) ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ (খ) ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়

√ গ) হরপ্রসাদ শাস্ত্রী (ঘ) ডক্টর সুকুমার সেন।

৫৫। বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয়?

(ক) রবীন্দ্র্রনাথ ঠাকুর (খ) প্রমথ চৌধুরী √গ) সত্যেন্দ্রনাথ দত্ত (ঘ) কাজী নাজরুল ইসলাম।

৫৬। সাহিত্যের কোন রুপটি প্রাচীতম?

(ক) গীতি কবিতা (খ) কবিতা √(গ) ছড়া (ঘ) উপন্যাস।

৫৭। ‘বীরাঙ্গনাকাব্য’ এর রচয়িতা-

(ক) রবন্দ্রিনাথ ঠাকুর √(খ) মাইকেল মধুসূদন দত্ত (গ) ঈশ্বর চন্দ্র গুপ্ত (ঘ) নবীনচন্দ্র সেন।

৫৮। ‘একাত্তরের ডায়রী’ গ্রন্থের লেখক কে?

(ক) জাহানারা ইমাম √(খ) সুফিয়া বেগম (গ) তাজউদ্দিন আহমেদ (ঘ) মুনতাসির মামুন।

৫৯। ‘শেখ আজিজুর রহমান’ বাংলা সাহিত্যে কি নামে বিখ্যাত?

(ক) আজিজ মিসির (খ) আজিজুল হক √(গ) শওকত ওসমান (ঘ) শওকত আলী।

৬০। ‘রক্তকরবী’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত

(ক) নাটকের নাম (খ) উপন্যাসের নাম (গ) গল্পের নাম √(ঘ) গীতিনাট্যের নাম।

৬১। আদর্শ বন নীতিতে যে পরিমাণ জমি বনভূমির জন্য রাখা আবশ্যক-

(ক) ৫০% (খ) ১০% √(গ) ২০% (ঘ) ৩০%।

৬২। কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন থাকে?

(ক) আঙ্গুর (খ) পেয়ারা (গ) আম √(ঘ) কলা।

৬৩। কোনটি সবচেয়ে ভারী ধাতু?

(ক) লোহা (খ) পারদ √(গ) প্লাটিনাম (ঘ) নিকেল।

৬৪। কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না?

(ক) অক্সিজেন √(খ) হাইড্রোজেন (গ) নাইট্রোজেন (ঘ) কোনটিই নয়।

৬৫। উচ্চতা নির্ণয় করার যন্ত্রের নাম কি?

(ক) গ্যালভানোমিটার √(খ) অলটিমিটার (গ) ক্যালরিমিটার (ঘ) টেনিসিমিটার।

৬৬। রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো কিসের কাজ করে?

(ক) লেন্সের (খ) আতশী কাঁচের (গ) দর্পনের √(ঘ) প্রিজমের ।

৬৭। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?

(ক) পেট্রোলিয়াম (খ) বায়োগ্যাস (গ) কয়লা √(ঘ) প্রাকৃতিক গ্যাস।

৬৮। কোথায় সাঁতার কাটা সহজ?

(ক) পুকুরে (খ) বিলে (গ) নদীতে √(ঘ) সাগরে।

৬৯। মানুষের চেয়ে কম্পিউটারের বুদ্ধি-

√(ক) কম (খ) বেশি (গ) অনেক বেশি (ঘ) সমান।

৭০। আধুনিক কম্পিউটারের জনক বলা হয়-

√(ক) চার্লস ব্যাবেজকে (খ) এইকেনকে (গ) প্রেসপার এর্কাটকে (ঘ) জন মউসলিকে



(চলবে)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৪

সুমন কর বলেছেন: এ পোস্ট নির্বাচিত পাতায় X( X(

ভাল শেয়ার কিন্তু যাদের দরকার তাঁরা অবশ্যই বই কিনেছে এবং কিনবে।

কেউ প্রিন্ট করে পড়বে না।

২| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো উদ্যোগ।

৩| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৪

আরিনি বলেছেন: http://www.facebook.com/amargramamarshopno

৪| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০০

আলম দীপ্র বলেছেন: :-B :-B :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.