নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পতাকা বাহী

শাহী মিলন

“আল্লাহ কোন ব্যক্তিকে তার সামর্থ্যের বাহিরে দায়িত্ব দেন না।” [সূরা বাকারাহ, আয়াত: ২৮৬]

শাহী মিলন › বিস্তারিত পোস্টঃ

আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০২

২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৫

বেশকিছু বছর আগে পড়াশুনা অবস্থায় সাধারন জ্ঞানের জন্য কিছু মডেল টেষ্ট তৈরি করেছিলাম। যদি কারও উপকারে আসে তাই পর্ব আকারে তা সবার সাথে শেয়ার করলাম, আশাকরি ভালো লাগবে-



১। বাংলাদেশের অভ্যন্তরে উৎপত্তি এবং দেশের জলসীমায় সমাপ্ত একমাত্র নদী কোনটি?

(ক) কালনি √(খ) সাঙ্গু (গ) পালং (ঘ) হালদা।

২। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

(ক) হামিদুর রহমান (খ) তানভির কবির

√(গ) মঈনুল হোসেন (ঘ) নিতুন কুন্ডু।

৩। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল?

(ক) ৯টি (খ) ১০টি √(গ) ১১টি (ঘ) ১২টি।

৪। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি?

(ক) নেপাল √(খ) ভুটান (গ) রাশিয়া (ঘ) মালদ্বীপ।

৫। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়?

(ক) ১২ নভেম্বর, ১৯৯৭ √(খ) ২ ডিসেম্বর, ১৯৯৭

(গ) ১২ ডিসেম্বর, ১৯৯৭ (ঘ) ২৫ ডিসেম্বর, ১৯৯৭

৬। শহীদ বুদ্ধজীবী দিবস কবে পালন করা হয়?

(ক) ১২ ডিসেম্বর √(খ) ১৪ ডিসেম্বর (গ) ১৬ ডিসেম্বর (ঘ) ১২ নভেম্বর।

৭। বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন?

√(ক) লক্ষণ সেন (খ) বিজয় সেন (গ) হেমন্ত সেন (ঘ) বল্লাল সেন।

৮। কোন খলিফার আমলে হিজরি সাল গণনা আরম্ভ হয়?

(ক) হযরত আবু বকর সিদ্দিক(রাঃ) √(খ) হযরত ওমর (রাঃ)

(গ) হযরত আলী (রাঃ) (ঘ) হযরত ওসমান (রাঃ)

৯। বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত?

(ক) ১৭ বছর √(খ) ১৮ বছর (গ) ২০ বছর (ঘ) ২২ বছর।

১০। কত সালে সতীদাহ প্রথা উচ্ছেদ আইন পাস হয়?

(ক) ১৫৫৬ সালে (খ) ১৭৫৭ সালে

√(গ) ১৮২৯ সালে (ঘ) ১৮৩৪ সালে।

১১। বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানা কোনটি?

(ক) জিয়া সার কারখানা, আশুগঞ্জ (খ) ঘোড়াশাল সার কারখানা

(গ) ফেঞ্চুগঞ্জ সার কারখানা √(ঘ) যমুনা সার কারখানা, তারাকান্দি।

১২। পূর্ব বাংলার নাম ‘পূর্ব পাকিস্তান’ করা হয় কবে?

(ক) ২০ মার্চ ১৯৪৮ √(খ) ২৩ মার্চ ১৯৫৬

(গ) ২৫ মার্চ ১৯৪৭ (ঘ) ২৬ মার্চ ১৯৭০।

১৩। বাংলার আদি অধিবাসী কারা?

(ক) আর্য (খ) মোঙ্গলীয় √(গ) দ্রাবিড় (ঘ) অস্ট্রিক।

১৪। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?

(ক) যমুনা √(খ) হাড়িয়াভাঙ্গা (গ) মেঘনা (ঘ) আড়িয়াল খাঁ।

১৫। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের বৃহত্তম উৎস কোনটি?

(ক) পাট রপ্তানি (খ) চা রপ্তানি

(গ) প্রবাসীদের প্রেরিত অর্থ √(ঘ) তৈরি পোশাক রপ্তানি।

১৬। ‘অগ্নিশ্বর’ ‘বীটজবা’ কোন জাতীয় ফলের নাম?

√(ক) কলা (খ) পেয়ারা (গ) আম (ঘ) জামরুল।

১৭। বাংলাদেশের প্রথম ডিজিটাল কম্পিউটার পত্রিকার নাম-

(ক) কম্পিউটার ডটকম √(খ) আইটি কম

(গ) সিল ডটকম (ঘ) আইটি ডটকম।

১৮। ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয়-

√(ক) ১৮৬৪ সালে (খ) ১৯০৫ সালে (গ) ১৯৪৭ সালে (ঘ) ১৯৫০ সালে।

১৯। বাংলার নাম ‘জান্নাতাবাদ’ দেন কোন মোঘল সম্রাট?

(ক) বাবর √(খ) হুমায়ন (গ) আকবর (ঘ) জাহাঙ্গীর।

২০। সর্বকনিষ্ঠ বীরপ্রতীক খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কি?

√(ক) শহীদুল ইসলাম (খ) রফিকুল ইসলাম

(গ) ফারুক হোসেন (ঘ) আব্দুল জলিল।

২১। মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল কত সালে?

√(ক) ১৯৫৬ সাল (খ) ১৯৫৫ সাল (গ) ১৯৫৪ সাল (ঘ) ১৯৫৩ সাল।

২২। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?

(ক) ফ্লোরিডা প্রণালী (খ) পক প্রণালী

√(গ) বেরিং প্রণালী (ঘ) জিব্রাল্টার প্রণালী ।

২৩। জাতিসংঘ দিবস পালিত হয় কবে?

√(ক) ২৪ অক্টোবর (খ) ২৪ আগষ্ট (গ) ২৪ সেপ্টেম্বর (ঘ) ২৪ ডিসেম্বর।

২৪। এডেন কোন দেশের সমুদ্র বন্দর?

√(ক) ইয়ামেন (খ) কাতার (গ) ওমান (ঘ) ইরাম।

২৫। কোন দেশের ডাকটিকিটে দেশের নাম লেখা থাকে না?

(ক) যুক্তরাষ্ট্র √(খ) ব্রিটেন (গ) ব্রাজিল (ঘ) ইটালি।

২৬। কোন দেশের প্রতিরক্ষার জন্য কোনো সেনাবাহিনী নেই?

(ক) অ্যান্ডোরা (খ) ট্যুভালু √(গ) মালদ্বীপ (ঘ) লাওস।

২৭। কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি?

√(ক) থাইল্যান্ড (খ) মায়ানমার (গ) ইন্দোনেশিয়া (ঘ) মালয়েশিয়া।

২৮। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন?

(ক) উথান্ট (খ) কুর্ট ওয়াল্ডহেইম (গ) ট্রিগভেলি √(ঘ) দ্যাগ হ্যামারশোল্ড।

২৯। ওপেকভূক্ত একমাত্র অ-আরব মুসলিম দেশ কোনটি?

(ক) ইরাক (খ) ভেনিজুয়েলা √(গ) ইন্দোনেশিয়া (ঘ) কাতার।

৩০। বিশ্বের একমাত্র কোন দেশের জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় না?

(ক) যুক্তরাষ্ট্র √(খ) সৌদি আরব (গ) ব্রিটেন (ঘ) ফ্রান্স।

৩১। Group of-8 বা জি-৮ এর একমাত্র এশীয় দেশ কোনটি?

(ক) চীন (খ) দক্ষিণ কোরিয়া √(গ)জাপান (ঘ) মালয়েশিয়া।

৩২। কোন বিষয়ে এ পর্যন্ত কোনো মহিলা নোবেল পুরস্কার পায়নি?

(ক) পদার্থে (খ) শান্তিতে (গ) রসায়নে √(ঘ) অর্থনীতিতে।

৩৩। কোন দেশটি ব্রিটিশ শাসনাধীন বহির্ভূত অথচ কমনওয়েলথের সদস্য?

(ক) সিসিলি (খ) মাল্টা √(গ) মোজাম্বিক (ঘ) বাহামা।

৩৪। জিম্বাবুয়ের পূর্ব নাম কি?

√(ক) রোডেশিয়া (খ) গ্রিনল্যান্ড (গ) গোল্ড কোস্ট (ঘ) প্রিটোরিয়া।

৩৫। টঘউচ -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

√(ক) নিউইয়র্ক (খ) জেনেভা (গ) রোম (ঘ) ভিয়েনা।

৩৬। গ্রীনল্যান্ড - এর মালিকানা কোন দেশের?

(ক) ব্রিটেনের (খ) যুক্তরাষ্ট্রের √(গ) ডেনমার্কের (ঘ) কানাডার।

৩৭। পোর্ট অব প্রিন্স কোন দেশের রাজধানী?

(ক) ত্রিনিদাদ √(খ) হাইতি (গ) কোষ্টারিকা (ঘ) বারবাডোস।

৩৮। কোন মার্কিন প্রেসিডেন্ট ওয়াটারগেট কেলেংকারীর সাথে জড়িত?

(ক) জিমি কার্টার (খ) জন এফ কেনেডি

√(গ) রিচার্ড নিক্সন (ঘ) রোনাল্ড রিগ্যান।

৩৯। ওয়াটারলুর যুদ্ধে কে পরাজিত হন?

(ক) রবার্ট ক্লাইভ (খ) ওয়েলিংটন (গ) লেলিন √(ঘ) নেপোলিয়ন।

৪০। পৃথিবীর সবচেয়ে বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি-

√(ক) চীন (খ) ব্রাজিল (গ) ভারত (ঘ) কানাডা।

৪১। ‘ইউনিটা’ কোন দেশের গেরিলা সংগঠন?

√(ক) এঙ্গোলা (খ) উগান্ডা (গ) মায়ানমার (ঘ) পেরু।

৪২। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত?

√(ক) ইরাক (খ) ইরান (গ) মিশর (ঘ) সিরিয়া।

৪৩। পাবলো পিকাসো কে ছিলেন?

(ক) দার্শনিক (খ) ক্রীড়াবিদ (গ) সঙ্গীতবিদ √(ঘ) চিত্রশিল্পী।

৪৪। আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত?

(ক) তিউনিসে (খ) রিয়াদে (গ) রাবাতে √(ঘ) কায়রোতে।

৪৫। বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?

(ক) নাউরু √(খ) ভ্যাটিকান (গ) মোনাকো (ঘ) টুভ্যালু।

৪৬। ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

(ক) রিয়াদ √(খ) জেদ্দা (গ) কায়রো (ঘ) দুবাই।

৪৭। সার্কভূক্ত দেশগুলোর মধ্যে মাথাপিছু আয় সবচাইতে বেশি কোন দেশের?

√(ক) মালদ্বীপ (খ) ভারত (গ) পাকিস্তান (ঘ) শ্রীলংকা।

৪৮। একদিনের ক্রিকেট ম্যাচে ইনিংসে সর্বোচ্চ রানের অধিকারী কে?

(ক) শচীন টেন্ডুলকার (খ) সাঈদ আনোয়ার

(গ) বিরেন্দর সেবাগ √(ঘ) রহিত শর্মা

৪৯। মরমী কবি কাকে বলা হয়?

√(ক) হাসন রাজা (খ) আলাউদ্দিন খাঁ (গ) সুলতান মিয়াজী (ঘ) ঈসা খাঁ।

৫০। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?

(ক) কবর (খ) আরেক ফাল্গুন

(গ) একাত্তরের দিনগুলো √(ঘ) আগুনের পরশমণি।

৫১। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ঢাকার কোথায় অবস্থিত?

(ক) ধানমন্ডী (খ) শাহবাগ

√(গ) সেগুণ বাগিচা (ঘ) টি.এস.সি চত্বর এলাকা।

৫২। ‘বিশ্বনবী’ গ্রন্থটির রচয়িতা কে?

√(ক) গোলাম মোস্তফা (খ) আবুল মনসুর আহমেদ

(গ) আবুল ফজল (ঘ) মোঃ আবদুল হাই

৫৩। ‘কবর’- নাটকটি কে রচনা করেন?

√(ক) মুনীর চৌধুরী (খ) জসীম উদ্দীন

(গ) নজরুল ইসলাম (ঘ) প্রমথ চৌধুরী।

৫৪। বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক কে?

(ক) সত্যেন্দ্রনাথ দত্ত (খ) নবীনচন্দ্র সেন

(গ) কামিনী রায় √(ঘ) মাইকেল মধুসূদন দত্ত

৫৫। প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম কি?

(ক) গাজী মিয়া √(খ) টেকচাঁদ ঠাকুর

(গ) সাহিত্য সম্রাট (ঘ) বাংলার মিল্টন।

৫৬। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কাবিতা কোন কাব্যগ্রন্থের অর্ন্তভূক্ত?

(ক) জিঞ্জির √(খ) অগ্নিবীণা (গ) সন্ধ্যা (ঘ) সিন্ধু হিন্দোল।

৫৭। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনিিট?

(ক) নাটক (খ) ছোটগল্প (গ) উপন্যাস √(ঘ) গীতি কবিতা।

৫৮। ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’ উক্তিটি কার?

(ক) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় (খ) মানিক বন্দ্যোপাধ্যায়

√(গ) রঙ্গলাল বন্দ্রোপাধ্যায় (ঘ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

৫৯। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবিয়াল-

(ক) লালন শাহ √(খ) গোজলা গুঁই (গ) তুসুক (ঘ) সাবিরিদ খান।

৬০। চর্যাপদ কোন ছন্দে রচিত?

(ক) অক্ষরবৃত্ত (খ) অমিত্রাক্ষর (গ) সরলবৃত্ত √(ঘ) মাত্রাবৃত্ত।

৬১। কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?

(ক) ভিটামিন সি (খ) ভিটামিন বি২ (গ) ভিটামিন বি √(ঘ) ভিটামিন কে।

৬২। জীবের বংশ বৃদ্ধির বৈশিষ্ট্য বহন করে-

√(ক) ক্রোমোজম (খ) প্লাস্টিড (গ) নিউক্লিওপ্লাজম (ঘ)নিউক্লিয়াস।

৬৩। আয়নার পিছনে কোন ধাতুটি ব্যবহৃত হয়?

(ক) কপার (খ) সিলভার √(গ) মার্কারি (ঘ) জিংক।

৬৪। বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি-

√(ক) বাড়ে (খ) কমে (গ) প্রথমে বাড়ে পরে কমে (ঘ) অপরিবর্তিত থাকে।

৬৫। টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়-

(ক) শব্দ শক্তি (খ) আলোক শক্তি (গ) তড়িৎ শক্তি √(ঘ) চৌম্বক শক্তি।

৬৬। ডিনামাইট আবিষ্কার করেন কে?

(ক) উইলিয়াম মারডক √(খ) আলফ্রেড নোবেল

(গ) আইনস্টাইন (ঘ) জোসেফ প্রিস্টলি

৬৭। কোন ধাতুর ব্যবহার মানুষ সর্বপ্রথম শেখে?

(ক) লোহা √(খ) তামা (গ) অ্যালুমিনিয়াম (ঘ) দস্তা।

৬৮। থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়, কারণ-

(ক) গলনাঙ্ক কম (খ) স্ফুটনাঙ্ক বেশি

(গ) একমাত্র তরল ধাতু √(ঘ) অল্প তাপে আয়তন অনেক বেশি বৃদ্ধি পায়।

৬৯। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে-

(ক) ০.১০ মি: গ্রা: (খ) ০.০০১ মি: গ্রা:

√(গ) ০.০১ মি: গ্রা: (ঘ) ১.০১ মি: গ্রা:

৭০। বাংলাদেশে প্রথম কত সালে কম্পিউটার স্থাপিত হয়?

(ক) ১৯৬০ সালে (খ) ১৯৬২ সালে √(গ) ১৯৬৪ সালে (ঘ) ১৯৬৬ সালে।



(চলবে)



আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০১

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫১

খেলাঘর বলেছেন:

"আমি সত্য পছন্দ করি, সত্য বলতে ভালোবাসি। "

-এটাই বড় মিথ্যা

২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৯

শাহী মিলন বলেছেন: মানুষের পক্ষে পুরোপুরি সত্যবাদী হওয়া হয়তো সম্ভব নয়, যদি হয় তবে সে মহামানব বা নবী-রাসুল, ফেরেস্তা বা দেবতা পর্যায়ে চলে যায়।

কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে যতটুকু সম্ভব যার যার অবস্থা থেকে সত্যকে আকঁড়ে থাকার চেষ্টা করে যাওয়া উচিত?

২| ২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:১০

বাউল আলমগী সরকার বলেছেন: শিয়ের করার জন্য
অনেক শুভেচ্ছা রইল-------

২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩১

শাহী মিলন বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.