নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পতাকা বাহী

শাহী মিলন

“আল্লাহ কোন ব্যক্তিকে তার সামর্থ্যের বাহিরে দায়িত্ব দেন না।” [সূরা বাকারাহ, আয়াত: ২৮৬]

শাহী মিলন › বিস্তারিত পোস্টঃ

আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০৪

২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৬

বেশকিছু বছর আগে পড়াশুনা অবস্থায় সাধারন জ্ঞানের জন্য কিছু মডেল টেষ্ট তৈরি করেছিলাম। যদি কারও উপকারে আসে তাই পর্ব আকারে তা সবার সাথে শেয়ার করলাম, আশাকরি ভালো লাগবে-

১। বাংলাদেশের সর্ব দক্ষিণ-পশ্চিমের থানা কোনটি?
(ক) কালীগঞ্জ √(খ) শ্যামনগর (গ) পাইকগাছা (ঘ) কয়রা।
২। বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে?
(ক) গণপরিষদ √(খ) সুপ্রিম কোর্ট (গ) আইন মন্ত্রাণালয় (ঘ) জাতীয় সংসদ।
৩। বাংলাদেশের মৎস্য আইনে কত সে.মি.এর কম দৈর্ঘের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ?
(ক) ১৮ সে.মি. (খ) ২০ সে.মি. √(গ) ২৩ সে.মি. (ঘ) ২৫ সে.মি.
৪। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে?
√(ক) ২ মার্চ ১৯৭১ (খ) ৭ মার্চ ১৯৭১ (গ) ২৫ মার্চ ১৯৭১ (ঘ) ২৬ মার্চ ১৯৭১।
৫। সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে ‘স্বাধীনতা দিবস পুরস্কার’ কোন সাল থেকে চালু হয়?
(ক) ১৯৭৪ সাল (খ) ১৯৭৬ সাল √(গ) ১৯৭৭ সাল (ঘ) ১৯৭৯ সাল।
৬। বাংলাদেশের কোথায় মৌর্যযুগের শিলালিপি পাওয়া গেছে?
(ক) পাহাড়পুর (খ) ময়নামতি √(গ) মহাস্থানগড় (ঘ) রাজশাহী।
৭। জনগণের সরাসরি ভোটে বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়-
(ক) ১৯৭৩ সালে √(খ) ১৯৭৮ সালে (গ) ১৯৮১ সালে (ঘ) ১৯৮২ সালে।
৮। বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পাস হয় কবে?
(ক) ২১মার্চ, ১৯৯৬ √(খ) ২৭মার্চ, ১৯৯৬ (গ) ২৯মার্চ, ১৯৯৬ (ঘ) ৩০মার্চ, ১৯৯৬।
৯। ‘সোয়চ অব নো গ্রাউন্ড’ কি?
(ক) একটি খেলার মাঠ (খ) একটি প্লাবন ভূমিনাম
√(গ) বঙ্গোপসাগরের একটি খাদের নাম (ঘ) ঢাকা সেনানিবাসের পোলো গ্রাউন্ডের নাম।
১০। ‘গারো উপজাতি’ কোন জেলায় বাস করে?
(ক) টাঙ্গাইলে √(খ) ময়মনসিংহে (গ) সিলেটে (ঘ) রাজশাহীতে।
১১। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কারণ কি?
(ক) স্বাধীনতা √(খ) স্বায়ত্তশাসন (গ) সাধারণ নির্বাচন (ঘ) স্বাধিকার অর্জন।
১২। কার প্রচেষ্টায় বিধবা আইন প্রবর্তিত হয়?
(ক) হাজী মুহম্মদ মুহসীন √(খ) ঈম্বরচন্দ্র বিদ্যাসাগর (গ) নবাব আঃ লতিফ (ঘ) লর্ড রিপন
১৩। আরব রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃত দেয় কোন দেশ?
√(ক) ইরাক (খ) আলজেরিয়া (গ) ইরান (ঘ) সৌদি আরব।
১৪। ইয়াহিয়ার আকৃতিতে ব্যাঙ্গ চিত্রটি কে এঁকেছেন?
(ক) শিশির ভট্টাচার্য (খ) রনবী √(গ) কামরুল ইসলাম (ঘ) এস এম সুলতান।
১৫। জাতীয় স্মৃতিসৌধের ফলকের সংখ্যা কয়টি?
√(ক) ৭টি (খ) ১০টি (গ) ১২টি (ঘ) ১৫টি।
১৬। ইন্টারপোল বলতে কি বুঝায়?
(ক) টেলিযোগাযোগ ব্যবস্থা √(খ) আন্তর্জাতিক পুলিশ সংগঠন
(গ) পুলের সমস্ত অংশ (ঘ) ইন্টানেটের যোগাযোগ মাধ্যম।
১৭। বিশ্বকাপ ফুটবলে কোন দেশ সর্বাধিক বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে?
(ক) জার্মানি (খ)ইতালি (গ) আর্জেন্টিনা √(ঘ) ব্রাজিল।
১৮। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত ‘কবর’ নাটকটির রচয়িতা কে?
(ক) কবীর চৌধুরী √(খ) মুনীর চৌধুরী (গ) সৈয়দ শামসুল হক (ঘ) মমতাজউদদীন আহমদ
১৯। ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
√(ক) মাউন্ট ব্ল্যাঙ্ক (খ) ব্লাক ফরেস্ট (গ) সাইবেরিয়া (ঘ) লংদুন।
২০। অস্কার পুরস্কার দেয়া শুরু হয় কত সাল থেকে?
√(ক) ১৯২৮ সাল (খ) ১৯২৬ সাল (গ) ১৯২৭ সাল (ঘ) ১৯২৯ সাল।
২১। ‘এক দেশ, এক জাতি, এক নেতা’ -এটি সরকারের আদর্শ?
√(ক) একনায়কতন্ত্রের (খ) গণতন্ত্রের (গ) রাজতন্ত্রের (ঘ) প্রজাতন্ত্রের।
২২। কোন দেশ স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপের অন্তর্গত?
(ক) সুইজারল্যান্ড (খ) হাঙ্গেরি √(গ) সুইডেন (ঘ) আলবেনিয়।
২৩। সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়?
√(ক) ১৯৮৫ সালে, ঢাকায় (খ) ১৯৮৩ সালে, দিল্লিতে
(গ) ১৯৮৪ সালে কলম্বোতে (ঘ) ১৯৮৬ সালে, মালেতে।
২৪। কয়টি দেশ নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়ে ছিল?
(ক) ৪৮টি √(খ) ৫১টি (গ) ৫০টি (ঘ) ৫৬টি।
২৫। কার্ল মার্কসের জন্ম কোন দেশে?
(ক) ফ্রান্স √(খ) জার্মানি (গ) রাশিয়া (ঘ) ইংল্যান্ড।
২৬। ‘বেফোর্স’ কোন দেশের অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান?
√(ক) সুইডেন (খ) ভারত (গ) অস্ট্রেলিয়া (ঘ) যুক্তরাষ্ট্র।
২৭। বালি দ্বীপ কোথায় অবস্থিত?
(ক) মালয়েশিয়া (খ) রাশিয়া √(গ) ইন্দোনেশিয়া (ঘ) যুক্তরাষ্ট্র।
২৮। সার্বিয়া ও মন্টিনিগ্রো কোন দেশের নতুন নাম?
√(ক) যুগোশ্লাভিয়া (খ) লাটভিয়া (গ) সার্বিয়া (ঘ) আলবেনিয়া।
২৯। গণতন্ত্র কোন ধরনের শাসন ব্যবস্থা?
(ক) বহুদলীয় (খ) নির্দলীয় (গ) আংশিক দলীয় √(ঘ) দলীয়।
৩০। ‘যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা।’ এটি কার উক্তি?
√(ক) এরিস্টটলের (খ) ম্যাকাইভারের (গ) লর্ড ব্রাইসের (ঘ) জন লকের।
৩১। পৃথিবীর কোথায় কোনো বস্তুর ওজন সবচেয়ে কম হয়?
(ক) ভূ-পৃষ্ঠে (খ) মেরু অঞ্চলে √(গ) বিষুবিয় অঞ্চলে (ঘ) পৃথিবীর কেন্দ্রে।
৩২। এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
(ক) জাকার্তা √(খ) ম্যানিলা (গ) জেনেভা (ঘ) ভিয়েনা।
৩৩। গ্রিস ও তুর্কি সাইপ্রিয়টকে বিভক্তকারী রেখার নাম কি?
(ক) গ্রিক লাইন √(খ) গ্রিন লাইন (গ) ম্যাজিনো লাইন (ঘ) রেড লাইন।
৩৪। বিশ্বব্যাংকের কোন অঙ্গ সংগঠনটি ‘Soft-loan window’ নামে পরিচিত?
(ক) IBRD √(খ) IDA (গ) IFC (ঘ) EDI
৩৫। ইরানের পার্লামেন্টের নাম কি?
(ক) সুরা (খ) দারুল আওয়াম √(গ) মজলিস (ঘ) সিনেট।
৩৬। ব্রিটিশ শাসনামলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয়?
(ক) ১৭৫৭ সালে (খ) ১৮৫৭ সালে √(গ) ১৯০৫ সালে (ঘ) ১৯১১ সালে।
৩৭। “শান্ত সমুদ্র’ (Sea of Tranquility) অবস্থিত কোথায়?
(ক) মঙ্গল গ্রহে √(খ) চন্দ্রে (গ) আটলান্টিক মহাসাগরে (ঘ) প্রশান্ত মহাসাগরে।
৩৮। মূল মধ্যরেখা হতে পূর্ব দিকে অগ্রসর হলে সময়-
√(ক) বাড়ে (খ) কমে (গ) বাড়েও না কমেও না (ঘ) পর্যায়ক্রমে বাড়ে এবং কমে।
৩৯। মহাশূন্যের প্রথম নভোচারী একজন-
(ক) আমেরিকান (খ) ব্রিটিশ (গ) ফরাসি √(ঘ) রাশিয়ান।
৪০। পৃথিবীর প্রথম মহিলা মহাকাশযাত্রীর নাম কি?
(ক) স্যালি রাইড (খ) ইউরি গ্যাগারিন √(গ) ভ্যালেন্তিনা তেরেসকোভা (ঘ) ভ্লাদিমির লাইকা
৪১। কাকে ইতিহাসের জনক বলা হয়?
(ক) থুসিডাইডিস √(খ) হেরোডোটাস (গ) এরিস্টটল (ঘ) টয়েনবি।
৪২। স্ক্যান্ডিনেভীয় দেশ নয় কোনটি?
√(ক) ইতালি (খ) নরওয়ে (গ) সুইডেন (ঘ) ডেনমার্ক।
৪৩। ম্যকমোহন লাইন বিভক্ত করেছে কোন দু’টি দেশকে?
(ক) বাংলাদেশ-মায়ানমার √(খ) ভারত-চীন (গ) যুক্তরাষ্ট্র-কানাডা (ঘ) ফ্রান্স-জার্মানি।
৪৪। প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় কত সালে?
(ক) ১৯৮২ সালে (খ) ১৯৮৩ সালে √(গ) ১৯৮৪ সালে (ঘ) ১৯৮৫ সালে।
৪৫। প্রথম বিশ্বকাপ ফুটবলের আয়োজক নিচের কোন দেশ?
(ক) ব্রাজিল (খ) আর্জেন্টিনা √(গ) উরুগুয়ে (ঘ) ইংল্যান্ড।
৪৬। বিশ্বকাপ ক্রিকেট শুরু হয় কখন?
(ক) ১৯৩০ সাল √(খ) ১৯৭৫ সাল (গ) ১৯৪০ সাল (ঘ) ১৯৭৭ সাল।
৪৭। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি’ গানটির রচয়িতা কে?
(ক) মুনীর চৌধুরী √(খ) আবদুল গাফফার চৌধুরী (গ) জহির রায়হান (ঘ) কবির চৌধুরী।
৪৮। ‘থিওরি অব রিলেটিভিটি’র প্রণেতা কে?
√(ক) আলবার্ট আইনস্টাইন (খ) নিউটন (গ) চার্লস ডারউইন (ঘ) মেন্ডেল।
৪৯। ‘বনফুল’ কার ছদ্মনাম?
(ক) প্রমথ চৌধুরী √(খ) বলাইচাঁদ মুখোপাধ্যায় (গ) ভারতচন্দ্রের (ঘ) রাজ শেখর বসুর
৫০। ‘দি ক্যাপটিভ লেডি’ কাব্যটি কে লিখেছেন?
(ক) উইলিয়াম কেরী √(খ) মাইকেল মধুসূদন দত্ত (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (ঘ) শেক্সপীয়র
৫১। কোন বইটি মীর মশাররফ হোসেনের লেখা?
(ক) অনল প্রবাহ (খ) জননী (গ) আনোয়ারা √(ঘ) গাজী মিয়ার বস্তানী।
৫২। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?
√(ক) এন. বি. হ্যালহেড (খ) উইলিয়াম কেরী (গ) ড. মোঃ শহীদুল্লাহ (ঘ) রামমোহন রায়
৫৩। ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থটি কার লেখা?
√(ক) সুকান্ত ভট্টাচার্য (খ) সত্যেন্দ্রনাথ দত্ত (গ) জীবনানন্দ দাশ (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর।
৫৪। বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি?
(ক) কুলীনকূল সর্বস্ব (খ) চর্যাপদ √(গ) কথোপকথন (ঘ) ভ্রান্তিবিলাস।
৫৫। শাহ মুহাম্মদ গরীবুল্লাহ একজন খ্যাতনামা-
(ক) নাট্যকার (খ) ঔপন্যাসিক √(গ) পুঁথি রচয়িতা (ঘ) ছোটগল্পকার।
৫৬। বাংলা ভাষায় কয়টি উপসর্গ ব্যবহৃত হয়?
(ক) ২০টি √(খ) ২১টি (গ) ২৫টি (ঘ) ১৭টি
৫৭। বাংলা সাহিত্যে কার উপাধি ‘চলন্ত অভিধান’?
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর √(খ) ড. মু. শহীদুল্লাহ (গ) মধুসূদন দত্ত (ঘ) গোলাম মোস্তফা
৫৮। ‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
(ক) সমার্থে (খ) বৃহদার্থে √(গ) ক্ষুদার্থে (ঘ) বিপরীতার্থে।
৫৯। ‘ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা’ এই সঙ্গীতটির রচয়িতা কে?
√(ক) দ্বিজেন্দ্রলাল রায় (খ) জীবনানন্দ দাশ (গ) নবীনচন্দ্র সেন (ঘ) জসীমউদ্দীন।
৬০। চাঁদে কোন শব্দ করলে শোনা যাবে না কেন?
√(ক) চাঁদে বায়ু নেই (খ) চাঁদের আকর্ষণ শক্তি নেই
(গ) চাঁদে কোন পানি নেই (ঘ) চাঁদে কোন জীবন নেই
৬১। কোন আলো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি?
(ক) বেগুনী (খ) সবুজ (গ) হলুদ √(ঘ) লাল।
৬২। ভূত্বকে কোন ধাতু সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়?
(ক) জিঙ্ক √(খ) অ্যালুমিনিয়াম (গ) লোহা (ঘ) সোনা।
৬৩। শিল্পকারখানা এলাকা থেকে কোন বিষাক্ত গ্যাস বের হয়?
(ক) কার্বন ডাই-অক্সাইড √(খ) কার্বন মনোক্সাইড (গ) নাইট্রিক অক্সাইড (ঘ) সালফার ডাই-অক্সাইড
৬৪। ক্রনোমিটার কি?
√(ক) সময় মাপার যন্ত্র (খ) রাস্তা মাপার যন্ত্র (গ) পানি মাপার যন্ত্র (ঘ) উত্তাপ মাপার যন্ত্র
৬৫। খোলা পাত্র অপেক্ষা ঢাকনা দেওয়া পাত্রে চাল শীঘ্র সিদ্ধ হয় কেন? (ক) স্ফুটনাঙ্ক কমে বলে (খ) স্ফুটনাঙ্ক বাড়ে বলে (গ) আয়তন বৃদ্ধ পায় বলে √(ঘ) চাপ বৃদ্ধি পায় বলে।
৬৬। জোয়ার-ভাটার সৃষ্টি হয় পৃথিবীর কোন গতির ফলে?
√(ক) আহ্নিক গতি (খ) বার্ষিক গতি (গ) রৈখিক গতি (ঘ) পর্যায়বৃত্ত গতি।
৬৭। কোনটিতে আমিষের পরিমাণ সবচেয়ে বেশি?
(ক) তাজা ছোট মাছ √(খ) শুঁটকি মাছ (গ) মাংস (ঘ) ডিম।
৬৮। সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভেতর সাধারণত কি গ্যাস ব্যবহার করা হয়?
(ক) নাইট্রোজেন (খ) হিলিয়াম √(গ) নিয়ন (ঘ) অক্সিজেন।
৬৯। যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো-
(ক) লাল, হলুদ, নীল (খ) লাল, কমলা, বেগুনী (গ) হলুদ, সবুজ, নীল √(ঘ) লাল, নীল, সবুজ।
৭০। কোনটি কম্পিউটারের গুরুত্বপূর্ণ অংশ?
√(ক) অপারেটিং সিস্টেম (খ) এপ্লিকেশন (গ) হার্ডওয়্যার (ঘ) সফ্টওয়্যার।

(চলবে)

আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০১
আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০২
আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০৩

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩

শরতের আকাশ বলেছেন: http://mcq-exam.com ( Mcq Exam ) এ Bcs, Govt. Job, University Admission এর জন্য সাধারনজ্ঞানের পরীক্ষা দিন। বার বার পরীক্ষা দিয়ে নিজের মধ্যে confidence বারান। প্রতিবার পরীক্ষা শেষে ভুল উত্তরগুলো জেনে নিন। এখানে ৭টি বিভাগে (সাধারনজ্ঞান, ইতিহাস, বাংলাদেশ, English, আর্ন্তজাতিক, বাংলা, বিজ্ঞান, গনিত) পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.