![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুন নাই , বুদ্ধি নাই , টাকা নাই, কিছুই নাই।
এলো বনান্তে পাগল বসন্ত।
বনে বনে মনে মনে রং সে ছড়ায় রে,চঞ্চল তরুণ দুরন্ত।
বাঁশীতে বাজায় সে বিধুর পরজ বসন্তের সুর,
পান্ডু-কপোলে জাগে রং নব অনুরাগে
রাঙা হল ধূসর দিগন্ত।।
কিশলয়ে-পর্ণে অশান্ত ওড়ে তা’র অঞ্চল প্রাস্ত।
পলাশ-কলিতে তা’র ফুল-ধনু লঘু-ভার,
ফুলে ফুলে হাসি অফুরন্ত।
এলো মেলো দখিনা মলয় রে প্রলাপ বকিছে বনময় রে।
অকারণ মন মাঝে বিরহের বেণু বাজে।
জেগে ওঠে বেদনা ঘুমন্ত।।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৩
কাঠ পাতা বলেছেন: কি করব ? সামু তে নতুন। নিয়মিত পোস্ট না করলে তো আর সেফ হয়তে পারব না। আর এই সব কবিতা তো বিখ্যাত সব কবি দের । তাদের নাম উল্লেখ করে দিলে সমসসা কোথায়। আর কবিতা গুলো তো সুন্দর।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৫৬
উদাস কিশোর বলেছেন: কপি পেষ্ট ছাড়ুন । সৃজনশিলতা প্রকাশ করুন ।
শুভ কামনা .
হ্যাপি ব্লগিং