![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুন নাই , বুদ্ধি নাই , টাকা নাই, কিছুই নাই।
রাত ৩.২৫ পুরো ঢাকা এখন ঘুমের চাদরে ঢাকা।দুর থেকে কিছু কুকুরের কর্কশ আওয়াজ ভেসে আসছে। আমি ছাদ এ উঠেছিলাম চাদ এর মায়াবী আলো দেখতে । চারপাশ টা কিছুটা ভৌতিক পরিবেশ তারপরও ভালো লাগছে ।বাড়ির পিছন সাইডে একটা শিউলি ফুল গাছ আছে, হালকা সুগন্ধ আসছে নাকে, প্রচুর শিউলি ফুল ফোটে। আসলে আজ এই মায়াবী জোছনাময় রাত এ নিজেকে খুব অসহায় এবং একা একা লাগছে। ফেলে আসা দিন গুলোর কিছু না পাওয়া ও বার্থতার দুখময় স্মৃতি গুলো হটাত করেই আজকে মনে পরে গেলো আর বুকের ভিতর হু হু করে কোথা থেকে কষ্ট এসে যেনো জমা হচ্ছে
১৩ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:১২
কাঠ পাতা বলেছেন: ধন্যবাদ...... আপনার পোস্ট টি পরেেছি অনেক উৎসাহমূলক পোস্ট। কিন্তু মাঝে মাঝে একটু হতাশ হওয়া খারাপ না
২| ২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৩
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, নির্জনতা পুরোনো স্মৃতিগুলোকে সামনে নিয়ে আসে। ভালো লাগা রেখে গেলাম।
৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৭
কাঠ পাতা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
৩| ২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৪
সাদা মনের মানুষ বলেছেন: {img|http://www.animated-gifs.eu/fun-food/clic.php?url=./0053.gif]
৪| ২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৭
সাদা মনের মানুষ বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৫০
রাজিব বলেছেন: "When one door closes, another opens; but we often look so long and so regretfully upon the closed door that we do not see the one which has opened for us." said Alexander Graham Bell
তাই হতাশ না হয়ে জীবনকে কাজে লাগানোর চেষ্টা করুন।
উৎসাহ পাবার জন্য আমার এ লেখাটি পড়ে দেখতে পারেনঃ
Click This Link