![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিনেমা মানুষের অনুভুতিগুলো কিভাবে বাস্তবে রূপান্তর করে না দেখা বিভিন্ন বিষয় সেটার প্রতিফলন স্বরূপ বাংলা কিছু সিনেমা আমরা দেখলে বুঝতে পারব।
আমার দেখা মুক্তিযুদ্ধ বিষয়ক সেরা ছবি হচ্ছে Guerrilla( গেরিলা) সিনেমাটি । বাস্তবে ছবিটি সেভাবে একজন নারীকে তুলে ধরেছে সেটা বলায় অসামান্য। একজন মেয়েও যে দেশের জন্য কতটুকু করতে পারে তার প্রতিফলন স্বরূপ ছবিটি দেখে বুঝা যায় ।
ছবিটি আমি Embed করে দিয়েছি। দেখলে আশা করি ভাল লাগবে। আশা করি দেশের প্রতি ভালবাসা জাগাতে এমন কিছু সিনেমাই যথেষ্ঠ।
৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৮
শাহরিন শাহন বলেছেন: ধন্যবাদ । অামার নিকটে শ্রেষ্ঠ ছবি মুক্তিযু্দ্ধ বিষয়ক
২| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০৩
নীল আশরাফ বলেছেন: এটা কোন সিনেমার জাতও না। এই ছবিতে যতটা না মুক্তিযুদ্ধকে ফোকাস করা হয়েছে, তার চেয়ে বেশি দেখানো হয়েছে ইসলামী লেবাসধারী মোল্লা মৌলবিদের কুকীর্তি - যা এই সিনেমার সব ধরণের আকর্ষণকে নষ্ট করে ফেলেছে।
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন: এখনও সময় পেলে দেখি !