নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিশুদ্ধ কোন মানব নই, তুমি তোমার মত করে শুদ্ধ করে নিও আমায়।

ডার্ক ম্যান

...

ডার্ক ম্যান › বিস্তারিত পোস্টঃ

আইনজীবী সাইফুলের মৃত্যু। একটা বাদ করতে না পারা সম্ভাবনার কথা।

২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:১৪

আজ বিকালে চট্টগ্রাম আদালত সংলগ্ন রঙ্গম কনভেনশনাল হলের পাশে আইনজীবী সাইফুল মারা যান। এখানে একসময় চট্টগ্রামের বিখ্যাত রঙ্গম সিনেমা হল।
এটার পাশ দিয়ে শুরু হয়েছে চট্টগ্রামের একটা মেথর পট্টি।
রঙ্গম কনভেনশন হলের আশেপাশে বেশ কিছু বিল্ডিং রয়েছে। কিছু আইনজীবীর ব্যক্তিগত চেম্বারও রয়েছে সেই এলাকায়।
ইসকনের চিন্ময় প্রভুকে নিয়ে আদালতে নজিরবিহীন ঘটনা ঘটে। ফেসবুকের মোটামুটি পরিচিত এক লেখক ঐ আদালতের ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন দেওয়ার এখতিয়ার না থাকায় তিনি চিন্ময় প্রভুর জামিন আবেদন নাকচ করে ডিভিশনসহ কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

কিন্তু পুলিশ তাকে কারাগারে নেওয়ার উদ্দেশ্য প্রিজন ভ্যানে তুললেও সনাতনীদের বাঁধার মুখে পড়ে। প্রায় ঘন্টা তিনেক এই অবস্থা চলার পর নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ করে সনাতনীদের সরিয়ে দেয়।
এরপর সনাতনীরা বিভিন্ন গলিতে ছড়িয়ে গাড়ি ভাঙচুর করে। এসময় তাদের ছোড়া ইট পাটকেল মসজিদের জানালা ভাঙে।

রঙ্গম কনভেনশন হলের যেখানে আইনজীবী সাইফুল মারা গেছেন সেখানে আরো আইনজীবী ছিলেন। কেউ কেউ এই মৃত্যুকে হত্যাকান্ড বলছেন। অবশ্য সকল অপমৃত্যুই আমার কাছে হত্যাকান্ড মনে হয়।
মাহমুদুর রহমান পিনাকী ইলিয়াস গং মাসখানেক ধরে ইসকনকে নিষিদ্ধ করার জন্য ক্রমাগত যে উস্কানিমূলক কথা বলে আসছিলো সাইফুলের মৃত্যু একই সূত্রে গাঁথা।


আমার কাছে সাইফুলের মৃত্যু / হত্যাকান্ড কিছু প্রশ্নের উদ্রেক করেছে।
সনাতনীরা দা নিয়ে আন্দোলন করতে গেছে?
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব নিরাপত্তা বাহিনীর। আইনজীবীরা সনাতনীদের সাথে লড়তে গেলো কেন?

যে কোন মানুষের মৃত্যু বেদনাদায়ক। সাইফুলের রাজনৈতিক অবস্থান সম্পর্কে আমি কিছুটা জানি.।

স্বপন মজুমদার নামে একজনের স্ট্যাটাস।
চাক্ষুষ জবানবন্দি :

কোর্ট বিল্ডিং থেকে নামছি - দেখলাম শান্ত প্রতিবাদ করছে সনাতন সম্প্রদায় - হঠাৎ করেই
বেদড়ক পিটুনি এবং কোথা থেকে নারায়ে তকবির আওয়াজ তুলে একদল জনতা ইট পাটকেল মারা শুরু করলো l
আমি মুসলমান দ্বন্ধে পড়ে গেলাম কোনদিকে যাবো l আমার মস্তিষ্ক একটি যুক্তিভিত্তিক বিবেচনা করতে শিখেছে l
কিন্ত আমি দেখলাম অযৌক্তিক ক্রিয়াকর্মকান্ডে l
এক পর্যায়ে বাঁচার জন্য কিছু তরুন মসজিদে ঢুকে পড়লো ইটপাটকেল মসজিদের গায়েও লাগলো l
কোনো সনাতন মসজিদে ইট মারেনি l
খুব চমৎকার চারিদিকে গুজব হয়ে উঠলো
হিন্দুরা মসজিদে আক্রমণ করেছে l
লালদিঘির মাঠ থেকে হাঁটতে হাঁটতে আন্দরকিল্লার দিকে আসছি দেখলাম মসজিদ আক্রমনের গুজবে সাধারণ মুসলিম হিন্দু প্রতিরোধে নেমে পড়লো l
বুঝে গেলাম এখনি শুরু হবে পারস্পরিক আক্রমন হলোও তাই l
খুব অসহায় লাগলো দৌড়াদৌড়ি করে এক বন্ধুর অফিসে ঢুকে পড়লাম l
দেখলাম বৃহত্তর জনগোষ্ঠী অসহায় হিন্দু জনগোষ্ঠীকে কিভাবে দেখে l
নিজেকেও অসহায় এক হিন্দু মনে হলো l

আশেপাশের মানুষজন বলছে হিন্দুদের অনেক ফাজলামি বাড়ছে -
আমি বললাম ৫ই আগষ্ট তো কথা বলার কথা -
শান্তিপূর্ণ ভাবে তার মত প্রকাশ করার কথা l
আমার সাথে বি এন পি এর অনেক নেতা ও ছিল তারাও বললো প্রশাসন অহেতুক ঝামেলা করছে l
তারা আরো বললো ব্রম্মচারী চিন্ময় প্রভু কে গ্রেফতার কোনো মানেই হয় না l
সরকার আওয়ামীলীগের মতো জনগন দেখে ভয় পাচ্ছে l

লজ্জা লেগে উঠলো আমার কারণ এই সরকারের আমি ও একটা অংশ l

কী করবো ঢাকায় ফোন করলাম বললাম কার নির্দেশে করছে?
বলছে সরকার এখন আর কাউকে মিত্র মনে করে না l
তাহলে আমরা কারা? সরকার কে?

মতামত : সরকারের উচিত সব রাজনৈতিক দলের সদস্য নিয়ে এলাকাভিত্তিক সম্প্রীতি মোর্চা তৈরি করা যাকে inclusive বলে l রাজনৈতিক ব্যক্তি ছাড়া সরকার চলবে না l কিন্তু আমাদের এই সরকার টিকিয়ে রাখা দরকার l


অনেকে মনে করেন এই ঘটনায় আগুন জ্বলবে। অনেক তথাকথিত দেশপ্রেমিক এসব ঘটনায় শেখ হাসিনার হাত দেখেন। অনেক জাতীয়তাবাদী দেশপ্রেমিক জাতিকে ঐক্যবদ্ধ করার ঘোষণা দিয়েছেন।

আগস্টের ৫ তারিখ থেকে দেশে যে আগুন জ্বলাইছে জঙ্গিরা সেটার শেষ পরিণতি তাদের ভোগ করতে হবে কড়াই গন্ডায়।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৪২

রাকু হাসান বলেছেন:


তুমি রিয়েলিটি মাইনা নেও -আপনাকে মনে হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য বা সমর্থক। ৫ আগস্টের বিপক্ষরা আওয়ামী স্বৈরাচাররে অংশীজন । এবং তারা বাংলাদেশের রাজনীতি করে না । ভারতীয় ন্যারেটিভে বলে । ভারতীয় মিডিয়া , আর আপনার বক্তব্য একই । জঙ্গি নাটক সাজিয়েও দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানাতে পারলেন না । এখনও সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টায় আছেন। সংখ্যালঘু কার্ড থেকে বের হয়ে আসুন ।

২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৫৪

ডার্ক ম্যান বলেছেন: ছাত্রলীগ ছেড়েছি আরও ১৮ বছর আগে। এরপর কখনো কোন দলীয় রাজনীতিতে যুক্ত হয় নি।

৫ আগস্টের বিপক্ষরা আওয়ামী স্বৈরাচারের অংশীজন। আর ৫ আগস্টের পক্ষরা কি হিজবুতি-জামায়াতি-রাজাকারের অংশীজন?

এটা যে আগস্টের ৫ তারিখ থেকে জঙ্গিরাষ্ট্র হয়ে গেছে সেটা কি আর প্রমাণের অপেক্ষা রাখে..।

সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে মাহমুদুর পিনাকীরা।

২| ২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৪৮

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: সামনে কি হবে জানিনা। রাতে আসার সময় জায়গায় জায়গায় দেখলাম মিছিল হচ্ছে, জামায়াতে ইসলাম স্লোগান দিচ্ছে। এতদিন আর ভয় লাগেনি, আজকে সত্যি ভয় লাগছিল। বার বার শুধু খুশবন্ত সিং এর "ট্রেন টু পাকিস্তান " এর কথা মনে পড়ছিল। ৪৭ আমরা দেখিনি তবে এর ভয়াবহতা পড়েছি। এই অপদার্থ সরকার যত তাড়াতাড়ি নির্বাচন দিয়ে বিদায় হতে পারে ততই মঙ্গল।

২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৫৭

ডার্ক ম্যান বলেছেন: সাইফুলের মৃত্যু খুব প্ল্যানড ওয়েতে হয়েছে।

৩| ২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৫০

সৈয়দ কুতুব বলেছেন: আপনার সাথে একমত নই। চিটাগং আমার দাদার বাড়ি। আমি ভিন্ন কিছু শুনেছি। যাই হোক এমন সময় ব্লগার সোনাগাজী কে খুব মিস করছি।

২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৫৮

ডার্ক ম্যান বলেছেন: আমি অনেক কিছুই শুনেছি আদালত এলাকার। কিন্তু নিরাপত্তাজনিত কারণে প্রকাশ করতে পারছি না।

৪| ২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৫২

সৈয়দ কুতুব বলেছেন: সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ@জামাত রাজনৈতিক কারণে সরাসরি হামলা করবে না। ইসলামিক দল কেউ হামলা করলে সেটাও জামাতের ঘাড়ে যাবে। সো আল্লাহ ভরসা! স্লোগান মোগান নিয়ে ভাবিয়েন না। ইহা হাফ শিক্ষিতদের দেশ।

২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:০০

ডার্ক ম্যান বলেছেন: কয়েকটা এলাকায় কিছু কিছু হামলার কথা শোনা যাচ্ছে।
বিএনপির শেষ আমলে বাঁশখালীতে ১১ জন হিন্দুকে পুড়িয়ে মারার রেকর্ড আছে

৫| ২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:০৬

সৈয়দ কুতুব বলেছেন: এসব রেকর্ড আওয়ামীলীগের ও আছে। জনগণ বিএনপি থেকে মুক্তি চেয়েছিল তাই আওয়ামী লীগ কে ক্ষমতায় বসিয়েছিল( সেনাবাহিনী না সাহায্য করলে পারতো না বসতে) কিন্তু আওয়ামী লীগ ১৫ বছর টানা ক্ষমতায় থেকে বিপরীত মতবাদ, দলকে নিগ্রহ করেছে। এতে এসব শক্তি দুর্বল না হয়ে আরো শক্তি সঞ্চয় করে এখন মনস্টার হয়ে গেছে। ভুল রাজনীতির কারণে আজ দেশ গৃহযুদ্ধ অবস্থার দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছে।

২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:২০

ডার্ক ম্যান বলেছেন: আওয়ামী লীগ যেটা বাড়াবাড়ি করেছে সেটার শাস্তি সে পাবে।
গ্রেনেড হামলার মতো ঘটনা হয়েছিল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য।

৬| ২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:০৯

রাকু হাসান বলেছেন:

এটা যে আগস্টের ৫ তারিখ থেকে জঙ্গিরাষ্ট্র হয়ে গেছে সেটা কি আর প্রমাণের অপেক্ষা রাখে..।
--আপনার কাছে কি প্রমাণ আছে লিখুন ,অনুমান আর অভিযোগে তো হয় না। আপনি যে ট্যাগ ছড়াচ্ছেন তা যে অমূলক,তা বোঝার জন্য খোলা চোখের দরকার নেই ,বন্ধ চোখেই বোঝা যায়।

শুনুন অভ্যণ্থান মেনে নিন , ক্ষমা প্রার্থনা করুক । সাদাকে সাদা ,কালো কে কালো বললে তো দোষের কিছু নেই । সমালোচনা হোক গঠনমূলক।

সঠিক তদন্ত হোক ,দেশ সত্যটা জানুক।আমাদের উচিত সব পক্ষকে এখন শান্ত থাকা ।

২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:১৮

ডার্ক ম্যান বলেছেন: আমি কেন ক্ষমা প্রার্থনা করবো?

৭| ২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:১৩

মিরোরডডল বলেছেন:





যে আইনজীবী মারা গেছে, সে হিন্দু বা মুসলিম যাই হোক, একজন মানুষ।
যারা মেরেছে তারাও মানুষ।
আসলেই কি মানুষ????

ছেলেটার কি অপরাধ ছিলো?
একজন মানুষ অপরাধ করলে আইনের আওতায় তার বিচার হবে।
আর এখানে একজন নিরপরাধ মানুষকে এভাবে মেরে ফেললো!!!!

এতো মানুষের সামনে প্রকাশ্যে একজনকে পিটিয়ে মেরে ফেলে, আইনশৃঙ্খলা বাহিনী কোথায় ছিলো, কেনো এসব কন্ট্রোল করতে পারছে নাহ?

২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:২৪

ডার্ক ম্যান বলেছেন: দেশে নিরাপত্তা বাহিনীর কাজ এখন বাংলা সিনেমার পুলিশের মতন।
ঘটনা শেষ হওয়ার পর এসে বলে, আইনের হাত অনেক লম্বা। আপনারা নিজের হাতে আইন তুলে নিবেন না।

প্রকৃত দোষীদের খুঁজে বের করা হোক। যেকোনো মৃত্যু বেদনাদায়ক।

৮| ২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:২০

আমি নই বলেছেন: সাইফুল মারা যান নি, তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে বিভ্রান্তি সৃষ্টির মানে কি?

আরো অনেকের স্টাটাস পড়লাম কারোটাই আপনার ঐ স্বপন মজুমদারের সাথে মেলেনা। ব্লগেও একজন আইনজীবি পোষ্ট দিয়েছেন তার সাথেও মিল দেখলাম না। অনেক ভিডিও প্রকাশ হয়েছে, কোনোটার সাথেই স্বপন মজুমদারের স্টাটাসের মিল নাই। সুতরাং ধরে নেয়া যায় এটা বাশেরকেল্লা টাইপের কেউ লিখেছে।

সনাতনীরা দা নিয়ে আন্দোলন করতে গেছে?



ফটো জুলকারনাইন সায়েরের ওয়াল থেকে, ওনার ওয়ালে আরো একটা ছবি আছে চাইলে দেখে আসতে পারেন।

খুনি, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই সুতরাং খুনিদের সর্বোচ্চ শাস্তী কামনা করছি। উগ্রপন্থীদের অপকর্মের দায় যেন সাধারন হিন্দুদের উপর না চাপানো হয় সে ব্যাপারে সকলের দৃষ্টি রাখা উচিৎ।

২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:২৭

ডার্ক ম্যান বলেছেন: নারায়ে তাকবীর স্লোগান দিয়ে আদালতে মিছিল করে হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে।
সায়রের ছবিটা দেখেছি। এটা কি আজকের?
যদি আজকের হয়, এটা কোন দিকের। সাইফুলের মৃত্যুর আগে না পরে।

৯| ২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:৫৩

আমি নই বলেছেন: লেখক বলেছেন: নারায়ে তাকবীর স্লোগান দিয়ে আদালতে মিছিল করে হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে।
সায়রের ছবিটা দেখেছি। এটা কি আজকের?
যদি আজকের হয়, এটা কোন দিকের। সাইফুলের মৃত্যুর আগে না পরে।


আপনি বললেইতো হবেনা, আদালতে থাকা আইনজীবিরা বলছে, প্রতিটা টিভি চ্যানেলেই ভিডিও আছে। ইসকনিরাই প্রিজন ভ্যান আটকে দিয়ে সমস্যার সুত্রপাত করে, তারা অনেক গাড়ী ভাংচুর করে, পরে পুলিশ যখন শক্তি প্রয়োগ করে তাদের সরাতে যায় তখন ইসকনিরা সংঘর্ষ শুরু করে, তখন পর্যন্ত ইসকনিরা এবং পুলিশ-বিজিবিই সংঘর্ষ চলছিল। আদালত জামিন না দিলে প্রিজন ভ্যান আটকে দিয়ে আদালতে মারামারি করার অধিকার কোথায় পেল তারা? নাকি ইসকনি বলে যা খুশি তাই করার লাইসেন্স পেয়ে গেছে?

আজকের ছবি না হলে সায়ের পোষ্ট করবে? বাকিটা সায়েরের পোষ্ট থেকেই জেনে নেন। আগে পরে জানি না, প্রশ্ন করেছিলেন উত্তর দিয়েছি।

ইসকনি আর সাধারন হিন্দুদের আমি এক মনে করি না। সাধারন হিন্দুরা ইসকনিদের মত উগ্রপন্থী নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.