নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে মনে হয় জীবনটা অন্যরকম হবার কথা ছিল!

শেরজা তপন

অনেক সুখের গল্প হল-এবার কিছু কষ্টের কথা শুনি...

শেরজা তপন › বিস্তারিত পোস্টঃ

ইলিশনামা~ ১

২৬ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৭


১৯৮৫ সালে ডক্টর মোকাম্মেল হোসাইন ‘ ব্রিটিশ কলম্বিয়া ইউনিভার্সিটিতে যেই রিসার্চ পেপারটা( থিসিস – এম এস এর জন্য) জমা দিয়েছিলেন সেটা এখানে মিলবে;
Spawning times and early life history of Hilsa ilisha in Bangladesh।
বিবিসির সূত্র বলছে;বার্মায় ইলিশ মেলে ১৫-২০ভাগ, ভারতে ৫-১০ ভাগ আর বাংলাদেশে ৬০ ভাগ। বাকি দশভাগ সারা বিশ্বে।
ওদিকে টাইমস অফ ইন্ডিয়া একটা জরিপ করে বলছে; বাংলাদেশে নাকি ৭৫ভাগ ইলিশ পাওয়া যায়, বার্মায় দশ ভাগ ও ভারতে মাত্র ৫ ভাগ।
ইলিশ মাছ বাংলাদেশের পুরো মাছ আহরণের ১২ভাগ পুরন করে আর জিডিপিতে ১ ভাগ অবদান রাখে। সব মিলিয়ে প্রায় সাড়ে চার লক্ষ মানুষ ইলিশ আহরণ এর সাথে জড়িত।

২০০২-৩ সালে হুগলী নদীতে ইলিশ ধরা হয়েছিল-৬২,৬০০ টন। সেখানে বাংলাদেশে ছিল প্রায় দুই লাখ টন। ২০১৭/১৮ তে হুগ্লী নদীতে ইলিশ ধরা পরে ২৭ হাজার ৫৩৯ টন সেখানে বাংলাদেশে ৫১৭০০০ টন। ওপারে কমেছে ৫৬% এপারে বেড়েছে ১৬০%
ওদিকে বার্মার ইরাবতী এর মোহনা ও সুমুদ্র থেকে সেই সময়ে মাছ ধরা পড়ত সারা বিশ্বের ৫ থে ২০ ভাগ – সেটা এখন নেমে এসেছে মাত্র ৮-১০ ভাগে। সারা বিশ্বের নদ নদী মহনা আর সুমুদ্রে বাকি মাত্র ৫ ভাগ ইলিশ ধরা পড়ে।
পৃথিবীর সবচেয়ে বেশী ইলিশ ধরা পড়ে মেঘনা নদী ও এর অববাহিকায়। ইলিশ ইরাবতী ও হুগলী নদী থেকে তার রুট পাল্টে মেঘনা মুখী হয়েছে।
ফারাক্কা বাধের জন্য হুগলী নদীর মোহনায় দ্রুত পলি জমা, সময় মত ড্রেজিন না হওয়া ও অতিরিক্ত মাছ আহ্রন( মা মাছ ও জাটকা) এর মুল কারন কেননা ইলিশের চলাচলের জন্য নুন্যতম ৩০-৪০ ফুট পানির গভীরতা দরকার। মাত্র কয়েক বছর আগে যেখানে মাত্র ৩০০০ মাছ ধরার বোট ছিল সেখানে এখন এর সংখ্যা প্রায় ৬০০০। কোন কোন জালের বেড় প্রায় ২ কিলোমিটার- মাছ মোহনা দিয়ে নদীতে ধুকবে কিভাবে?
মেঘনার নদীর গড় গভীরতা ৫০-৬০ফিট । জিপিএস সিস্টেমের মত ইলিশের নিজস্ব গাইড সিস্টেম আছে – এর মাধ্যমে সে খুঁজে নেয় নিরাপদ পানি ও নদী।
***
গে ইলিশ গঙ্গা উজিয়ে এলহাবাদে চলে আসত কিন্তু ফারাক্কাবাধ হবার পরে ইলিশের চলাচলের পথ রুদ্ধ হয়ে গেছে সে কারনেও ইলিশ তার গতিপথ পাল্টেছে।
‘আমার মনে (মুজতবা আলী সাহেব) প্রশ্ন জাগল বাদশা সালামৎ কি মাছ খেয়ে শহিদ হলেন?’
আমার এক সিন্ধি দোস্ত আছেন;
তিনি বললেন,’নিঃসন্দেহে বলা যেতে পারে ,পাল্লা মাছ।‘
গঙ্গা উজিয়ে যে আসে বা একদা আসত, সেটা ইলিশ বা হিলসা
নর্মদা উজিয়ে ঐ মাছই যখন আসে তখন ব্রৌচে(Broach)লোকেরা একে বলে মাদার,পার্সিরা বলে বীম্
সিন্ধু উজলেই বলে পাল্লা।
শান ই শাহ বাদশা সালামৎ মুহম্মদ তুঘলক শাহ ইলিশে চড়ে স্বর্গে গেলেন। স্বর্গে যাবেন নাতে কোথায় যাবেন? ইলিশ খেয়ে যে প্রাণ দেয় সে তো শহীদ!
ঞ্চতন্ত্রে তিনি লিখেছেন ’আবার ইলিশ। সুশীল পাঠক আমাকে ক্ষমা করো।ঐ বস্তুটির প্রতি আমার মারাত্মক দুর্বলতা আছে-বেহেশতের বর্ণনাতে ইলিশের উল্লেখ নেই বলে পাঁচ-বখৎ নামাজ পড়ে সেথায় যাবার বাসনা আমার নেই।‘
***
...গুরুর চরণামৃত নিয়ে শুরু করছি;
আমার এলাকার এক নামকরা তাফসিরবিদের ছেলের সাথে বহু আগে এক তর্কে মেতে উঠেছিলাম;
তের কেজি ওজনের ইলিশ!! অসম্ভব হতেই পারেনা-আমি দেখা-শোনাতো দুরের কথা কোন বইতেও পড়ি নাই।
-হ্যাঁ-রে ভাই, আমি নিজের চোখে দেখছি।…হাটখোলায় এক জাইল্যা পাইছিল- পত্রিকাতে আসছিল আপনে দ্যাখেন নাই?
-নারে ভাই বিশ্বাস হয়না।
তার কথায় আমার এক আত্মীয়া সমর্থন করায় আমি মানতে বাধ্য হলাম। মনে মনে ভাবছিলাম-
তের কেজি ওজনের ইলিশ! এ-তো বড় সড় পাঙ্গাশ মাছের সমান!কিভাবে সম্ভব?আমি পদ্মার পাড়ের ছেলে হয়ে বড়জোর আড়াই তিন কেজি ওজনের ইলিশ দেখেছি,ব্যতিক্রম হলে হয়তো পাঁচ ছয় কেজি হতে পারে,তাই বলে তের কেজি!
-জানেন সেইদিন আব্বার এক মুরিদ আসছিল কুয়াকাটা থেইক্যা। একদম তাজা চকচকা আধা-মন ইলিশ আনছিল।একেকটা কমপক্ষে দুই আড়াই কেজি।
-কি কও মিয়া! তোমার বাড়ির পাশে আমি থাকি আর তুমি দুই একখান ইলিশ আমারে পাঠাইলা না। বাজারে যখন এই সাইজ ইলিশ দেখি ৩০০০-৪০০০ টাকায় তখন ভাবি একদিন একখান কিনে সাজগোজ কইরা ছবি-টবি তুইলা খাব!
-হাঃ হাঃ আমি ভাবছিলাম আপনার কথা। কিন্তু আপনে যে ব্যস্ত মানুষ আপনারে পাব কি এই ভাইবা আর দেই নাই।ওই ইলিশ দেইখ্যা আব্বা আমার বউরে কইল,আম্মা কাঁচা-মরিচ পেয়াজ দিয়া ভাল কইরা ঝোল কর।
বউ কইল,আব্বা এত রাইতে ইলিশ মাছ রাধার দরকার নাই-সকালে রাঁধি?
আব্বা শুইনা কইল কি জানেন,-‘মারে,বুড়া হইয়া গেছি-মরণ কখন আসে বলা যায়না-আইজ রাইতে এই ইলিশ না খাইয়া যদি মইরা যাই তাইলে বেহেশতে গিয়াও শান্তি পাবনা।
***
লিশের প্রসঙ্গ আসলেই আমার সৈ.মু. আলীর সেই বিখ্যাত উক্তিটির কথা মনে পড়ে,
সেদিন মুর্শিদাবাদ থেকে আসা আমার এক ভারতীয় বন্ধু বাসায় সর্ষে ইলিশ খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে বলল,
-তোমরা কি তাজা ইলিশ খাও?
-তাজা ইলিশ বলতে কি জ্যান্ত নড়াচড়া করছে এইরকম ইলিশের কথা বলছ?
সে বেকুবের মত তাকিয়ে বলল, আমি জানি ইলিশ ধরার পরেই মারা যায়। বলতে চাচ্ছিলাম বরফ ছাড়া ইলিশ খেয়েছ নাকি?
-ঢাকায়-তো বরফ ছাড়া ইলিশ পাওয়া যায়না। ইলিশের সিজনে দেশে গেলে খাই।
-তাই নাকি?খেতে কেমন?
-সেইরকম-স্বাদ।তাজা ইলিশ জেলেরা যখন ডালাতে সাজিয়ে রাখে-রূপ দেখে প্রাণ জুড়ায়।চকচকে ইলিশের দেহ জুড়ে যেন রংধনুর সাত রং এর বাহার। বরফ দিলে মাছ সোজা হয়ে যায় কিন্তু তাজা ইলিশ বাঁকা থাকে ঠিক পানসি নৌকার মত।
বন্ধু আমার ইলিশ সন্মন্ধে আমার এই বিশাল গিয়ানি বক্তব্যে টাসকি খাইল!
আর আমি মনে মনে আমি ফিচিক ফিচিক করে হাসলাম।
সে বলল, তাজা ইলিশ খাওয়া যে এত-বড় সৌভাগ্যের ব্যাপার এই প্রথম জানলাম।
আমি বলি কি;
এইটুকুতেই ও টাসকি খাইছে!
আর সে যদি এই তের কেজি ইলিশের কথা শুনতেন তাহলে নিঃসন্দেহে হার্টফেল করত। বাদশাহ সালামৎ তাও ইলিশ খেয়ে শহিদ হয়েছেন আর সে শুনেই শহিদ হত!
***
গুজরাটে ইলিশ মাছ মোদেন (স্ত্রী) বা পালভা (পুরুষ) নামে পরিচিত।
গুজরাটিয়রা পুরুষ ও মাদি ইলিশের আলাদা নাম দিয়েছে কিন্তু ইলিশের দেশ বাংলাদেশে এটা কেন মিক্সট জেন্ডারে ডাকা হয়?
যদিও ইলিশ লবণাক্ত জলের মাছ বা সামুদ্রিক মাছ,বেশিরভাগ সময় সে সাগরে থাকে কিন্তু বংশবিস্তারের জন্য প্রায় ১২০০ কিমি দূরত্ব অতিক্রম করে ভারতীয় উপমহাদেশে নদীতে পাড়ি জমায়।
ইলিশ প্রধানত বাংলাদেশের পদ্মা (গঙ্গার কিছু অংশ), মেঘনা (ব্রহ্মপুত্রের কিছু অংশ) এবং গোদাবরী(ভারত) নদীতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এর মাঝে পদ্মার ইলিশের স্বাদ সবচেয়ে ভালো বলে ধরা হয়। ভারতের রূপনারায়ণ নদী, গঙ্গা, গোদাবরী নদীর ইলিশ তাদের সুস্বাদু ডিমের জন্য বিখ্যাত।
দক্ষিণ পাকিস্তানের সিন্ধু প্রদেশেও এই মাছ পাওয়া যায়। সেখানে মাছটি পাল্লা নামে পরিচিত। এই মাছ খুব অল্প পরিমাণে থাট্টা জেলায় ও পাওয়া যায়। বর্তমানে সিন্ধু নদীর জলস্তর নেমে যাওয়ার কারণে পাল্লা বা ইলিশ আর দেখা যায় না।
***
লিশ একটি চর্বিযুক্ত মাছ আর ইলিশে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড (ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড) রয়েছে। সাম্প্রতিক গবেষণায় পাওয়া গেছে এই অ্যাসিড কোলেস্টোরেল ও ইনসুলিনের মাত্রা কমিয়ে দিতে সাহায্য করে।
***
সুপ্রিয় ব্লগারবৃন্দ; ইলিশ নিয়ে বহুবছর যাবত আমার একটা প্রবন্ধ লেখার ইচ্ছা ছিল। সুদীর্ঘ সময় ধরে এ বিষয়ে বিভিন্ন সূত্র থেকে অনেক তথ্য সংগ্রহের চেষ্টা করেছি- যে চেষ্টা এখনো চলমান আছে। আজ থেকে ধারাবাহিক ভাবে লেখাটি শুরু করলাম। আশা করি সুপ্রিয় ব্লগারেরা আমাকে বিভিন্ন তথ্য দিয়ে সর্বোতভাবে সহযোগীতা করবেন। লেখায় যে কোন ধরনের ভুলত্রুটি থাকলে দ্বিধাহীনভাবে সমালোচনা করিবেনো।

মন্তব্য ২১ টি রেটিং +৫/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আগের ইলিশের ঘ্রাণ ছিল। গ্লাস জগ সব কিছুতে সেই ঘ্রাণ পাওয়া যেত। এখনকার ইলিশে ঘ্রাণ নেই

২৬ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২০

শেরজা তপন বলেছেন: সাগর নদী আর মোহনার সব ইলিশ মিলেমিশে একাকার হয়ে গেছে। স্বাদ গন্ধ সেভাবে মিলেমিশে হারিয়ে গেছে :(

২| ২৬ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ৭৫ অথবা ৬০ ভাগ ইলিশ পাওয়া গেলেও আমরা খেতে পারি না।

অথচ আপনি রোগের ঔষধ হিসাবে দেখিয়েছেন ইলিশ। ইলিশ পাইতাম কই :(

২৬ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩১

শেরজা তপন বলেছেন: মোট মাছ আহরণের ১২ ভাগ ইলিশ।
তার মানে ১২ভাগ মানুষ তাদের পাতে ইলিশ পায় ( এইটা আউলা ঝাউলা হিসাব)। আপনি আমি বাকি ৮৮ ভাগের মধ্যে আছি :)
এরপরেও ঔষধ হিসেবে খেতে হবে।

৩| ২৬ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৭

মিরোরডডল বলেছেন:




মানে কি?
এতোকিছু লেখার পর বলে আবারও আসবে ইলিশ নিয়ে লেখা।

এই সেদিন, কিছুদিন আগেই না ইলিশ নিয়ে লিখলো? :)

আর ইউ ওকে ম্যান?
ইলিশ দেখতে তো খুব সুন্দর, রুপালী চকচক করে তাই প্রেমে পড়েছে :)

দুনিয়ার কাঁটা!!!!
একটা মাত্র পিস মজা করে খাওয়া যায়।

এ মাছ সবার কেনো যে এতো প্রিয়!!


২৬ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৪

শেরজা তপন বলেছেন: আহারে এই দেশের ৯৬ ভাগ মানুষের প্রথম পছন্দের মাছ ইলিশ। আমি কি তাদের পক্ষে যাব নাকি আপনার মত ইলিশ বিদ্বেষীদের পক্ষে, আপনিই কন?
ইলিশ আমার পরথম পেরেম :)
আপনার পছন্দের কি মাছ আছে বলেন- এরপর সেই মাছ নিয়ে লিখব।

৪| ২৬ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৬

মায়াস্পর্শ বলেছেন: ইলিশের মাথা আর পেটি, আহ, ধন্য।
বেগুন আলু দিয়ে ইলিশ এর ঝোল, এ যে অমৃত।
আমার লিভিং প্লেসের সাথেই একটা বাংলা হোটেল আছে,ওরা ইলিশ রান্না করে। আমাদের মাওয়া ঘাটের কোনো লোকাল হোটেলেও এতো সাদের রান্না করতে পারে না। প্রতি সপ্তাহে আমি একবার করে খাই।

২৬ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

শেরজা তপন বলেছেন: আহা জিভে জল এসে গেল!
এটা কি স্বদেশ না বৈদেশ?

৫| ২৬ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩

মায়াস্পর্শ বলেছেন: এটা কি স্বদেশ না বৈদেশ?
গত ছয়মাস আগে বৈদেশ এসেছি। ছোট খাটো একটা চাকুরীবাকুরী করি আর কি 8-|

২৬ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭

শেরজা তপন বলেছেন: যাক যেখানেই আছেন অন্তত দেশের ছোঁয়ায় আছেন। ছোট বড় এইসব বলে নিজেকে ছোট করবেন না প্লিজ।

৬| ২৬ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭

মিরোরডডল বলেছেন:





আমি কি তাদের পক্ষে যাব নাকি আপনার মত ইলিশ বিদ্বেষীদের পক্ষে, আপনিই কন?

কারো পক্ষে যাবে কেনো, নিজের পক্ষে থাকবে, go with your heart :)

আমি ইলিশ বিদ্বেষী না, কিন্তু ইলিশ প্রেমীও না।
ইলিশের ডিম ভালো লাগে।

আপনার পছন্দের কি মাছ আছে বলেন

সবচেয়ে প্রিয় মাছ চিংড়ি।
এছাড়া যেকোন ছোট মাছের চচ্চড়ি, অথবা যে মাছে কাঁটা কম বা বড় কাঁটা।
মেইনলি বোনলেস ফিলেট স্যামন, টুনা, বারামুন্ডি এসব।

আমি নিজে কাঁটা মাছ না খেলেও ফ্রেন্ডসদের জন্য রান্না করি, ওরা যা খেতে পছন্দ করে।
ইলিশ লাইফে একাবারই রান্না করেছিলাম। সেটা নিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম, সেই অভিজ্ঞতার পর আর কখনও ট্রাই করিনি :)



২৬ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

শেরজা তপন বলেছেন: ইলিশ খায় না কিন্তু ইলিশের ডিম খোর অনেকেই আছে। আমার ছেলে ডিমওয়ালা যে কোন মাছ খায় কিন্তু ডিম ছাড়া কোন মাছ খাবে না সে- এমনকি চিংড়ির ডিমও তার প্রিয়।
ইলিশের ডিম আমারও ভীষণ প্রিয়- মেয়েটাও তেমন হয়েছে। আমরা পুরো একটা ইলিশখোর ফ্যামিলি- এটা সবাই জানে। আমার আর এক ইলিশখোর বন্ধু সেদিন আড্ডায় এসে বলল, তাহেরের ( যেখানে আড্ডা দেই সেই দোকান মালিকের নাম) ডিপে তোমার একটা জিনিস আছে, যাবার সময় নিয়ে যেও। ওমা বের করে দেখি একজোড়া বরিশাল্যা লোকাল ইলিশ।
গুড়া চিংড়ি থেকে শুরু করা গলদা পর্যন্ত আমার পছন্দের।

যে কোন কাটা মাছ আমার ভীষণ পছন্দের। এমনকি চিতল ফলিও খুব খাই, কত কিসিমের মানুষ বানাইছেন আল্লায় :)

৭| ২৬ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২১

আরইউ বলেছেন:




শেরজা,

ইলিশ নিয়ে ধারাবাহিক চলুক!

বাংলাদেশে নাকি যে ইলিশ ধরা পড়ে তা "নারী" ইলিশ; "পুরুষ" ইলিশ নাকি রহস্যময়, ধরাছোঁয়ার বাইরে। এমন কিছু একটা খবরের কাগজে পড়েছিলাম।

কানে কানে বলে যাই, বাঙালীর ইলিশপ্রিতির কারণ আমি বুঝিনা। ব্যক্তিগতভাবে ইলিশ কখনোই আমার পছন্দের মাছ নয় বলে আমি হয়ত বায়াসড তবে আমার এই মাছটাকে ভীষণ ওভাররেটেড মনে হয়।

ভালো থাকুন!

২৬ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

শেরজা তপন বলেছেন: ইলিশ ওভাররেটেড কি না এবং কেন ওভার রেটেড, আধুনিক বাঙ্গালীরা হঠাৎ কেন এত ইলিশ নিয়ে মাতামাতি শুরু করল- এই নিয়েও কথা হবে এক পর্বে। তবে ভাই ইলিশ মাছের তুলনা হয় না- মুরগীর ডিম আর আলুর মত ইলিশ দিয়ে শত পদ হয়।
রহস্যময় পুরুষ ইলিশ নিয়ে আমিও পড়েছিলাম।
অনেক ধন্যবাদ আপনাকে অপছন্দের মাছ হবার পরেই ইলিশ নিয়ে লিখতে উৎসাহিত করছেন বলে। ভাল থাকুন।

৮| ২৬ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৬

আজব লিংকন বলেছেন: ইলিশ নিয়ে বহুবছর যাবত আমার একটা প্রবন্ধ লেখার ইচ্ছা ছিল।
ভাই শুভকামনা রইলো।
লেখাটি পড়ে অনেক কিছু জানতে পেলাম। মজাও পেয়েছি অনেক জায়গায়। খুব ভালো লিখেছেন।।

২৬ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯

শেরজা তপন বলেছেন: করোনাকালীন সময়ে অখণ্ড অবসরে অনেক কিছু লিখব বলে ভেবেছিলাম, তার একখানা এই মাছ নিয়ে।
দেখি কতদূর কি লিখতে পারি। পাশে থেকে উৎসাহ দিবেন বলে আশা রাখি।

৯| ২৬ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩

মিরোরডডল বলেছেন:





কানে কানে বলে যাই, বাঙালীর ইলিশপ্রিতির কারণ আমি বুঝিনা। ব্যক্তিগতভাবে ইলিশ কখনোই আমার পছন্দের মাছ নয় বলে আমি হয়ত বায়াসড তবে আমার এই মাছটাকে ভীষণ ওভাররেটেড মনে হয়।

যাক, একজনকে পাওয়া গেলো :)


২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:০০

শেরজা তপন বলেছেন: পুরা লেখা পড়ার পর- আপনিও আমার সাথে থাকবেন বলে আশা করছি :)
@আর ইউ ভাই আধা আছেন

১০| ২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:০৭

কামাল১৮ বলেছেন: যত যায়গায় যত ইলিশ খেয়েছি আরিচা গোয়ালনন্দ ঘাট পার হওয়ার সময় ফেরিতে খেয়ে যতটা স্বাদ পেয়েছি এমন আর কখনো পাইনি।

১১| ২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:১৯

জুল ভার্ন বলেছেন: এখন পাংগাস দখল করেছে ইলিশের যায়গা। ইলিশ একদিন ইতিহাস হবে!

১২| ২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৭

মিরোরডডল বলেছেন:




গুড়া চিংড়ি পছন্দ না, ক্লিন করা কঠিন।
একবার শুধু গুড়া চিংড়ি দিয়ে ভর্তা করেছিলাম কোন একজন মুরুব্বি অতিথির জন্য।
মিশন সাকসেসফুল, উনি খেয়ে বলেছেন মনে হচ্ছে ট্র্যাডিশনাল দেশী ভর্তা খেলেন।

যে কোন কাটা মাছ আমার ভীষণ পছন্দের।

শেরজাকে কি এখন থেকে বিল্লু বলে ডাকবো?


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.