![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Click This Link
সামুর ব্লগার নিপুণ কথন নামে খ্যাত দেব দুলাল গুহ নিখোঁজ হয়েছেন বলে জানতে পারলাম ফেসবুকের এক পোস্ট থেকে।
তিনি যেখানে থাকুন না কেন, সুস্থ থাকুন, নিরাপদে ফিরে আসুক। এই প্রার্থনা রইলো।
পোস্টের লিঙ্ক
https://www.facebook.com/share/p/18beoVrdb8/৷
আজম খান
লালমনিরহাট কলেজের শিক্ষক দেব দুলাল গুহের উপরে হামলা করেছে মব। তার অপরাধ তিনি কলেজে বিশৃঙ্খলা তৈরি করতে দেন নাই। একদল মব কলেজের অভ্যন্তরে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙতে আসলে তিনি তাতে বাঁধা দেন। যেহেতু এগুলো সরকারি স্থাপনা এবং কলেজে তার দায়িত্ব এগুলো রক্ষা করা। তিনি তার দায়িত্ব পালন করছিলেন। মব তার কথা না শুনে তার উপরে হামলা করে। এ সময়ে অনেকে তার ধর্ম তুলে গালাগালি করে। এখন পর্যন্ত তিনি নিখোঁজ।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৩:১৮
ইফতেখার ভূইয়া বলেছেন: পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযাীয় উনি এখন ডিবি হেফাজতে আছেন, নিখোঁজ নন (সূত্র)।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৭:৫২
কামাল১৮ বলেছেন: তার মুক্তি কামনা করি।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:২৯
নতুন নকিব বলেছেন:
ব্লগার ইফতেখার ভাইকে ধন্যবাদ ব্লগার নিপুন কথনের বিষয়ে সঠিক তথ্য উপস্থাপন করার জন্য। বুঝা যাচ্ছে, উস্কানিমূলক পোস্ট দেওয়ার কারণেই তাকে আটক করা হয়েছে। তিনি নিখোঁজ নন।
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:৫৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: উচ্ছিষ্টভোগীরা এইসব প্রপাগান্ডা ছড়াচ্ছে।
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:২২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ইফতেখার ভূইয়া সাহেবের লিঙ্কে দেখলাম ও না আরেকটা বদমায়েশ।
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:১৪
নতুন বলেছেন: তিনি কট্টর আয়ামীপন্হি এবং ভারত পন্হি।
শিক্ষকের উপরে হামলা সর্মথন করা যায় না। তিনি স্পস্টবাদি তাই তার সত্রু বেশি। তার পোস্টে মনে হয় উনার চারপাশের সবাই উনার উপরে বিলা হয়ে থাকে।
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৯
পুরানমানব বলেছেন: ওর মতো বেয়াদপ শিক্ষক ডিবি হেফাজতে থাকায় শ্রেয় হইবে। নইলে জনগণ ওর পশ্চাতের অবস্থা খারাপ করিয়া দিবে।
৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২৬
রাজীব নুর বলেছেন: অত্যন্ত দুঃখজনক।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৩:১৬
ইফতেখার ভূইয়া বলেছেন: বিগত ৭ ই ফেব্রুয়ারিতেও উনি পোস্ট করেছেন দেখলাম, নিখোঁজ কবে হয়েছে? উনার বিরুদ্ধে অবশ্য বিগত সরকার আমলেও "অসদাচারণ" এর অভিযোগ এসেছিলো (সূত্র)।