নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

এক বিলিয়ন ডলার প্রধানমন্ত্রী, মাত্র এক বিলিয়ন ডলার

১৯ শে জুন, ২০১৬ রাত ৯:১৮

ওরা আজ ঘুমুবে কোথায়? অফিস ফেরার পথে আজ বিকেলের বৃষ্টিতে ভিজতে ভিজতে ফার্মগেটের ওভার ব্রিজটায় উঠতেই প্রশ্নটি থমকে দিলো কিছুক্ষণের জন্যে। ওভার ব্রিজে বৃষ্টির পানি জমে গেছে। তার মাঝে শত মানুষের ভিড়। সেই ভিড় ঠেলে হাঁটতে হাঁটতেই মনে পড়ে গেলো সেই মানুষগুলোর কথা।

রোজ সকালে অফিসে যাওয়ার পথে ওভার ব্রিজগুলোর উপরে নিশ্চিন্তে শুয়ে থাকতে দেখি কিছু মানব সন্তানকে। মাঝে মাঝে অবাক হই এই ভেবে যে কিভাবে এই শক্ত পাটাতনের উপর রাত কাটিয়ে দেয় লোকগুলো!

সেই মানুষগুলো আজ রাতে কোথায় শুবে? ব্রিজের উপর পানি জমা কংক্রিটের পথটায় বাড়ি খেয়ে প্রশ্নটা নিজের কাছেই ফিরে এলো আবার। উত্তর খুঁজে পেলাম না।

ভাবনার সাগরে নিমজ্জিত মনটায় কে যেন হঠাৎ মনে করিয়ে দিলো বাংলাদেশের ফরেন কারেন্সীর রিজার্ভ ২৯ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। নিঃসন্দেহে প্রশংসনীয় অগ্রগতি। কিন্তু, কেন যেন সেই অগ্রগতির সাথে কংক্রিটের মেঝেতে রাত কাটানো আদম সন্তানগুলোর জীবনকে মেলাতে পারলাম না। কোথায় যেন শুভঙ্করের ফাঁকি!

সেই ফাঁকিটি যত বড়ই হোক, সেই রিজার্ভের টাকা থেকে মাত্র ১ বিলিয়ন ডলার খরচ করে কয়টি এক বেডরুমের ফ্ল্যাট বানানো যাবে সেই হিসেবটা করার মত যোগ্যতা সম্পন্ন মানুষ সরকার বা প্রশাসনে নেই তা বিশ্বাস করা উচিৎ হবে না।

সেই বিশ্বাসের ধার না ধেরে একটা অংক কষে ফেলা যাক চট জলদি।

একটি এক বেডরুমের ফ্ল্যাট বানাতে যদি ২০ লক্ষ টাকা ব্যয় হয়, ১ বিলিয়ন ডলারে কয়টি ফ্ল্যাট করা যাবে?

৪০,০০০!

সেই ৪০,০০০ ফ্ল্যাটে বসবাসকারী ভূমিহীনদের মাসে ২০০ টাকা করে ভাড়া ধার্য করা হলে, প্রতি মাসে কত টাকা আসবে? ৮০ লক্ষ টাকা। বছরে ৯ কোটি ৪০ লক্ষ টাকা। এই টাকায় পরের বছর আরো কয়টি ফ্ল্যাট করা যাবে? ৪৭ টি। এর পরের বছর? প্রায় ৫০টি।

বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে কতটুকু ত্যাগ করতে হবে?

এক বিলিয়ন ডলার প্রধানমন্ত্রী, মাত্র এক বিলিয়ন ডলার।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৬ রাত ১১:৫৩

অশ্রুকারিগর বলেছেন: আপনার এই যুক্তি নীতিনির্ধারকদের কান পর্যন্ত পৌছাবে না।

আমাদের চিন্তা ভাবনাই সার।

০৪ ঠা জুলাই, ২০১৬ বিকাল ৩:১৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: তবুও ভেবে যেতে হবে যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.