নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

আপনার বেতন কত?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৬

''আপনার বেতন কত?''...প্রশ্নটি শুনে যুবক আনসারটি মনে হয় লজ্জা পেলো। উত্তরে বললো-্''ভাই, জাইনতে পারি কি জইন্যে?''



ছেলেদের বেতন আর মেয়েদের বয়্স জিজ্ঞেস করা আমাদের সমাজে ভব্যতার বিরোধী...আমিও এই নীতি মেনে চলার চেষ্টা করি... কিনতু, ফার্মগেটের 'রিক্সা প্রবেশ নিষেধ' সাইনবোর্ডটার উপর হেলান দিয়ে উদাস নয়নে দাঁড়িয়ে থাকা ঐ লোকটিকে কেন যেন প্রশ্নটা করে ফেললাম আজ। হয়তো আনসারদের সম্পর্কে স্বাভাবিক একটি কৌতূহল বোধ থেকেই এই জিজ্ঞাসা করে ফেলা।

যুবকটির প্রশ্নের উত্ত্রে আমি যখন জানালাম আমার কৌতূহলের কথা, তখন মনে হয় সে একটু ধাতস্থ হলো। জানালো যে, এখন তাঁরা ১২,৫০০ টাকা পান, সে সাথে মাসে ২৮ কেজি চাল আর ২৮ কেজি গম দেয়া হয় রেসন হিসেবে। হিসেব কষে দেখলাম, ভালোই তো! তাহলে শুধু শুধু কেন বেচারারা রিক্সাওয়ালাদের কাছ থেকে টাকা-পয়সা নেন প্রায়শঃ-ই!

প্রশ্নটা মনে হতেই আবার শুধালাম- ''আপনি এ নিয়ে খুশি তো?''

''খুশি হইমু না কেন!'' আনসার যুবকের উত্তর। ''কত পোলাপানই তো চাকরী না পাইয়া পথে পথে ঘুরতাসে। তাগোর চেয়ে আল্লাহ তো অনেক ভালা রাখছে আমারে।''

এমন উত্তর আশা করিনি। তাই, কিছুক্ষণ চেয়ে রইলাম তার দিকে। হাত বাড়িয়ে দিলাম হ্যান্ডশেক করার জন্যে। যুবকটি এক গাল হেসে আমার হাতটি ধরলো।

আসার পথে মনে হলো আরো একবার পিছু ফিরে দেখি লোকটাকে। কেন যেন তা করলাম না। মনে মনে তাই ছবি আঁকলাম একজন আনসারের হাঁসি মুখ। হয়তো সে রোদে পোড়া সারা দিনের ডিউটি শেষে ক্লান্ত ঐ সন্ধ্যাবেলায় বেজার মুখ করা কোন যুবক নয় আর এখন।......সে রকমই কোন কিছুর মহান একটি আশা নিয়ে বাড়ির পথে রওনা হলাম হাঁসি মুখে।

ছবি সুত্রঃ ইন্টারনেট

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৯

আল আমিন ২০১৬ বলেছেন: ভালো লাগলো

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৭

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ধন্যবাদ।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৭

তানভীরএফওয়ান বলেছেন: believe it or not govt driver / peon salary now is over 20,000 taka

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৭

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: শুনে ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.