নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

শুক্রবারের খিচুড়ি

০৪ ঠা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৮

টিকটিকি হয়ে ফড়িং, উড়লো যে আকাশে,
হলো তারা টিকড়িং, ঝাপ দিয়ে বাতাসে।

কুকুর বলে ভালুকে, এসো করি সন্ধি,
কুকুলুক হলে পড়ে, হবো না আর বন্দি।

কাক করে কা কা, বাঘ গেছে বনে,
কাঘ হয়ে দৌড়ুবো, হরীণের সনে।

শুশুক উঠে লাফিয়ে, বান্দর গাছে,
শুশুন্দর হয় তারা, মানবের কাছে।

মাছের মত বিড়াল মাসী, সাঁতরাতে পারে না,
মাছাল হয়ে দিলো কাশি, না করে কান্না।

ঘোড়া দেখে কোয়েলে, ঘুম দেয় কত,
হতো যদি ঘোড়ালে, বসতো সে শত।

গরু ডাকে হাম্বা, চিতাবাঘের ফোনে,
চলো হই চিতারু, এই আছে মনে।

চিল করে চি চি, ইঁদুর কয় ঠিক,
চিলুদুর উড়ে চলে, লোকে হাসে ফিক।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪২

অজানা তীর্থ বলেছেন: সহজ, সরল এবং সুন্দর। :)

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাঁস ছিল, সজারু, (ব্যাকরণ মানিনা),
হয়ে গেল "হাসজারু" কেমনে তা জানিনা।
বক কহে কচ্ছপে-"বাহবা কি ফুর্তি!
অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি।"
টিয়ামুখো গিরগিটি মনে ভারি শঙ্কা-
পোকা ছেড়ে শেষে কিগো খাবে কাঁচা লঙ্কা?
ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি,
চাপিল বিছার ঘাড়ে,ধড়ে মুড়ো সন্ধি!
জিরাফের সাধ নাই মাঠে ঘাটে ঘুরিতে,
ফড়িঙের ঢং ধরি' সেও চায় উড়িতে।
গরু বলে,"আমারেও ধরিল কি ও রোগে?
মোর পিছে লাগে কেন হতভাগা মোরগে?"
হাতিমির দশা দেখ্, -তিমি ভাবে জলে যাই,
হাতি বলে,"এই বেলা জঙ্গলে চল ভাই।"
সিংহের শিং নেই, এই তার কষ্ট-
হরিণের সাথে মিলে শিং হল পষ্ট

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪১

শাহিন-৯৯ বলেছেন:



সুকুমার রায়ের মত নতুন শব্দ সংযোজন, মন্দ নয়।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

রাজীব নুর বলেছেন: চিল কি আসলেই চি চি করে??

৫| ০৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: অনিন্দ্য!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.