নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
কুকুরটা ঘেউ ঘেউ করছে... রাত বেজে একটা... সাদেক একলা ঘরে..... এমন করছে কেন কুকুরটি আজ!...কেমন যেন ভয় ধরানো গলা!..... জানালা দিয়ে বাইরে তাকালো সাদেক... কুকুরটি ঘেউ ঘেউ করেই যাচ্ছে... রাস্তার ল্যাম্পপোস্টের নিচে চামড়া ছুলানো কি যেন একটা দাঁড়িয়ে আছে...সেদিকেই কুকুরটির মুখ ফেরানো...
. বুকটা ধক করে উঠে সাদেকের... ওটা কি!.... তার দিকেই তাকিয়ে আছে..... গা-টা ছমছম করে উঠে.... জানালা থেকে সরে আসতে যাবে.... ঠিক পিছনে একটা আওয়াজ হয় ঘরে.... সাদেক বুঝতে পারে ঘাড়ের কাছে কিছু একটা নিঃস্বাশ ফেলছে....
আর, পারে না সাদেক.... জ্ঞান হারায়... ওদিকে কুকুরটি যেন আরো জোরে ডেকে চলেছে... প্রতি অমাবস্যার রাতে এই এলাকায় অদ্ভুত কিছু ঘটে... সেই আশঙ্কাতেই কিনা কুকুরটির আওয়াজ বাড়তেই থাকে...
০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:২৫
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: মনে হয়। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: সাদেকের হ্যালুসিনেশন হয়েছে।