নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

ক্রিকেট খেলা বাংলাদেশী বাঙ্গালীদের মানসিকতা নিয়ন্ত্রন করে

১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৫



ক্রিকেটে টেস্ট খেলা'র পরে ওয়ানডে শুরু হয়েছে নাকি ওয়ানডের পর টেস্টের প্রচলন?

অবশ্যই, আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট শুরু হয় ১৮৭৭ সালে... আর ওয়ানডে ১৯৭১ সালে, টেস্টের প্রায় ৯৪ বছর পর!

ক্রিকেটের এই চলার পথকে বুঝতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে.....ক্রিকেটে টিকে থাকতে হলে, সামনের সারিতে জায়গা করতে খেলোয়াড়দের মাঝে টেস্ট খেলার মানসিকতা তৈরী করতে হবে...

আর, এরজন্যে অনেক করণীয়ের একটি হচ্ছে- খেলোয়াড়দের ঘরোয়া আর আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে 'পারফর্মেন্স' ভিত্তিক বেতন কাঠামো তৈরী করা.... যারা টেস্টে ভালো করবে তাঁদের জন্যে থাকবে বিশেষ সুযোগ-সুবিধা...এতে খেলোয়াড়রা যেমন লাভবান হবেন, তেমনি হবে জাতি....

এটা মনে রাখা জরুরী যে, এখনকার সময়ে বাংলাদেশ দলের পারফর্মেন্স জাতির বেশির ভাগ মানুষের আবেগ তথা মানসিকতাকে নিয়ন্ত্রণ করে... এইসব মানুষদের দৈনন্দিন কাজে খেলার প্রভাব অপরিসীম... খেলা ভালো তো মেজাজ ভালো... খেলা খারাপ হলে মনটাও বিষিয়ে উঠে...

এই ব্যাপারগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্যদের বুঝে আসলে জাতির অনেক উপকার হতো।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৯

রাজীব নুর বলেছেন: আসলে আমাদের যোগ্য পদে যোগ্য লোক নেই।

২| ১৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪০

হাবিব বলেছেন: জাতির কথা ভাবার সময় কই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.