নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

গুরু প্রামানিক ভাইয়ের জন্মদিনে উনার ছায়ায় \'উড়ালপুরের রাজপুত্র\'

১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৭

উড়ালপুরের রাজপুত্র, দিনে স্বপন দেখে।
বলে না সে কোন কিছু, মুখ বুজে যে শিখে!

সাপের চোখে পাতা দেখে, হাতির দেখে পাখা।
ঘোড়ার ডিম দেখে বলে, ওটা কিনতে ঝাপা।

ব্যাঙের ছাতাও হয় যে রঙ্গিন, রাজপুত্রের চোখে।
কেঁচো'র আছে অনেক কিছু, লুকিয়ে বলে মুখে।

মোবাইল ফোনের তারেও বুঝি, বহুত কিছু আছে!
ডুমুর গাছের ফুল দেখে সে, লাফিয়ে উঠে গাছে।

কবি তাই ভাব দেখিয়ে, ধ্যানে বসে ঘাসে।
মুনির সাথে পাঞ্জা লড়ে, জ্ঞান সাগরে ভাসে।

উট পাখিকে তাড়িয়ে বেড়ায়, দূর্বা ঘাসের ফুল।
কতো কিছু অজানা রে, ফেলছে মাথার চুল।

অজানা যদি জানাই থাকে, মজা তাতে কি সে!
জানার চেষ্টা বৃথা তাই, বোধ সাগরে মিশে।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ জন্মদিন প্রামাণিক ভাইয়া
আপনাকেও শুভেচ্ছা
ভালো থাকুন সবাই

১১ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৯

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: জন্মদিনটা আশা করি শুভ ছিলো প্রামানিক ভাইয়ের।

শুভেচ্ছা জানানোর জন্যে ধন্যবাদ নিরন্তর।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৪

আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ বাহ ছন্দে ছন্দে প্রামানিক দা শুভ জন্মদিন পালন
অনেক দীর্ঘহোন প্রামানিক দা

১১ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: শুভকামনা তাঁর জন্যে। ধন্যবাদ।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: চমৎকার ছড়া।
একজন ব্লগারের প্রতি আরেকজন ব্লগারের আন্তরিকতা দেখলে ভালো লাগে।

১১ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪১

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: গুরু প্রামানিক ভাইয়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।

ধন্যবাদ।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৪

বিজন রয় বলেছেন: প্রামানিক.... ভাইয়ের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।

আপনাকেও বিশেষ ধন্যবাদ।

কিন্ত প্রামানিক ভাইকে অনেক দিন ব্লগে দেখছি না!!!

১১ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৩

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: গুরুর প্রতি শ্রদ্ধা। উনাকে ব্লগে দেখতে না পেয়ে আমিও উৎকণ্ঠিত ছিলাম।

ভালো থাকুন নিরন্তর।

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ছড়া রাজের জন্মদিন যেনে গেছি আজি
কি আছে তার ভাগ্যে লেখা দেখতে খুলি পাঁজি!
মহা সুখে ঘর করিবে রানীকে তার নিয়ে.
নাতী পুতিঁর যাক যমকে দিয়ে দিবে বিয়ে।

আমরা খাব মান্ডা দধি কোন বারণ নাই,
অতিরিক্ত চাইলে কিছু বলতে পারো ভাই।
এমন দিনে দিলখোলা এই মানুষকে জানাই
সদা হাস্যে সব সময়ে পাশে যেন পাই।

১১ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:


ছড়াকার প্রামানিক ভাই, গেলেন তিনি কোথায়!
জন্মদিনে ছড়া সাজিয়ে, নুরু ভাই এথায়।

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩২

সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন প্রামাণিক ভাই
ব্লগ ডে টে আপনার কাছ থেকে কবিতা শুনতে চাই ।

১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০২

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইলো তাঁর প্রত্তি।

ধন্যবাদ।

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫২

আহমেদ জী এস বলেছেন: শাইয়্যানের টিউশন,




প্রামানিক এর জন্মবার্ষিকীর শুভেচ্ছা।

১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৩

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা থাকলো আমারও।

অনেক ধন্যবাদ।

৮| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

এম ইসলাম বলেছেন: সুন্দর ছড়ায় জন্মদিনের শুভেচ্ছা জানানো হলো। খুব ভালো লাগলো।

১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৪

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আপনার প্রতি শুভেচ্ছা থাকলো।

৯| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রামানিক ভাইয়ের জন্মদিনে অনেক শুভ কামনা ।

১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আমিও শুভকামনা জানিয়ে রাখলাম।

ধন্যবাদ।

১০| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১১

জুন বলেছেন: প্রামাণিক ভাই আপনি কোথায়? জন্মদিনের অনেক অনেক শুভকামনা রইলো !:#P

১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৬

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:

নূর মোহাম্মদ নূরু ভাই বলেছেন:

প্রামানিক ভাই ঢাকার বাইরে
ব্লগ-ডেতে দেখা হবে নিশ্চিত করেছেন।

ধন্যবাদ, আপু।

১১| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রামানিক ভাই ঢাকার বাইরে
ব্লগ-ডেতে দেখা হবে নিশ্চিত করেছেন।

১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৬

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: উনার খবর দেওয়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ।

ভালো থাকুন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.