নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

আবারো আজব দেশের জগাই-মগাই

১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪২

[গুরু প্রামানিক ভাইয়ের জগাই-মগাই অবলম্বনে]

জগাই দেখো দিন-দুপুরে
করছে 'আহা-উহু',
মগাই তখন শেষ প্রহরে
ডাক দিচ্ছে 'কুহু'।

যুগের সাথে তাল মিলিয়ে
জগাই যদি চলে,
'আদ্দিকালেই ভালো ছিলাম'
মগাই তখন বলে।

কুসুম কুসুম ভালোবাসা
জগাই'র যদি হয়,
হাত দুটো কোমরে বেঁধে
মগাই দেখায় ভয়।

সকালবেলা জগাই যদি
তাইরে নাইরে বলে,
সন্ধ্যাবেলা মগাই তখন
তবলায় ধিতাং তুলে।

আস্তে-ধীরে, হেলতে-দুলতে
জগাই বাজারে যায়,
গাঁ কাঁপিয়ে,পাড়া দাপিয়ে
মগাই পিছু ধায়।

জগাই তখন ঘোড়ায় উঠে
মগাই চড়ে উট,
জগাই'র মাথায় ভূত্নী ধরলে
মগাই'র মাথায় ভূত।

একজনেতে পুকুরে নামলে
আরেকজনে যায় পাহাড়,
জগাই যদি গাভী কিনে
মগাই কিনে ষাঁড়।

বাঘের মাসী, কথাটা বাসি
ধরলে বিড়ালের গোঁফ,
জগাই হাসে 'হা' হা' করে
মগাই বলে 'উফ'।

মেয়ে স্বামী'র ধরলে কান
জগাই বলে 'বাহ',
বউয়ের ঘাড় ধরলে ছেলে
মগাই কয় 'নাহ'।

গরমকালে ফুলহাতা শার্ট
জগাই পড়ে যখন,
শীতের রাতে, গেঞ্জি গায়ে
মগাই হাটে তখন।

চ্যটাং চ্যাটাং কথা বলা
সবার কি আর সাজে,
জগাই হাতে মুখ লুকালে
মগাই লুঙ্গির ভাঁজে।

এভাবেই চলছে শেষে
আজব দেশের গ্রাম,
জগাই-মগাই'র লড়াই দেখে
হাততালি দেয় আম।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: জগাই মগাই লড়াই বাদ দিয়ে মিলে যাক।

১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৩

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আপনি মধ্যস্ততা করলে উপায় কিছু একটা হবে।

শুভেচ্ছা।

২| ১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৬

নুরহোসেন নুর বলেছেন: চমৎকার লিখেছেন, ভালো লাগলো।

০২ রা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫১

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:


ধন্যবাদ সহস্র।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.