নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
ধান আনতে শীবের গান, মনটা করে আনচান,
গানের চোটে, কি যে ঘটে, ঘটি পরে খানখান।
সিলেট থেকে, ঢাকা হয়ে, গান যে ছুটে সদোরবন,
সেথা দেখো, ‘কেকো কেকো’, করছে পাখী প্রাণপন।
গানের ঘায়ে, ডানে বায়ে, মরছে মশা গুনগুনিয়ে,
তাই দেশে সব, করে কলোরব, হাসছে সখী গলা দাবিয়ে।
গাইছে বোকা, পেয়ে মওকা, তুত্তুরিয়ে হিন্দী গান,
নাচছে সদাই, নতুন জামাই, মুখে দিয়ে মিষ্টি পান।
নেই কোন তাল, থাবড়িয়ে গাল, ইচ্ছে করে লালচে করি,
কোন আক্কেলে, এলেবেলে, যাচ্ছে আসাম বাসটা ধরি।
জাতে বাঙ্গাল, হুঁশে মাতাল, পেঁয়াজ ঝাঁঝে মরছে দেখো,
রাতে-দিনে, পুশ ইনে, আসবে ভারতী মনে রেখো।
১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৪
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৮
হাবিব বলেছেন: দারুণ লিখেছেন ভাই।
১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১০
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: অনেক ধন্যবাদ, স্যার। শুভেচ্ছা।
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছড়া লেখা শুরু করলেন কবে থেকে? ভালো হয়েছে।
১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৪
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: জী, মাঝে মাঝে লিখি।
অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫০
নার্গিস জামান বলেছেন: সুন্দর
১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৪
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।