নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

চাকরীতে সাফল্য লাভে Gap Analysis টেকনিক ব্যবহার করুন

০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৬



আপনি কি কোন চাকুরীতে আছেন? আপনি কি জানেন আপনার হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট প্রতিনিয়ত আপনার সম্পর্কে তথ্য নিচ্ছে যা আপনার বাৎসরিক এসেসমেন্টে ব্যবহার করা হবে? তারা সেটা করার আগেই এমন যদি হয় যে, আপনি নিজেই নিজের এসেসমেন্ট করে তা লাইন ম্যানেজারের কাছে উপস্থাপন করেন? করতে পারলে, সেটা আপনার জন্যে অবশ্যই একটি প্লাস পয়েন্ট হবে। আর, সেজন্যেই রয়েছে এই Gap Analysis টেকনিক।

প্রথমেই, উপরে দেওয়া ছবি অনুযায়ী একটি ছক করে ফেলুন নোটবুকে অথবা ওয়ার্ড ফাইলে। তারপরে, সেই ছকের বাম দিকের কলামে নিজের দায়িত্বগুলো লিখে ফেলুন। এরপর, সেই দায়িত্বগুলোর পালনে আপনার ক্ষমতা বা স্কিলস কেমন সেই অনুযায়ী নিজেকে রেটিং করুন। সর্বোচ্চ ৫ মার্কস, আর সর্বনিম্ন ১ মার্কস। এভাবে, একে একে সব দায়িত্বকে নাম্বার দিন।

আর, সর্ব ডানের কলামে, আপনার সেই দায়িত্ব পালনে কি কি ধরণের উন্নয়ন প্রয়োজন তা লিখুন। ব্যস, হয়ে গেলো আপনার Gap Analysis! এবার, এটা নিয়ে হাজির হোন আপনার লাইন ম্যানেজারের কাছে।

ঠিক এভাবেই, আপনি যদি মনে করেন যে, আপনি চাকরীতে পদোন্নতি পাওয়ার যোগ্য, তাহলে অবশ্যই যে পদে যেতে চান, সেই পদের দায়িত্বগুলো এই ছকের বাম দিকে লিখে ফেলুন নিজের বর্তমানগুলোর সাথে সাথে। তারপরে, রেটিং করে গ্যাপ বের করুন।

এই ছকটি শুধু চাকরীতে কেন, জীবনের অন্যান্য জায়গাতেও ব্যবহার করতে পরেন। আশা করি, এটি ব্যবহার করে কেমন লাগলো জানাবেন।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: চাকরি করে কেউ সুখী না। আবার যার চাকরি নেই সে-ও সুখী না।
এই সমাজে চাকরি পাওয়ার চেয়ে চাকরি পেয়ে টিকিয়ে রাখা বেশি কষ্টের।
অফিস পলিটিক্স খুব খারাপ জিনিস ভাই।

০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:০২

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:



সেজন্যেই, নিজের স্কিলসকে অনবরতঃ আপডেটেড রাখতে হবে। বলা তো যায় না, কোন দিক থেকে হঠাৎ-ই ডাক পড়বে!!!

ধন্যবাদ।

২| ০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৬

লাতিনো বলেছেন: এভাবে করে কোন কাজ হয়না। আমি যে জবে আছি, মাঝে মাঝে খুব কনফিউজড হয়ে যাই, আমার রেসপনসিবিলিটি আসলে কি, তাই জানিনা। যে কাজের জন্য জীবন দিয়ে দেই, ম্যানেজমেন্টের কাছে তার কোন রিকগনিশন নাই, আবার যে কাজের কোন আউটপুট নাই, সেই কাজে মেরিট পয়েন্ট দিয়ে বসে থাকে।

০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:

আপনার পদের নাম জানতে পারি কি? আপনি যখন চাকরী নিয়েছিলেন, সে সময় আপনার রেস্পন্সিবিলিটি কি ছিলো?

ধন্যবাদ।

৩| ০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫০

লাতিনো বলেছেন: আমার পদের নাম এই মুহূর্তে জানাতে চাইছিনা। চাকরি যখন নিয়েছিলাম তখন কিছু রেস্পন্সিবিলিটির লিস্ট দিয়েছিল। কিন্তু সেগুলো এখন তেমন ইফেক্টিভ না। এখন আমি অনেকটা স্ট্র্যাটেজি লেভেলে চলে এসেছি। ম্যানেজমেন্টের বক্তব্য হল এসব জেডি ধরে কাজ করা আমার পজিশনের সাথে মানায় না।

০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫৩

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:

ঠিক আছে। তাহলে, আপনার ডিপার্টমেন্টের নাম বলতে পারবেন কি?

ধন্যবাদ।

৪| ১০ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:৪১

লাতিনো বলেছেন: প্ল্যানিং এন্ড ইন্ডাস্ট্রিয়াল এঞ্জিনিয়ারিং

১০ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৪

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:

ধন্যবাদ। আমি তো কোন সমস্যা দেখছি না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.