নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

ওয়ান টু ওয়ান মিটিং সফল ভাবে করতে যা করা প্রয়োজন

১০ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৫৭



চাকুরী জীবনে অনেক সময় বসরা অধঃস্থন কর্মকর্তা/কর্মচারীদের সমস্যা সমাধানে বা তাদের পারফরম্যান্স রিভিউ করতে আলাদা ভাবে বসেন। এটাকে 'ওয়ান টু ওয়ান' মিটিং বলা হয়ে থাকে। কিন্তু, অনেক সময় এই মিটিংগুলো কোন পজিটিভ ফল বয়ে আনে না। মিটিং শেষে দেখা যায়, বেশির ভাগ ক্ষেত্রে অধঃস্থন কর্মকর্তা/কর্মচারীরা অনুপ্রাণিত না হয়ে বসের প্রতি হতাশা প্রকাশ করেন। কেন এমন হয়? সম্প্রতি এমন কিছু ঘটনা আমার জীবনে ঘটেছে। তারপরেই, লিংকডইনে একটি ট্রেনিং নেওয়ার পরে বুঝতে পারলাম এর পিছনের কারণগুলো।

ওয়ান টু ওয়ান মিটিংগুলোতে ভালো করতে হলে প্রথমেই নিজের মানসিকতা ঠিক করতে হবে- আপনি সেই মিটিং সম্পর্কে কি চিন্তা করছেন তা আগে থেকেই বুঝে নিতে হবে। এরপরে, আপনি যার সাথে মিটিং করতে যাচ্ছেন তার মানসিকতা কেমন সে সম্পর্কে ভালো ভাবে খোঁজ-খবর নেওয়া উচিৎ। এটা করতে না পারলে যার সাথে আপনি মিটিং করতে যাচ্ছেন, তা কোন কাজেই দিবে না।



'ওয়ান টু ওয়ান' মিটিংগুলো কঠিন হয় কেন?

আপনি হয়তো ভাবছেন- মিটিং কঠিন হবে কেন! গেলাম-বসলাম-কথা বললাম-উঠে চলে আসলাম...ব্যস! হয়ে গেলো মিটিং! কিন্তু, সেটা যার সাথে মিটিং করছেন তার জন্যে ফলদায়ক হলো কি না সেটা চিন্তা না করলে চলবে কি? চলবে না। বরং, দুজনেরই সময় নষ্ট হবে।

এমন হতে পারে, আপনি একটি মিটিং ডেকেছেন যেখানে আপনার অধীনস্থ কাউকে বলতে হবে যে সে তার কাজে ভালো করছে না। আপনি হয়তো খুব রাগ করে সেই মিটিং-এ গেলেন। এক পর্যায়ে বলে ফেললেন- তার চাকরী নট! আপনি হয়তো তা বলতে চাননি বা তা বলার এখতিয়ার আপনার নেই। কিন্তু আপনি তা বলে ফেলেছেন!

আবার, এমনও হতে পারে, আপনি হয়তো মনে করছেন, একজন ম্যানেজার হিসেবে আপনি ভালো করছেন। কিন্তু, সেটা হয়তো ঠিক নয়। কয়েকটি ওয়ান টু ওয়ান মিটিং করার পরে আপনি বুঝতে পারলেন, আপনার ধারণা ভুল!

অনেক সময় এমন হতে পারে, হায়ার ম্যানেজমেন্ট থেকে আপনাকে এমন কোন ম্যাসেজ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে যা আপনি নিজেই সমর্থন করতে পারছেন না। তখন, আপনার পক্ষে এমন ওয়ান টু ওয়ান মিটিং করা কঠিন হয়ে পরে।

সেজন্যেই, এই ধরণের মিটিং করার জন্যে সঠিক মানসিকতা থাকাটা জরুরী। এই মিটিং কিভাবে ভালো ভাবে করা যায় তা আমি ধারাবাহিক ভাবে আপনাদের জানাবো। সবশেষে, একটি ছক দিবো যা আপনাকে এমন মিটিং-গুলোতে সফলতা বয়ে নিয়ে আসবে।



=====পর্ব-১=====
==============

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৪

চাঁদগাজী বলেছেন:



এই বিশ্বে এমন কোন বিষয় আছে,যা আপনি জানেন না?

১০ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৯

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:


জী, আছে।

সেটা হচ্ছে- রাজনীতি। আমি রাজনীতি সম্পর্কে ভালো জানি না।

ধন্যবাদ।

২| ১০ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: মিটিং সফল করতে কি করতে হয় আমি জানি। খুব ভালো করেই জানি।

১০ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪২

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:


বাহ! শুনে খুশি হলাম।

ধন্যবাদ।

৩| ১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫১

চাঁদগাজী বলেছেন:




রাজনীতি সম্পর্যকে না জেনে ব্লগ ভরায়ে ফেলছেন? রাজনীতি না বুজলে, আপনার পোষ্টগুলো কিছু খোঁড়া ধরণের হচ্ছে।

১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১১

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:

আমি রাজনীতি সম্পর্কে জানি না। তাই, সে সম্পর্কে লিখিও না। আপনি হয়তো আমাকে অন্য কেউ মনে করেছেন।

ধন্যবাদ।

৪| ১১ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বাহ! শুনে খুশি হলাম।
ধন্যবাদ।

আসলে আমি একসময় ব্যবসা করতে চেয়েছিলাম। তাই নানান জায়গায় নানান রকম কোর্স করেছিলাম।

১১ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৩১

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:



বেশ তো! ব্যবসা ভালো! ইন্ডিপেন্ডেন্ট থাকা যায়।

শুভেচ্ছা থাকলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.