নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

একটুখানি চাটা, নিয়ে পানের বাটা!

১৫ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৩১

বসে আছি সরে আছি
ভেজাল থেকে দূরে।
জীবন সেথা হচ্ছে জড়
বাজছে না কোন সুরে।

শেষতক হাতে-পায়ে
বাজাচ্ছি বসে ঢোল,
আর খাচ্ছি রুটি দিয়ে
ঝাল মাংসের ঝোল।

রুটি গেলা বড় কষ্ট
গলায় লেগেছে কাঁটা,
তাইতো বসে জিহবা দিয়ে
ঝোলে দিচ্ছি চাটা।

চাটার চোটে নাক দিয়ে
বেরুলো গরম পানি,
সবার কাছে বিষয়টা খুব
লাগলো ভীষণ ফানি।

বললো সবাই হাসি দিয়ে
করছো এসব কি!
মা বললেন তুমি হচ্ছো
বুদ্ধির বড় ঢেঁকি।

কাছে এসে মা বললেন
ভাতের ঢেলা গিল,
গলার কাটা যাবে চলে
লাগবে ভীষণ চিল।

ভাতের ঢেলা খেয়ে যখন
কাঁটা গেলো চলে,
জীবন লাগলো বড় সুখের
চোখ ভরলো জলে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.