নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুশীল সমাজ...

http://www.facebook.com/SushilSomaj

সাঝেঁর রৌদ০০৭

সাঝেঁর রৌদ০০৭ › বিস্তারিত পোস্টঃ

আইটেম সং: মুন্নী, শিলা, চিকনী চামেলী বনাম বাংলাদেশী কমলা, জরিনা, সুরাইয়া

০৮ ই মে, ২০১২ রাত ১২:২৪

সবই ঠিক আছে তয় আইটেম সং এর কথা শুইনাই আপনার চোখ দুইটা বড় বড় হইয়া গেল :-B কেন, আরে মুখটা ও দেখি নিচের দিকে ঝুইলা পড়ছে :D । আগে এইগুলা ঠিক করেন তারপর খুইল্লা কইতাছি আসল কাহিনি কি



আইটেম সং এর কথা মনে হইলেই আমাদের মাথায় আসে হাই বিটের একটা গানের সাথে একজন রমণীকে কেন্দ্র করে কতিপয় রমণীর উদ্দাম নৃত্য, যা দেখে আপনার ও কি জানি নেচে উঠে B:-) - আরে যা ভাবছেন তা না আমি বলতে চাইতেছি আপনার মন নাচে :-P



বর্তমান সময়ে আমাদের পাশের দেশ ভারতে এটাকে মুভি প্রমোশনের একটা টুল হিসেবে নিয়েছে। বলতেই হবে এটা একটা মোক্ষম হাতিয়ার হলে দর্শক টানার ক্ষেত্রে। বলে রাখা ভালো যে আমি নিজেও আইটেম সং পছন্দ করি না। কিন্তু মিউজিক টা অবশ্য ভালই লাগে। কারণ আবেগী গান এখন আর খুব একটা টানে না এর চেয়ে ১০মিনিট গান শুনবো যাতে নাচানাচি করে মনটা ফ্রেশ থাকে। তবে সত্যি কথা আপনি আইটেম সং দেখুন আর নাইবা দেখুন, ভালো লাগুক আর নাইবা লাগুক, মুখে খারাপ বলে লুকিয়ে লুকিয়ে দেখুন আর নাইবা দেখুন; আপনি কিন্তু এই ব্যাপারটা এড়িয়ে যেতে পারবেন নাহ। ডিশ চ্যানেল এর বেশির ভাগই ইন্ডিয়ান চ্যানেল আপ্নারে দেখতে বাধ্য করবেই। বন্ধুদের আড্ডায় অথবা যেকোন ধরণের অনুষ্টানে আপনাকে এই গানগুলার সাথেই হয়তো লাফালাফি করতে হতে পারে।



যাইহোক ভারতের মত বাংলাদেশে ও শুরু হয়েছে সিনেমাতে আইটেম সং এর ব্যবহার।



বাংলাদেশে আইটেম সং আবার দুই রকমের ১. ভদ্র লোকের আইটেম সং ( যাতে পারফর্ম করে- শিমলা, সিনডি রাউলিং, মিমো সহ আরো অনেকে B:-/ ) ২. অভদ্রলোকের আইটেম সং (এখানে পলি, ময়ূরী সহ আরো অনেকে X( )।



আমরা যেহেতু সবাই ভদ্রলোক তাই ভদ্দরলোকের আইটেম সং নিয়াই থাকি। অযথা বাংলাদেশী আইটেম সং এর সমালোচনা করে লাভ নাই, যেমন আমি নিজেই করা বাদ দিয়ে দিয়েছি। আর এটা কে যেহেতু বাদ দেয়া যাবে না তাই স্বদেশী পণ্য কিনে হোন ধন্য টাইপের শুধু বাংলাদেশি আইটেম সং দেখে কিনুন।



অনেকক্ষণ অপেক্ষা করিয়ে রাখলাম আসুন বাংলাদেশে নির্মিত প্রচারিত অথবা প্রচারের অপেক্ষায় থাকা কিছু আইটেম সং দেখে আসি।

শুরুতেই কিছুদিন আগে প্রচারিত “আমাদের গল্প” টেলিফিল্মের আইটেম গান . . .







আমি জানি নাহ ফাহমী ভাই এটা কেন বানালো? মনে হয় রেদওয়ান রনি কে সাপোর্ট দেয়ার জন্য।



তারপর রেদওয়ান রনির “চোরাবালি” সিনেমাতে সিন্ডি রাউলিংয়ের আইটেম গান।







এবং চোরাবালি মুভির ট্রেইলার।







এরপর অনিমেষ আইচের “না মানুষ” মুভির শিমলার আইটেম গান।







শাহীন-সুমনের মুভি “ভালোবাসার রং” এর আইটেম সং।









এবং ভালোবাসার রং মুভির ট্রেইলার।







নোমান রবিন তার “কমন জেন্ডার” মুভিতে ও রেখেছেন আইটেম গান







এছাড়াও আরও অনেকে তাদের মুভিতে আইটেম সং ব্যবহার করেছেন, শুনেছি আমাদের অনন্ত ভাই ও নাকি করেছেন যা এখনো বাজারে আসে নাই আর এখানে ও দেয়া হলো শুটিংয়ের ভিডিও কারণ অরিজিনাল ভার্সন এখনো আসে নাই।



FAQ: ১. আইটেম সং এর এসব পোষাক এবং যৌনাবেদন আমাদের দেশের সংস্কৃতির সাথে যায় নাঃ আমি ও ব্যাপারটা সমর্থন করছি না তবে ৭০ দশকের দিকে যেসব হিন্দি, উর্দু সিনেমা আমাদের দেশে চলতো সেগুলোতে পোষাক টা খেয়াল করবেন। এই ব্যাপারগুলো ঘুরে ঘুরে আবার আসে।

২. এটা আমাদের সংস্কৃতি ধ্বংস করবেঃ যদি করার থাকে অলরেডি হয়ে গেছে। কারণ আপনি পাশের দেশের বলিউড, তামিল, তেলেগু, মালয় সিনেমাগুলোর আইটেম গান সমানে দেখতেছেন এখন বাংলাদেশে বানাতে গেলেই কেন বলবেন হায় হায় গেল গেল।

মন্তব্য ০ টি রেটিং +৪/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.