![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুবই সাদামাটা একজন মানুষ। শখের বশে লেখালেখি শুরু করেছি। চেষ্টা করি প্রতিনিয়ত কিছু না কিছু লেখার। পছন্দ করি বই পড়তে।
সেদিন মিছিলে মিছিলে মুখরিত ছিলো শিকাগোর রাজপথ,
যখন সাইরেনে বেজেছিলো অধিকার আদায়ের বজ্র শপথ।
সেইদিন শ্রমিকের শোষিত পতাকা উড়েছিলো পতপত,
বুর্জোয়া হায়েনাদের গুলিতে রঞ্জিত হলো পিচঢালা পথ।
অবশেষে নির্দয়ে রক্ত পান করে এসেছিল শ্রমিকের মুক্তি,
ভুলি নাই আমরা ভুলি নাই, তাদেরই ঋণ হয়েছে মোদের শক্তি।
শ্রমিকের রক্তাক্ত ইতিহাসের পরও পেয়েছে কি শ্রমিক ভিত্তি?
তবে আজও কেন শ্রমিকের হাহাকার চাই তারা এখনো মুক্তি?
শ্রমিকের শ্রমে আর মননে মুখরিত হয় আজও এই ধরণী,
শ্রমিক শ্রেণীর কাছে এই সভ্যতা সবসময় থেকেছে ঋণী।
শ্রমিকের রক্ত ঘাম ছাড়া কখনো পরিপূর্ণ নয় এই অবনী,
আজ সময় এসেছে তাদেরও দিতে যোগ্য অধিকার ও সম্মানী।
সাখাওয়াতুল আলম চৌধুরী
পতেঙ্গা, চট্টগ্রাম।
০১ লা মে, ২০২২ বিকাল ৫:২০
সাখাওয়াতুল আলম চৌধুরী. বলেছেন: শুধু বারো ঘন্টা কেন, চৌদ্দ ঘ্ন্টাও করায়। তবে তার বিনিময়ে অতিরিক্ত টাকা দেওয়া হয়। যা আগে কখনোই ছিলো না।
২| ০১ লা মে, ২০২২ সন্ধ্যা ৭:৫১
সোনাগাজী বলেছেন:
দেশে বেকারের সংখ্যা কত? ইসলামী পন্হায় কিভাবে বেকার সমস্যা সমাধানের কথা আপনি ভাবছেন?
০১ লা মে, ২০২২ রাত ১১:৩০
সাখাওয়াতুল আলম চৌধুরী. বলেছেন: দেশের বেকার নিয়ে আমার মাথা ব্যাথা নেই
সুতরাং এই বিযয়ে কিছু ভাবারও দরকার নেই।
ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা।
৩| ০১ লা মে, ২০২২ রাত ১০:৩৭
বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন, ভাল লেগেছে।
+++++
০১ লা মে, ২০২২ রাত ১১:৩০
সাখাওয়াতুল আলম চৌধুরী. বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা
ভালোবাসা অহর্নিশ।
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০২২ বিকাল ৪:১৬
এম ডি মুসা বলেছেন: এখনো ভাই বাংলাদেশ ১২ ঘন্টা কাজ করায়, আট ঘণ্টা কোথায়