নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাখাওয়াতুল আলম চৌধুরী জন্ম চট্টগ্রামে। জীবিকার প্রয়োজনে একসময় প্রবাসী ছিলাম।প্রবাসের সেই কঠিন সময়ে লেখেলেখির হাতেখড়ি। গল্প, কবিতা, সাহিত্যের পাশাপাশি প্রবাসী বাংলা পত্রিকায়ও নিয়মিত কলামও লিখেছি। shakawatarticle.blogspot.com/

সাখাওয়াতুল আলম চৌধুরী.

আমি খুবই সাদামাটা একজন মানুষ। শখের বশে লেখালেখি শুরু করেছি। চেষ্টা করি প্রতিনিয়ত কিছু না কিছু লেখার। পছন্দ করি বই পড়তে।

সাখাওয়াতুল আলম চৌধুরী. › বিস্তারিত পোস্টঃ

কদমবুচি, সুফিবাদ এবং বৃদ্ধাশ্রম

১০ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:১১


কদমবুচি, সুফিবাদ এবং বৃদ্ধাশ্রম


ইদানিং কদমবুচি এবং বৃদ্ধাশ্রম নিয়ে ফেইসবুকে একটি বিষয় ভাইরাল হচ্ছে । আর তা হলো, যারা মা-বাবাকে কদমবুচি করে তারা তাদের মা -বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় না। অথচ সঠিক ইসলামে কদমবুচি করার কোনো নজির নেই। সুতরাং তারাই মা বাবাকে বদ্ধাশ্রমে দেয়, যারা মা-বাবাকে কদমবুচি করে না।

এই বিষয়টি যদি আমরা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করি। তাহলে দেখতে পাবো যে, যাদের মা বাবা আজ বৃদ্ধাশ্রমে আছে, তাদের অধিকাংশই হয় সুফিবাদে বিশ্বাসী নয় মুনাফিক কিংবা নাস্তিক। যারা নাস্তিক ও মুনাফিক তাদের বিষয়ে কোনো কথা নেই। কিন্তু যারা সুফিবাদী মুসলিম তাদের সম্পর্কে আমাদের জানা উচিত। কেননা আজ একটি মহল মিথ্যা ভিত্তির উপর একটি রটনা রটিয়ে দিতে চাইছে।

যারা সুফিবাদে বিশ্বাসী তারা মা -বাবাকে কদমবুচি করাকে জায়েজ মনে করে। ঠিক একইভাবে তারা পীরকেও কদমবুচি ও সিজদা করাকে ফরজ মনে করে। তাদের বিশ্বাস পীরের মাঝেই আল্লাহ্‌ থাকেন। তাই পীরকে সিজদা করলেই সোজা জান্নাত। তাদের কাছে মা-বাবা নয় বরং পীরের প্রতি মায়া ভালোবাসা বেশী। তাই সময়ে অসময়ে পীরের দরবারে টাকা-পয়সা, গরু-ছাগল ইত্যাদি হাদিয়া তোফা দিতে তারা কার্পণ্য করো না। অথচ মা-বাবার জন্য তাদের দরদ কিংবা টাকা পয়সা থাকে না। মা-বাবার চিকিৎসা খরচের খবর নেই। অথচ পীরের দরবারে ওরস মাহফিলে টাকা-পয়সা, গরু-ছাগল ইত্যাদি দিতে তাদের হাত বাঁধা থাকে না।

এরাই আবার সেই মা-বাবার মৃত্যুর পর টাকা না থাকলেও ধার দেনা করে, বড় করে চারদিনা, চল্লিশা, কুলখানি ইত্যাদি বিদআত করতে থাকে। যে সুফিবাদে পীরকে সিজদা করলেই জান্নাত পাওয়া যায়। সেই সুফিবাদীরা কীভাবে মা-বাবার সেবা করবে? তাই তারা মা-বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এমন অসংখ্য ভুরিভুরি দৃষ্টান্ত আজ বাংলার জমিনে।

অথচ যারা বলে মা-বাবাকে কদমবুচি করা উচিত নয় বরং মা বাবার পায়ে চুমু দাও সেবা করো এই নীতিতে বিশ্বাসী। তাদের মা-বাবা কখনোই বৃদ্ধাশ্রমে যায় না। কেননা তারা জানে কোনো পীরের পায়ে নয়, বরং মা-বাবার সেবার মাঝেই আল্লাহ্ জান্নাত লিখে রেখেছেন। সুতরাং মাবাবাকে পায়ে ধরে সালাম করা কখনোই সুন্নাহ নয়। বরং মা- বাবার পায়ে চুমু দেওয়া সুন্নাহ এবং তাদের সেবা ও কথা শোনা ফরজ।


আসুন কদমবুচির মতো মিথ্যা নাজায়েজ কাজ থেকে বিরত থাকি। পীরকে সিজদা করার শিরক থেকে বেঁচে থাকি। আর মা-বাবার সেবা থেকে জান্নাত হাসিল করি।




সাখাওয়াতুল আলম চৌধুরী
৫ নভেম্বর, ২০২২
পতেঙ্গা, চট্টগ্রাম

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: আমার জীবনে আমি কোনোদিন কদমবুচি করি নাই কাউকে।

১১ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৩৫

সাখাওয়াতুল আলম চৌধুরী. বলেছেন: ঈমানদার হলে অবশ্যই ভালো কাজ করেছেন। যার প্রতিদান ইনশাআল্লাহ পাবেন।

২| ১০ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫৬

বিটপি বলেছেন: আমি ছোটবেলায় কদমবুচি করতাম এখন আর এইসব ফালতু কাজ করিনা।

৩| ১০ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনি যেটা বললেন সেটা সূফীবাদ নয় সেটা হল পীরবাদীতা । এটার সাথে সূফীর কোন মিল না । বিশ্বের বড় কোন সূফি যারা ইতিহাসে জায়গা করে নিয়েছে তাদের এই পীরতন্ত্র প্রচার করার কথা জানা যায় না , অন্তত তাঁদের রচিত গ্রন্থে তো নেই । এসব পরবর্তীতে তৈরী করা !!

১১ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৪৭

সাখাওয়াতুল আলম চৌধুরী. বলেছেন: পীরবাদ সুফিবাদেরই একটি অংশ। যদি সম্ভব হয় অবশ্যই জেনে নিবেন দয়াকরে। কেননা নিজেকে ঈমানদার দাবি করলে অবশ্যই সত্য টা জানতে হবে।

৪| ১০ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: সুফিবাদ আমার ভালো লাগে। আমি তাদের কাওয়ালি গানের আসরে নিয়মিত যাই। ভারতে নিজামুদ্দিন আউলিয়ার মাঝারে ও খাজা মাইনুদ্দীন চিশতির মাঝারে আমি কতো বার গেসি সঠিক হিসেব নেই। সেখানে প্রচুর সুফিগণ আছেন। আমি তাদের ভালোবাসি ও সম্মান করি। আমি যখন দুবাই ছিলাম তখন আমার একজন সুফি বন্ধু ছিল। তার ব্যক্তিত্ব সততা মনুষ্যত্ব দেখে সুফিবাদের প্রতি ভালো লাগা জন্মেছে।

১১ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৪৪

সাখাওয়াতুল আলম চৌধুরী. বলেছেন: প্রিয় ভাই এটা আপনার ব্যক্তিগত অভিমত। তবে ইসলাম এবং সুফিবাদ দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অনুরোধ করছি।

৫| ১০ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৪৬

মস্টার মাইন্ড বলেছেন: পীরের নিজেরই রাস্তা ক্লিয়ার থাকবে না সে আবার আরেক জনকে টেনে নিয়ে যাবে? এই কথাটাই মুরিদেরা বুঝে না!

১১ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৪৫

সাখাওয়াতুল আলম চৌধুরী. বলেছেন: ভাই, এটা বুঝে না বলেই তো তারা ব্যবসা করে যেতে পারছে।

৬| ১১ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:০১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: পীরবাদ সুফিবাদেরই একটি অংশ

আমি তো বললামই পৃথিবীর ইতিহাসখ্যাত সূফীদের পীরতন্ত্রী হবার কোন প্রমাণ পাওয়া যায় না । তাদের পরবর্তীদের লেখায় এসব উঠে এসেছে তো এই পীরতন্ত্র কী করে সূফীবাদের অংশ হয় ? যারা সত্যকার সূফীবাদ মানে তারা শিরকি কাজ করতে পারে না । এদের মূল কাজ হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন আর এসব করতে গিয়ে তারা কেন খোদার বিরুদ্ধচারী কাজ করবে ?

আর সুফীবাদ ইসলাম থেকে যদি ভিন্ন হয়ে থাকে তো কী করে এতদূর পর্যন্ত ইসলাম বিস্তার পেল ? এই সূফীদের হাত ধরেই তো ইসলাম বিস্তৃতি লাভ করে । এবং সূফীবাদদরে মধ্য দিয়ে মানুষ ইসলামের মহত্ত্ব জানতে পেরেছে ।

১২ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:২১

সাখাওয়াতুল আলম চৌধুরী. বলেছেন: আলহামদুলিল্লাহ, সুফিবাদ এবং প্রকৃত ইসলাম নিয়ে যথেষ্ট জানার চেষ্টা করেছি। সুফিবাদ মূলত আমাদের উপমহাদেশেই বেশী বিস্তার লাভ করেছে
যারা সুফিবাদের প্রচলন করেছে, তারা ইসলাম নয় বরং সুফিবাদেরই প্রচলন করেছেন। যে কারণে উপমহাদেশে এখনো কুরআন হাদিস নির্ভর ঈমান আকিদা পাওয়া যায় না।

আমাদের উপমহাদেশে ইসলামকে ব্যবহার করে সুফিবাদেরই প্রচার প্রসার হয়েছে। আর একারণেই উপমহাদেশের ইসলামে শিরক বিদআতের ছড়াছড়ি। যা প্রকৃত ইসলাম কখনোই বরদাস্ত করে না।

প্রিয় ভাই "সঠিক ইসলাম জানুন " এই ওয়েবসাইটে সুফিবাদের উপর বিস্তারিত গবেষণা করা হয়েছে। যদি সময় পান একটি যাচাই করে আসবেন আশাকরি। জাযাকাল্লাহ খাইরান।

৭| ১৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৩৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সুফিবাদ মূলত আমাদের উপমহাদেশেই বেশী বিস্তার লাভ করেছে

কেমনে কী ? সুফিবাদ তো সারা মুসলিম বিশ্বে অনেক ভালো প্রভাব রেখেছিল । সিরিয়া , ইয়েমেন , ইরান , ইরাক , আফগানিস্তান , তুরস্ক এইসব অঞ্চলেও সূফীবাদ বেশ ভালোভাবে প্রসার লাভ করেছিল । সেখানে সুফীবাদের বিস্তার কম হলে তো এত এত সুফী অনুশীলন তাঁদের মধ্যে প্রচলিত হত না ।

যারা সুফিবাদের প্রচলন করেছে, তারা ইসলাম নয় বরং সুফিবাদেরই প্রচলন করেছেন। যে কারণে উপমহাদেশে এখনো কুরআন হাদিস নির্ভর ঈমান আকিদা পাওয়া যায় না।

তাহলে বলতে হয় ভারতবর্ষে ইসলামের প্রশ্নবিদ্ধ রয়ে গেল । যদি তারা ইসলাম প্রচার না করে থাকেন তো ইসলাম এল কীভাবে ? ইসলামের প্রচার করল কে ? সম্রাটরা ? তারা তো কেবল বিলাস আর সাম্রাজ্য বিস্তার বাদে আর কিছুই করত না । আর কী বলবেন আলেমরা ? তবে বলে রাখি সেই সময় অনেক আলেমরা সূফীবাদ মানতেন । এবং শুদ্ধ সূফীবাদ মানতেন ! আর কোরাণ হাদীস নির্ভর আকীদা পাওয়া যায় না আপনার এই কথাটাও ভুল । বেশ ভালোভাবেই পাওয়া যেত । নাহলে এর অনুশীলন এখন একেবারেই থাকত না । আপনার কথাগুলো আসলে একদম ভিত্তিহীন বলে মনে হচ্ছে !

আমাদের উপমহাদেশে ইসলামকে ব্যবহার করে সুফিবাদেরই প্রচার প্রসার হয়েছে। আর একারণেই উপমহাদেশের ইসলামে শিরক বিদআতের ছড়াছড়ি। যা প্রকৃত ইসলাম কখনোই বরদাস্ত করে না।

সূফিবাদ কখনওই শিরকের প্রচার করেনি । যারা আল্লাহর সন্তুষ্টি চেয়েছিল তারা এমন গর্হিত কাজ প্রচার করতে পারে না । তাঁদের রচিত কোন গ্রন্থ কী পড়েছেন পড়লে বুঝতে পারতেন । তাঁদের উদ্দেশ্য হলো কলুষতা থেকে বেঁচে থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা । আপনাকে আগেও বলেছি পীরতন্ত্র আর সূফীবাদ এক নয় কোন সূফী নিজেকে পীর মানতে বলেনি । তারা দরগা করতেন এবং এখানে যারা আসত তাঁদের দরবেশ হবার দীক্ষা দেয়া হত । কোন মুরীদ বানানো হত না । এইসব আমাদের উপমহাদেশীয় লোকদের সৃষ্টি যারা সেই সময় প্যাগানিজম থেকে মনোথিজমে আসবার পরও পূর্বের ধর্মের আচার থেকে নিজেদের মুক্ত করতে পারেনি ।


প্রিয় ভাই "সঠিক ইসলাম জানুন " এই ওয়েবসাইটে সুফিবাদের উপর বিস্তারিত গবেষণা করা হয়েছে। যদি সময় পান একটি যাচাই করে আসবেন আশাকরি। জাযাকাল্লাহ খাইরান।

জ্বি ভাই । এমন অণেক সাইট আছে যেখানে কিছূ মানুষের চর্বিত চর্বনকে উদগিরণ করে এটাকে গবেষণা বলে না । হ্যাঁ অনুসন্ধান করে যাচ্ছি । আল্লাহ যদি চান , এবং তিনি সহায় হলে হয়তো একদিন জানতে পারব । তিনিই পরম সত্য আর তিনিই ভঅলো জানেন কে সঠিক আর কে বেঠিক !!

২১ শে নভেম্বর, ২০২২ সকাল ৮:১৪

সাখাওয়াতুল আলম চৌধুরী. বলেছেন: আসসালামু আলাইকুম,
ভাই, আমিও এইসব চর্চার আগে আপনার মতোই ধারণা পোষণ করতাম। আপনার সাথে কথা বলে অসম্ভব ভালো লাগলো। কেননা আপনি সত্য জানতে বদ্ধপরিকর। তাই যদি সম্ভব হয়

https://shakawatarticle.blogspot.com/?m=1

এই ওয়েবসাইটে সুফিবাদ নিয়ে আমার নিজস্ব কিছু গবেষণা রয়েছে। যা আপনাকে অবশ্যই সত্যের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করবে। এও যদি সম্ভব না হয় আমাকে একটা শুভেচ্ছা মেইল করুন Shakawat971097@ এই মেইলে। ইনশাআল্লাহ আশাকরি আপনার সাথে জ্ঞানচর্চা করে অনেক কিছু শিখতে পারবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.