নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খোদাকে জানার জন্য নিজেকে জানতে চাই

হায়দার আলী

নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি সেইজন যে, তোমাদের মধ্যে সবচাইতে বেশি তাকওয়াধারি।

হায়দার আলী › বিস্তারিত পোস্টঃ

কে আমার হুসাইনের জন্যে ক্রন্দন করবে.

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

রাসুল (সাঃ) যখন তার কন্যাকে ইমাম হুসাইনের (আঃ) শাহাদৎ ও সকল মুছিবতের খবর দিলেন , হযরত ফাতেমাতুয যাহরা (আঃ) অঝোরে কেদে বললেন ,হে পিতা" এমহাবিপদ কখন ঘটবে ?

রাসুল (সাঃ) বললেন, যখন আমি তুমিও আলি কেউই দুনিয়াতে থাকবনা ।

তখন হযরত ফাতিমাতুয যাহরা (আঃ) আরো অঝোর ধারায় কেদে বললেন

,:কে আমার হুসাইনের জন্যে ক্রন্দন ও আজাদারী করবে।

রাসুল(সাঃ) বললেন , হে আমার নয়ন মণি ফাতমিা .হুসাইনের জন্যে আমার উম্মতের নারীরা ও পুরুষরা ক্রন্দন করবে এবং প্রতি বসর তার জন্যে শোক পালন করবে। কেয়ামতের দনি তুমি নারীদেরকে ও আমি পুরুষদেরকে যারা হুসাইনের জন্যে ক্রন্দন করবে বেহেস্তে নিয়ে যাব।হে আমার নয়ণ মনি " কেয়ামতের দিন সবার চক্ষু ক্রন্দনরত অবস্থায় থাকবে

তবে যারা হুসাইনের জন্য ক্রন্দন করবে তাদরে চক্ষু বেহেশতের নেয়ামতের আনন্দে ভরে যাবে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩২

আমিই সেই বাউন্ডুলে বলেছেন: আল্লাহ হু আকবার.....

২| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১

পরিবেশ বন্ধু বলেছেন: সেই ক্রন্ধন যেন হয়
উম্মতের শাফায়াত
আরও যেন মিলে দিশা
অনন্ত জান্নাত

৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

কিরিটি রায় বলেছেন: ফোরাতের পানিতে নেমে
ফাতেমা দুলাল কাঁদে
অঝোর নয়নে রে.....

পাক-পাঞ্জাতনকে ভুলিয়ে দেবার চেষ্টা সেই কাল থেকে এই কাল ব্যপক হারে চলছে।

কিন্তু মুমিন মাত্রই তাঁদের উপর ভক্তি, শ্রদ্ধা আর বিশ্বাস পোষন করে; রাসূল সা: এর নির্দেশ মতোই।

আস সালাতু আস সালামু আলাইকা ইয়া ইমাম হোসাইন রা:

৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪

িটিটিটএস বলেছেন: Have any reference ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.