![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পড়ি, জানি এবং অন্যকে জানানোর চেষ্টা করি।
আমাদের স্কুল
-সোহাগ তানভীর সাকিব
আমাদের স্কুল ইছামতির তীরে
সারাদিন আলোর প্রদীপ ঝিলমিল করে।
প্রভাত হলে ছেলে-মেয়ে আসে দলে দলে
ভরে ওঠে জ্ঞানের কানন কচি ফুলে ফুলে।
সারাদিন গুনগুনা গুন পাখির কলরবে,
লেখাপড়া করি আমরা সবে।
স্যার-ম্যাডামেরা অনেক ভালো
আদর দিয়ে পড়ায়
বকাঝকা না করে বার বার বুঝায়।
বেয়াদবি করলে ধরে মোদের কান
পড়া না পারলে করে অপমান।
টিফিন হলে আমরা সবে খাবার খেতে যাই
রাগ হিংসা নেই কারো সবাই বোন ভাই।
মারামারি হয় না মোদের সহপাঠি এমন
একজন কষ্ট পেলে সবার চোখে শ্রাবণ।
ছুটির বেল শুনলে মোদের খারাপ হয় মন
ইচ্ছা করে স্কুলেতে থাকি সারাক্ষণ।
বুক ভরা ব্যথা নিয়ে স্কুল ছাড়ি।
কাল আবার আসব তাই ফিরে যাই বাড়ি।
©somewhere in net ltd.