নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার কোন শেষ নাই, জানতে চাওয়ায় লাজ নাই।

Sohag Tanvir Shakib

পড়ি, জানি এবং অন্যকে জানানোর চেষ্টা করি।

Sohag Tanvir Shakib › বিস্তারিত পোস্টঃ

উটকে মরুভূমির জাহাজ বলার কারণ

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৫

জীবজন্তুর মধ্যে উট ছিল আরববাসীদের নিকট অত্যান্ত মূল্যবান। এটি মরুজীবনের অত্যান্ত সহায় সম্বল। উট তাদের একমাত্র ব্যবসায় বাণিজ্যে ও যাতায়াতের একমাত্র বাহন।
উট ছিল আরবদেশে আল্লাহর বিশেষ উপহার। উট ছিল যাযাবরদের নিকট ধাত্রীসম। যে কোন বিয়েতে উপহার, রক্তের দাম, জুয়ার মুনাফা, একজন বিত্তশালীর সম্পদ সবকিছুই উটের বিনিময়ে পরিমাপ করা হতো। উট থেকে দুধ, জ্বালানি, পোশাকের জন্য চামড়া, ওষুধের উপকরণ ইত্যাদি পাওয়া যেত। মরুভূমির মধ্যে কোন রাস্তা না থাকায় আরব ছিল যান চলাচলের অনুপযোগী। তাই এই মরুময় দেশে ব্যবসা-বাণিজ্য, যাতায়াতসহ সকল প্রকার যোগাযোগের জন্য একমাত্র উটের উপরই নির্ভর করতে হতো। তাই উট-ই ছিল আরববাসীর নিকট একমাত্র নির্ভরশীল বাহন। P.K Hitti বলেন, "To him the camel is more than the ship of the desert."
বেদুইনদের কাছে উট ছিল মরুভূমির জাহাজ এর চেয়েও অধিক বেশি। আরবের উটগুলো শীতকালে প্রায় ২৫ দিন ও গরমকালে প্রায় ৫ দিন পানি ছাড়া চলতে পারে।
পরিশেষে বলা যায় যে, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রাঃ) বলেছিলেন, যেখানে উটের উন্নতি হয়েছে কেবল সেখানেই আরব দেশের অগ্রগতি ঘটেছে। আরবদের অর্থনৈতিক জীবনে উটের যথেষ্ট প্রভাব ছিল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.