নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত নাবিক

মুক্ত নাবিক › বিস্তারিত পোস্টঃ

পরিবারই অামাদেরকে সৃজনশীল কিছু করতে পারে।

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫৯

আচ্ছা আমরা যে কলেজ, বিশ্ববিদ্যালয়ে কত না বিষয় নিয়ে পড়াশুনা করি কিন্তু ওই বিষয়ে পড়াশুনা করে অামরা নতুন কিছু তৈরি করতে পারছি? অামরা তো শুধু পড়াশুনা অবস্থাতে অাগে যা তৈরি হয়েছে তা নিয়ে ঘাটাঘাটি করছি।অামরা শতকরা ৯৫ জন মানুষ পড়াশুনা করি একটা চাকরির জন্য অামিও কিন্তু তাদের বাহিরে নই।কিন্তু ওই পড়াশুনা কে কাজে লাগিয়ে অামরা কেউ নতুন কিছু তৈরি করতে চাই না।অাসলে অামাদের পরিবার থেকে অামরা নতুন কিছু তৈরির সহযোগিতা পাই না।অামাদের শিক্ষা ব্যবস্থাতে সৃজনশীল ঢুকানো হয়েছে। এই সৃজনশীলতা ততদিন পর্যন্ত কাজ করবে না যতদিন পর্যন্ত অামাদের পরিবার অামাদের ছোটবেলা থেকে সৃজনশীল কিছু করার জন্য সহযোগিতা করবে, উৎসাহিত করবে।তাই অামরা সবাই অামাদের পরিবারের ছোট যারা তাদেরকে সৃজনশীল নতুন কিছু তৈরিতে উৎসাহিত করব। দেখব একদিন অামাদের দেশে নতুন নতুন অাবিষ্কার হচ্ছে।অামাদেরকে অন্য কারো কাছে দায়বদ্ধ থাকতে হবে না।

মানুষ মাত্রই ভুল তাই ভুল হলে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৯

অরুনি মায়া অনু বলেছেন: সঠিক বলেছেন। আমিও আপনার সাথে একমত।

২| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫৩

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আপনি কি ভাই মেরিনার??

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫৫

মুক্ত নাবিক বলেছেন: জী ভাই বেকার কেডেট

৩| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১:০৪

চাঁদগাজী বলেছেন:




যাদের মা-বাবারা পড়ালেখা জানন না, যারা বস্তিতে থাকেন, তারা কিভাবে 'সৃজনশীল' হবেন?

৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০৮

মুক্ত নাবিক বলেছেন: ভাই আমরা যারা ভালো পরিবেশে থাকি তারা আগে জিনিসটা শুরু করি।

৪| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১:১১

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আমিও তো মেরিনার ভাই।কোষ্টাল মাস্টার।ক্লাশ ফাইভ।আপনি কেন একাডেমির??

৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০৮

মুক্ত নাবিক বলেছেন: আমি Nma এর

৫| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫২

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ওহ আচ্ছা খুব ভাব।জাতের লোক পেলাম একজন।সমস্যা নাই জব হয়ে যাবে ইনশাল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.