নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুদ্ধ এবং শান্তি পাশাপাশি থাকতে পারে না।

দয়িতা সরকার

একজন সাধারণ মানুষ।

দয়িতা সরকার › বিস্তারিত পোস্টঃ

সকল ব্লগারদের কাছে জানতে চাই

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৮

১। আমি ব্লগারদের কাছে জানতে চাই, কোনো মেয়েকে তার অজান্তে তার ব্যক্তিগত জীবন, ছবি ক্যামেরা বন্দী করে ইন্টারনেট, ফেসবুক, আর সব জায়গায় যা আমি জানিনা ছড়িয়ে দিলে তা কোন ধারার অপরাধ হবে? যারা জরিত তাদের কী ধরনের সাজা হবে? আমাদের আইন, সরকার ভিকটিমকে কীভাবে সাহায্য করবে।

২। যদি মেয়েটি কিছুই না জানে, সরকার, সমাজের কোন ব্যক্তি সেটা তাকে জানানোর প্রয়োজন মনে করে না কেন? তাকে সেভ করারও প্রয়োজন মনে করে না কেন?
নিচের পয়েন্ট গুলো আমি ইন্টারনেট থেকে নিয়েছি-

(২) কোন ব্যক্তি পর্নোগ্রাফির মাধ্যমে অন্য কোন ব্যক্তির সামাজিক বা ব্যক্তি মর্যাদা হানি করিলে বা ভয়ভীতির মাধ্যমে অর্থ আদায় বা অন্য কোন সুবিধা আদায় বা কোন ব্যক্তির জ্ঞাতে বা অজ্ঞাতে ধারণকৃত কোন পর্নোগ্রাফির মাধ্যমে উক্ত ব্যক্তিকে মানসিক নির্যাতন করিলে তিনি অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন

(৩) কোন ব্যক্তি ইন্টারনেট বা ওয়েবসাইট বা মোবাইল ফোন বা অন্য কোন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি সরবরাহ করিলে তিনি অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন

৪) কোন ব্যক্তি পর্নোগ্রাফি প্রদর্শনের মাধ্যমে গণউপদ্রব সৃষ্টি করিলে তিনি অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন
(৫) কোন ব্যক্তি
(ক) পর্নোগ্রাফি বিক্রয়, ভাড়া, বিতরণ, সরবরাহ, প্রকাশ্যে প্রদর্শন বা যে কোন প্রকারে প্রচার করিলে অথবা উক্ত সকল বা যে কোন উদ্দেশ্যে প্রস্ত্তত, উৎপাদন, পরিবহন বা সংরক্ষণ করিলে অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:৫৬

সোহানী বলেছেন: আপুনি আপনি যদি দেশের মাঝে এ ধরনের অপরাধের কথা বলেন তাহলে বলবো আমরা এখনো সে পর্যায়ের শিক্ষিত হইনি যে বুঝতে সক্ষম হবো যে বিনা অনুমতিতে কারো ছবি তোলা বা ব্যবহার মারাত্বক অপরাধ। আমি দেশের বাইরে থাকি বলে এ ব্যবপারে সদা সর্বদা সতর্ক থাকি। এখানে কেউ কারো ছবি ধারন করে না কারন আইন এখানে সুরক্ষিত।

দেশের আইন বদলাতে হবে, কঠোর হতে হবে............ দেখবেন সব ঠিক।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৪

দয়িতা সরকার বলেছেন: সোহানী আপু, আমাদের দেশে যা সব মেয়েরা এ সবে শিকার হয় তার ৯৯% ছেলে/ পুরুষ মানুষের বিকৃতি মন মানুষিকতা, পরিবারের শিক্ষা এর অভাবের জন্য।
আর আমার সাথে যা হয়েছে , কে কীভাবে করেছে তা খুঁজছি। আমি আমাদের সমাজের মানুষকেও দ্বায়ি করব। তারা কেন চুপ ছিল, এবং আছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৮

দয়িতা সরকার বলেছেন: আপু, যারা এ ধরনের কাজকে সাপোর্ট করে, কোন প্রতিবাদ করে না, তারাদেরকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৪

দয়িতা সরকার বলেছেন: আপু, আমার এখন সবার সাহায্য প্রয়োজন। ব্লগ ছাড়া আপনার সাথে কী অন্য কোন ভাবে যোগাযোগ করতে পারি।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৫

সোহানী বলেছেন: অবশ্যই পারেন। সোহানী নামে আমার ফেইসবুক আইডিতে নক করবেন।

আপনাকে কিভাবে আমরা সাহায্য করতে পারি? ব্লগে অনেক ট্যাকনিকেল ও বিভিন্ন সেক্টরের লোকজন আছে। আপনার সমস্যা যদি সবাইকে জানাতে পারেন তাহলে হয়তো কেউ না কেউ সাহায্য ও পরামর্শে এগিয়ে আসতে পারবে। অথবা আপনি আমাকে জানাতে পারেন আমি সেটা সবার কাছে পৈাছানোর চেস্টা করতে পারি।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩৩

নীল আকাশ বলেছেন: অনুমুতি ছাড়া কোন মেয়ের ছবি ব্লগের কোন পোস্তে দেয়া আমি জানি নিষেধ। আমি প্রায় সবসময় সবাইকে এই ব্যাপারে প্রশ্ন করি কোন মেয়ের ছবি দেখলে। যথাযথা উত্তর না পেলে আপনি মডারেটর'কে রির্পোট করতে পারেন।

৪| ২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:১৪

রাজীব নুর বলেছেন: সব কিছুর নিয়ম নীতি আছে। নিয়ম নীতি সবার মেনে চলা উচিত। আমরা সভ্য সমাজের মানুষ।

৫| ১৯ শে জুলাই, ২০২১ সকাল ৭:১৪

খায়রুল আহসান বলেছেন: আপনার সমস্যার সমাধান হয়েছে কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.