নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুদ্ধ এবং শান্তি পাশাপাশি থাকতে পারে না।

দয়িতা সরকার

একজন সাধারণ মানুষ।

দয়িতা সরকার › বিস্তারিত পোস্টঃ

ইসলাম ধর্ম ও আমাদের কম জানা ধার্মিকেরা

২৩ শে মার্চ, ২০২০ রাত ৩:১৫

আমার কিছু অথবা সব কথাই হয়ত সবার ভাল লাগবেনা। যাদের ভাল লাগবেনা তারা কোরআনের সুরা, আয়াত উল্লেখ করে আমার ব্লগে শালীন ও মার্জিত ভাষায় সহজ সরল ভাবে এবং আমাদের বাংলাদেশের সংবিধানে ধারা গুলোতে কীভাবে ব্যাখ্যা আছে সেটা জেনে মন্তব্য করবেন আশা করি। আর ও হ্যাঁ এটা ভাল করে মনে রাখবেন বাংলাদেশ পাকিস্তান , আফগানিস্তান নয়?
১। আপনি যদি কোন ইসলামী দল করেন বা আপনি যদি দলের সাথে ইনভল্ব না হয়েও আপনার জীবনে ইসলামী নিয়ম- কানুন ১০০% মেনে চলেন, তাহলে আপনি আপনার সহধর্মিণীর সাথে কতোটা সৎ থাকবেন? যদি আপনার বিয়ের আগে কারো সাথে সম্পর্ক থাকে তাঁর সাথে বিয়ের পর কী ধরনের আচরণ করবেন? ইসলাম কী বিয়ের আগে সম্পর্ক মেনে নেয়???
২। গীবত যদি মরা ভাইয়ের মাংস খাওয়ার সমান হয় , তাহলে কারো গোপন বিষয় জানা এবং তা নিয়ে সবসময় বুলিওং করা কতোটা ইসলাম সম্মত?
৩। কোন নারীর পিছনে পর পুরুষকে লাগিয়ে দেওয়া কী ইসলাম / কোরআনে আছে?
৪। আপনি আপনার প্রতিবেশী/ আপনার সহকর্মী দের সাথে কী রুপ আচরণ করবেন, যদি জানেন সে অন্যায় আচরণ করে?
৫। আপনি নিজেই যদি ইসলাম মতে পর্দা(নর- নারী উভয়ই) না করেন, তাহলে অন্যকে কীভাবে বলেন?
৬। কালো জাদু হোক আর আধুনিক প্রযুক্তি যে কোন ভাবেই হোক , মানুষের গোপন কথা জানার অধিকার কে দিয়েছে?
৭। আমাদের নবী রাসুরুল্লাহ (সঃ) কী কোন মানুষ কে ভয় দেখিয়ে আলেম/ ইসলাম প্রচারক বানিয়েছেন? না কী উনার উদারতা, আখলাক, আচরণ দিয়ে হেদাআয়ত করেছেন? আমি এখন কার আলেমদের ফতোয়া শুনতে চাই না।
৮। ইসলামী দল না করলে সে কী মুসলিম না???

পরিশেষে আপনাদের জানাই আমি এখন ইসলাম ধর্ম নিয়ে শঙ্কিত।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২০ সকাল ৯:৩৬

নেওয়াজ আলি বলেছেন: অনন্য  লেখা

২৩ শে মার্চ, ২০২০ সকাল ১০:০৭

দয়িতা সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে আমার ব্লগে আসার জন্য। আপনি এর আগের আমার ব্লগে এসেছেন। আপনি ব্লগে নতুন মনে হয়। আপনি কী করেন? আমি কমেন্ট পড়তে ভালবাসি। আশা করব আপনি আর ও একটু কথা দিয়ে লিখবেন।

২| ২৩ শে মার্চ, ২০২০ দুপুর ১:৪৭

নীল আকাশ বলেছেন: আপনার লেখা খুবই টাইপিক্যাল হয়ে যাচ্ছে।
প্রায় সব পোস্টেই একই স্ট্যাইল।
লেখার ধরণ চেঞ্জ করুন না। হলে কয়েকদিন পরেই আর কেউ আপনার ব্লগে পড়তে আসবে না।

১২ ই আগস্ট, ২০২০ সকাল ১১:২৯

দয়িতা সরকার বলেছেন: ধন্যবাদ নীল আকাশ। আপনার পরামর্শ শুনবো। লেখার ধরন চেঞ্জ করব।

৩| ২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৪:২৫

নতুন নকিব বলেছেন:



লিখতে থাকুন। লিখতে লিখতেই ইনশাআল্লাহ অনেক ভালো লেখা বেরিয়ে আসবে।

শুভকামনা জানবেন।

১২ ই আগস্ট, ২০২০ সকাল ১১:২৩

দয়িতা সরকার বলেছেন: আপনি কী করেন? জানলে আমার সুবিধা হতো । আমি আপনাকে জানি না। তবু ভাইয়া বলেছি। ক্ষমা করবেন আমাকে। আমি আমার প্রশ্ন এর উত্তর জানতে চেয়েছিলাম আপনার মতো একজন ইসলাম সম্পর্কে জানা গুণী মানুষের কাছে।

৪| ১২ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৩৮

নতুন নকিব বলেছেন:



দুঃখিত! ব্যক্তিগত বিষয়ে ব্লগে আসলে না বলাই ভালো। আপনার জ্ঞাতার্থে শুধু জানাচ্ছি, লেখালেখির সাথে কিছুটা যুক্ত আছি। মূলতঃ ইসলাম ধর্ম বিষয়ক লেখায় স্বাচ্ছন্দ্যবোধ করি। আপনার যে কোনো বিষয়ে অকপটে বলতে পারেন। জানা থাকলে উত্তর দেয়ার চেষ্টা অবশ্যই থাকবে।

অনেক ভালো থাকবেন। মন্তব্যের উত্তরে আসায় কৃতজ্ঞতা।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:১১

স্থিতধী বলেছেন: প্রথম প্রশ্নটির শেষ অংশের উত্তরটি জানি। বিয়ের আগে কাউকে পছন্দ করা ইসলামে জায়েজ। সে ক্ষেত্রে বিয়ের আগে '"সম্পর্কের" সংজ্ঞাটি নিছক কিছু আলাপচারিতা হতে পারে। বিয়ের আগে সম্পর্ক বলতে আমরা এখন যতটা অন্তরঙ্গ এবং ক্ষেত্রবিশেষে শারীরিক সম্পর্ক বুঝে থাকে ইসলামে সেটা জায়েয নয় যদিও কিনে নেয়া দাস-দাসীর সাথে চাইলে সঙ্গম বৈধ।

০৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৮

দয়িতা সরকার বলেছেন: ধন্যবাদ স্থিতধি। কিনে নেয়া দাস-দাসীর সাথে চাইলে সঙ্গম বৈধ। বর্তমান সময়েও কী বৈধ।

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৩৫

রাশিয়া বলেছেন: আপনার প্রত্যেকটি জিজ্ঞাস্য ব্যাপারেই কুরআনের আয়াত নাযিল করা আছে। কুরআন রেগুলার পড়লে আপনার অনেক প্রশ্নের জবাব মিলবে। নতুন নকীব সম্ভবত প্রত্যেকটি প্রশ্নের উত্তর আয়াত দ্বারা ব্যাখ্যা করতে পারবেন।

০৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৪

দয়িতা সরকার বলেছেন: ধন্যবাদ । ইসলাম সহজ সরল জীবন যাপনের কথা বলেছে। নর- নারীর বিয়ে বহির্ভূত প্রেমের সম্পর্ক হারাম করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.