নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুদ্ধ এবং শান্তি পাশাপাশি থাকতে পারে না।

দয়িতা সরকার

একজন সাধারণ মানুষ।

দয়িতা সরকার › বিস্তারিত পোস্টঃ

আমার, আমার ভাইদের, বাবা, দাদু বাড়ির সবার নির্যাতনের বিচার চাই

২৪ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:২২

আমাদের দাদু বাড়ি ছোট বেলায় ছিল সিরাজগঞ্জ জেলার দেলুয়া গ্রামে। আমার দাদুর নাম বেলাল সরকার, বাবার নাম আমির হামজা সরকার। ছোট বেলা থেকেই দেখেছি আমাদের বাড়ির প্রত্যেক ছেলে- মেয়েদের মায়ের পরিবার নির্যাতন করতে। তাদের নির্যাতন এর ধরনটা কেমন ছিল আমি ততটা বুজতে পারিনি। আমার ছোট ভাইয়ের নির্যাতন কিছুটা আমি দেখেছি। সারা জীবন তাকে কীভাবে নির্যাতন করেছে। আমি নিজে দেখেছি মরার কয়েক ঘণ্টা আগে কীভাবে নির্যাতন করে কষ্ট দিয়ে মেরেছে। উপশম হসপিটাল(ঢাকা, বারিধারা)
হসপিটাল সেখানে পুরো ফ্লোর ভর্তি মানুষ(বেশীর ভাগ মহিলারাই বোরখা পরা, পুরুষ(অমানুষ) রা পাঞ্জাবি পরা, পায়ের উপর পা তোলা(সবায়ই মধ্য বয়েসি) তারা আমার ভাইয়ের কষ্টটা খুব উপভোগ করছে। কয়েকজন সাংবাদিক তারা বিভিন্ন পেপার নিয়ে নোট করছে। আমার ছোট ভাই সোহেল রানা, সে পড়ালেখায় ছোট থেকেই মেধাবী ছিল, সে পাইলট হতে চেয়েছিল, মায়ের পরিবার, সাথে তাদের দোসররা সেটা হতে দেয় নি। তাঁর সুন্দর ভবিষ্যৎ তারা নষ্ট করে শেষ করে দিয়েছে। তাঁর ছেলে -মেয়ে নিয়ে সুখের একটা সংসার হতো, দেশের সম্পদ হত। যেসব অমানুষ তাকে অকালে শেষ করে দিল তাদের বিচার চাই। একটা স্বাধীন দেশে সবার চোখের সামনে এত বড় অপরাধ ঘটে কেউ কথা কেন বলেনা? আমি তাদের বিচার এমন ভাবে চাই যেন , তারা আমার ভাইকে যেভাবে শেষ করে দিয়েছে ঠিক সেভাবেই তাদের কষ্ট দিয়ে মেরে ফেলা।
আমার ছোট ভাইয়ের কার্বন কপি রেহান রসুল। আমি উনার ভিডিও দিতে পারলাম না দুঃখিত। রেহান রসুলের অনাগত গান, বাঝে স্বভাব গানটা ভিডিও দেখে নিতে পারেন।

মেঝো ভাইয়া, শামিম রেজা, সিভিল এ ডিপ্লোমা(প্রতি ইয়ার বৃত্তি প্রাপ্ত), এর পর বি এস সি করেছে। ডিপ্লোমাতে, মাদ্রাসা কোন টাতেই পড়াতে চাই নি আমার বাবা, উনি চেয়েছিলেন জেনারেল এ পড়াতে। মায়ের পরিবার(মায়ের মা, সে মাদ্রাসায় দিয়েছিল জোর করে), ডিপ্লোমাতে জোর করে দিয়ে ছিল আলমাস(মায়ের ছোট ভাই)। মেঝো ভাইয়া কে আমাদের নতুন বাড়িতে একবার মেরে ফেলার চেস্ট া কারা হয়ে ছিল। সবাই ভেবে নিয়েছিল মারা গেছে। ডাক্তার ও তাই বলেছিল। আল্লাহ সেবার বাচিয়ে দিয়েছেন। বাবাকে মেরে ফেলার পর অনেক নির্যাতন সহ্য করে ভাইয়া যখন ঢাকা এসে বসুমতী আবসিক প্রকল্পে জব এ চাকরি নেয়, সেই সময় তাকে মানুসিক ভাবে অসুস্থ করে ফেলে। সেই সময় বড় ভাইয়ার সাথে আমার মায়ের বড় বোনের মেয়ের সাথে বিভিন্ন ভাবে চালাকি করে ভাইয়ার সাথে প্রেম এর সম্পর্ক করিয়ে বিয়ে দেয়। একদিকে বাসায় অশান্তি, তাঁর উপর আমাদের বাসায় মায়ের ছোট মামার ছেলে নাসিরকে বাসায় রাখে। তাঁর ছোট মামাও বাসায় আসে। আমি তখন ভাইয়ার মানুসিক অবস্থা খারাপ হচ্ছে মাকে বলি। সে হাঁসে, নাসির ভাইয়াকে বলে মা ছেলের সাথে সেক্স করে।ভাইয়া আরও অসুস্থ হয়ে যায়। আমাদের পরিবারে কোন দিন আমরা মাইয়ের কাছেও বসিনি, তাকে জরিয়েও ধরিনি।
আমি আমার মাকে সাজাদপুরের বাসায় প্রথম জড়িয়ে ধরি। যখন সে আমাকেউ মেডিসিন খাইয়ে পাগল করে সেই সময় তাকে বেশী বোকা দেই, শরীরে হাত তুলি। এই জন্য তাকে জড়িয়ে ধরে ক্ষমা চেয়েছিলাম।

বড় ভাইয়া, সেলিম রেজা, ভাইয়া এইসএসসি পাশ করার পর আমার বাবা ঢাকা ভর্তি করাতে চেয়েছিলেন, মায়ের মেঝমামার ছেলে সেলিম রেজা , যাকে আমরা লিটন মামা বলে জানি, সে আরটিসান এর একজন পার্টনার, ফ সি এ করেছে। মায়ের বাড়ির পরিবারের কাছে শুনেছি তাকেও আমার বাবা পড়ার খরচ দিয়েছে। সে বড় ভাইয়াকে তখন ঢাকা ভর্তি করতে দেয়নি, গ্রাম থেকে ডিগ্রি করে ঢাকা আসতে বলেছে। বাবাকে মেরে ভাইয়া কে ঢাকা লিটন মামার কাছেই দেয় আমার মা। বড় ভাইয়াকে দিয়ে সেই সময় মার্কেটিং এর কাজ করায়। মায়ের পরিবার বলে সেলিম হকারের কাজ করে। ঠিক আছে হকারের কাজ করে তবু তাঁর সাথে চালাকি করে তাদের অন্য বোনের মেয়েকে কেন বিয়ে দিল?

এরপর আমার নির্যাতন এর কাহিনী বলব। একটু অপেক্ষা করুন।

চলবে

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৪০

মোহামমদ কামরুজজামান বলেছেন: বোন, পুরো ব্যাপারটাই একটা ধোয়াশার মত হয়েছে বা আপনি যা বলতে চেয়েছেন তা আপনি গুছিয়ে বলতে পারেন নি।

তবে, এতটুকু বুঝেছি - আপনার বাবার পরিবারের সাথে মায়ের পরিবারের একটা রেষারেষি (শত্রুতা) আছে , যেটার ভূক্তভোগী আপনারা (ভাইবোনেরা) ।

আরেকটা বিষয় , (যদিও পরিষ্কার না) ধর্মের বা ধর্মীয় বিষয়ের কিছুটা ইংগিত আপনি করেছেন । তবে এসব পারিবারিক-আপনজনদের (মা-বাবা-নানা-নানী-ভাই) বিষয়গুলি অনেকটাই সংবেদনশীল । তাই এ সব বিষয় পাবলিকলি না করাই ভাল আর একান্তই যদি করতে হয় তাহলে আরো সতর্কতার সংগে করা উচিত (সঠিক-যথাযথ প্রমাণ সহ)।

২৪ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৪৯

দয়িতা সরকার বলেছেন: আপনাদের মতো শিক্ষিত দোসর জন্য আজ আমাদের এ পরিনিতি। একটা পরিবার একক ভাবে এত বড় পরিবার আর কত শত পরিবারকে পথে বসাতে পারে না। আপনারা বউ, বাচ্চা নিয়ে সুখে দিন কাটাচ্ছেন। আপনাদের লজ্জা করে না।

২| ২৪ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৪৫

জুল ভার্ন বলেছেন: কি লিখেছেন, কি বলতে চাচ্ছেন-মাথা মুণ্ডু কিছুই বুঝলাম না!

২৪ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৫১

দয়িতা সরকার বলেছেন: আপনার বোঝার দরকার নেই। বসে বসে নিজেদের পাপের হিসাব করুন।

৩| ২৪ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৫৩

শায়মা বলেছেন: দয়িতা আপুনি তুমি কি জানো আমি তোমার প্রতিটা পোস্ট পড়ি কিন্তু কোনো কমেন্ট করি না কারণ আমি কমেন্ট দিতে ভয় পাই ভাবি তুমি আমাকে ভুল বুঝবে।

কিন্তু কিছু একটা সমস্যা তো আছেই তোমার সেটা বুঝতে পারছি। তুমি নিরুপায় সেটাও বুঝতে পারছি কিন্তু সমাধান কি জানিনা। :(

২৪ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৫৯

দয়িতা সরকার বলেছেন: ১।আমার পেটে বাচ্চা আছে কি না সেটার নিশ্চয়তা দিতে হবে। আমার নারীত্ব কেন নষ্ট করে দিচ্ছে? রাষ্ট্র কেন কিছু বলছে না।রাষ্ট্র কেন এই অশিক্ষিত , মূর্খ, ছোটলোক দের বাড়ি গাড়ি, টাকা করে দিচ্ছে। আপু আমার পেটে যদি বাচ্চা না থাকে আমি কি করব আপনি ভাবতে পারবেন না।

৪| ২৪ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৫৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: বোন, আমি বলতে চেয়েছই - আপনি যা বলতে চেয়েছেন তা আপনি গুছিয়ে বলতে পারেন নি।

২৪ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:০১

দয়িতা সরকার বলেছেন: অযথা আমার সময় নষ্ট করবেন না।

৫| ২৪ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:০৪

জুল ভার্ন বলেছেন: আমার পাপের হিসাব মহান আল্লাহ রাব্বুল আল আমীন নিবেন। আপনার মন্তব্যে আপনার অডাসিটি প্রমাণ করেছে। উপদেশ দিয়ে কাইকে সভ্য বানানো যায়না। মা বাবার শিক্ষাই সভ্য হওয়ার প্রধান ভূমিকা। শুভ কামনা।

২৪ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৫১

দয়িতা সরকার বলেছেন: আমার পাপের হিসাব মহান আল্লাহ রাব্বুল আল আমীন নিবেন - সেটা আমারও কথা। কেন তাহলে আমাকে পাপিষ্ঠ বলেন, নামাজ পড়তে বলেন, ভুলভাল হাদিস পড়াতে চান, ভুলভাল কোরআন পড়াতে চান। আমার পিছে কেন ঘুরঘুর করেন। আমাকে কাল যাদু করেন। দয়া করে আপনি আমার ব্লগে আসবেন না।

৬| ২৪ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:১৪

রানার ব্লগ বলেছেন: ইমশান বাদ দিয়ে পুর ব্যাপারটা পরিষ্কার ভাবে লিখুন। আপনি কি চান, কেনো চান এটাও লিখুন ।

২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:০৪

দয়িতা সরকার বলেছেন: ইমশন নয় ভাইয়া। আমাদের জীবন-মরণ সমস্যা। আমি চাই আমাদের দাদা বাড়ির , আরও যেসব পরিবার শেষ হয়ে গেছে মায়ের পরিবারের ও তাদের দোসরদের নির্যাতনে, তাদের প্রত্যেকে খুজে বিহারী পল্লীর মতো করে রাখতে।মায়ের পরিবারের ডাল -পালাকে আপনারা চিনে ফেলেছেন,(আমি পরিচয় করে দিয়েছি) বাকিদের আপনারা খুজে বের করুন।
আমাকে যারা আমার নারীত্ব নষ্ট করতে চলেছে তাদের আমি নিজ হাতে শাস্তি দিতে চাই। আমার পেটে যদি বাচ্চা না থাকে তবে এর পরিনাম খুব খারাপ হবে।

৭| ২৪ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৫৮

নতুন বলেছেন: আপনার লেখা পড়ে আপনার মানুষিক অবস্থা বোঝার চেস্টা করছি।

আপনার মনের জমানো কস্ট নিয়ে কারুর সাথে আলোচনা করা দরকার।

আপনি একজন মনরোগ বিষেস্বঙ্গের সাথে আলোচনা করুন।

২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:০৭

দয়িতা সরকার বলেছেন: আপনার মতো শিক্ষিত আমার ব্লগে আমি দেখতে চাই না। যে এক স্বাধীন দেশে থেকে ইরানের দালালি করে তাঁর সাথে কথা ্বলতে চাই না। কারণ আমি কোন দেশের দালালি করি না।

৮| ২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩১

শায়মা বলেছেন: হা হা আপুনি আমি আনন্দপ্রিয় মানুষ বটে তাই বলে তোমার দুঃখ বুঝতে পারছিনা তাই ভেবে রাগ করবা না আমার উপর কিন্তু সবাইকে এত বকা দিচ্ছো কেনো? বকা ঝকা দেখে আমার হাসি পাচ্ছে খবরদার আমাকেও যেন বকা দিও না এই হাসি পাচ্ছে দেখে।

কিন্তু নতুনভাইয়া কেমনে ইরানের দালাল একটা বলবা আমি জানিনা ঘটনা টা।

শুনো আপু এমন করে সবাইকে বকা দিলে কেউ কিন্তু কোনো হেল্প করবেনা আর করার ইচ্ছা থাকলেও তোমার বকা খাবার ভয়ে পালায় যাবে। চুপ থাকবে।

আমার কাছে দুইটা পথ আছে আর সেটা আমি মন থেকেই বলছি-

এই সব নির্যাতনের শাস্তি বা প্রতিকার চাইলে সবার আগে থানায় ইনফর্ম করতে হবে। আমাকে এড্রেস বা যোগাযোগের উপায় বলো আমি থানার সাথে যোগাযোগ করছি।

মানবাধিকার সংস্থাও তোমাকে হেল্প করতে পারে।

আরও পারে কাউন্সিলর।

খবরদার আমার সাথে রাগ করবা না কিন্তু তাইলে কিন্তু আমিও রাগ করবো।

আসলেই আমি চাই তোমার মানসিক শান্তির জন্য কিছু হোক মানে তুমি যোগ্য বিচার পাও।

৯| ২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ তোমাকে সাহায্য করুন দোয়া করি

১০| ২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:২১

অক্পটে বলেছেন: আপনার সাথে দেখা করে কথা বলা দরকার। আপনার লেখায় যতটুকু জানা সম্ভব হলো তাতে বুঝতে কষ্ট হয়না আপনি দীর্ঘ সময় ধরে অনেক যন্ত্রণায় দিন কাটাচ্ছেন। আপনি বরং শায়মা আপুকে আপনার ঠিকানাটা দিন, সম্ভব হলে তাঁর সাথে দেখা করুন, কথা বলুন। তিনি আপনার সম্পর্কে আরো ভাল করে জানুন তারপর শায়মা আপু কিছু লিখুক ব্লগে। আপনি যদি ব্লগারদের সাথে আপনাকে জানতে সহায়তা করেন তাহলে সবাই আপনাকে সহায়তা করবেন।

১১| ২৪ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

জগতারন বলেছেন:

আপনার কষ্ট ঠিক বুঝতে পারছি না।
সময় সুযোগ আমার সাথে বিস্তারিত জানিয়ে ফোন করুন, দেখি সহযোগীতা করা যাবে।
WhatsApp: +1-214-355-8233 (USA)

১২| ২৪ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:২৫

নতুন বলেছেন: লেখক বলেছেন: আপনার মতো শিক্ষিত আমার ব্লগে আমি দেখতে চাই না। যে এক স্বাধীন দেশে থেকে ইরানের দালালি করে তাঁর সাথে কথা ্বলতে চাই না। কারণ আমি কোন দেশের দালালি করি না।

আপনার মানুষিক সমস্যার কারন আপনার পরিবার অথবা অন্য কোন স্ট্রেস হতে পারে।

এই কারনেই বলছি আপনি কারুর সাথে কথা বলুন।

আপনার সাহাজ্য দরকার।

১৩| ২৫ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৪৩

রাজীব নুর বলেছেন: দুঃখ জনক।

১৪| ২৫ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:১৯

রানার ব্লগ বলেছেন: এখানে যোগাযোগ করুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.