নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুদ্ধ এবং শান্তি পাশাপাশি থাকতে পারে না।

দয়িতা সরকার

একজন সাধারণ মানুষ।

দয়িতা সরকার › বিস্তারিত পোস্টঃ

আমার, আমার ভাইদের, বাবা, দাদু বাড়ির সবার নির্যাতনের বিচার চাই-৩

২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৩

আমি ব্লগার বিদ্রোহী ভিগু ভাইয়ায় সাথে ফেসবুক এ দয়িতা সরকার, আইডি থেকে কথপকথনের সময় আমার শত্রুদের আবিস্কার করি। তখনই মায়ের পরিবার আমাকে পাগল প্রমাণ করতে উঠেপড়ে লাগে। আমাকে মেডিসিন খাওয়ায়, নির্যাতন চরম পর্যায়ে গেলে, আমি আমার রুম বন্ধ করে রাখি। এরপর সে (মা),বাসার সব ছিটকি, লক খুলে দেয়। ওই বাসা ছিল শাজাদপুর, ঢাকা। দোতালার একটা দু রুমের ফ্লাটে থাকতাম। বাড়ি ওয়ালা ছিল মায়েদের ধর্মের অনুসারী(ইরানের)। বাড়ি ওয়ালা নিজেই আমাকে ইরানের কথা বলেছে। এ সময় আমাকে স্কুল থেকে তিন মাসের ছুটি নেওয়ায় জন্য লিখিত নোটিশ দেয়। আমি ছুটি না নিয়ে সিনিয়র ক্লাস চেয়ে স্কুল ত্যাগ করি। মায়ের নির্যাতনের এক পর্যায়ে আমার মা আমাকে বলে তুই এখন কি করবি। আমি কি করব সেটাও সে, তাঁর পরিবার, তাদের দসরেরা ঠিক করে দিবে। কি হাস্যকর না? একদিন বাসায় এক ছেলেকে নিয়ে আসে, আমাকে বলে তাদের (মায়ের বাড়ির) সুবরনসারা গ্রাম, সিরাজগঞ্জ থেকে এসেছে। তুমি তাকে টিউশন খুজে দাও। ছেলে টা কে বিভিন্ন ভাবে প্রশ্ন করে দেখলাম সে কোন ক্লাস পর্যন্ত পড়াতে পারবে। ছেলে টা গ্রামের যার পরিচয়ে এসেছে তাঁর চেহারার সাথে কোন মিল ছিল না। মা তাকে নাস্তা করাল, রান্না করে খাওয়াল। ছেলেটা এসময় দুবার বাহিরে গেল। মাকে বললাম ছেলেটাকে তারাতাড়ি বাসা থেকে যেতে। আমার মা বলল ১০০ টাকা দাও। আমি দেই নি। এর পর একদিন আমার বিয়ের কথা বলে এক লোককে নিয়ে আসলো, আমি নিজের রুমে দরজা দিয়ে বসে থাকলাম। আমি তাঁর চেহারা দেখিনি, তারা দুজন অনেকক্ষণ গল্প করল, আমি রুম থেকে শুনলাম, আমি নিজের রুম থেকেই মাকে ফোন করলাম কয়েকবার লোকটাকে তারিয়ে দিতে, এসময় বাড়ি ওয়ালী একবার মহিলা একবার দেখে গেল। লোকটা চলে যাওয়ার পর আমি রুম থেকে বের হলাম। সব সিটকি, লক খুলে দেওয়াতে বাড়ি ওয়ালা কে জানাতে গেলাম, কাজ হোল না। একদিন আমার মা আমাকে প্রায় রেপ করে হাত, পা বেধে ফেলে, মেঝো ভাইয়ের রুমে গিয়ে তাকেও একি কাজ করতে বা কিছু একটা করছিল। আমি এই সুযোগে হাত, পা খুলে ফেললাম। কোন রকম একটা অফ হোয়াইট শট বোরখা , ব্যাগ নিয়ে দৌড়ে পালালাম। বাইরে গিয়ে রিক্সা করে ভাটারা থানায় গেলাম।






চলবে

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এই অন্যায় ব্যাপার নিয়ে কখনো থানায় অভিযোগ করেছেন ? আদালতে গিয়েছেন।

২| ২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সরি এটা আরেকটা পোস্ট। আচ্ছা বিদ্রোহী ভৃগু ভাইয়ের সাথে আপনার পরিচয় আছে?

২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪৭

দয়িতা সরকার বলেছেন: ব্লগের সবাইকেই আমি জানি। অনেকে কি উদ্দেশে ব্লগে আছে তাও জানি।

৩| ২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:২৫

মিরোরডডল বলেছেন:



যেহেতু এটি একটি পারিবারিক সমস্যা, তাই পারিবারিক আইনজীবী আপনাকে সাহায্য করতে পারেন ।


২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪৬

দয়িতা সরকার বলেছেন: এটা পারিবারিক নয় । এটা উদ্দেশ্য পূর্ণ ভাবে এক শ্রেণির মানুষের বিশেষ কাজ হাসিল করা। যারা পুরো বাংলাদেশ এর ভিতর রয়েছে। সাথে মায়ের পরিবার জড়িত।

৪| ২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:৫২

মিরোরডডল বলেছেন:



এটা উদ্দেশ্য পূর্ণ ভাবে এক শ্রেণির মানুষের বিশেষ কাজ হাসিল করা।

তারা কারা ?
তাদের উদ্দেশ্য কি ?
কি কাজ হাসিল করতে চায় ?


২৪ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:০৭

দয়িতা সরকার বলেছেন: তারা সেই সব লোক যারা বাংলাদেশ চাই নি। আমরা শুধু পাকিস্তানকে বলি দেশের শত্রু।
আমি রাজনীতি বুঝি না। ভূগোল বুঝিনা। বাংলাদেশ ভউগলিক দিক থেকে কোন অবস্থানে আছে, জেনে নিন। আমি এতোটুক জানি যে এই উপমহাদেশে কোন কোন দেশের নৌবাহিনীকে কোন দেশ আক্রমণ করে?

৫| ২৫ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:০৪

বিটপি বলেছেন: আপনি রেপ শব্দটা ব্যবহার করেছেন, ধরে নিলাম তারা বাংলা অর্থ জোর জবরদস্তি। আপনার মত একটা ম্যাচিউর মেয়েকে আপনার মা কিভাবে জোর জবরদস্তি করে বেঁধে ফেলে আমার তো মাথায় আসেনা।

৬| ২৫ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার এই পােষ্ট আমার নাম দেখ লগইন করলাম।

আবার ফেসবুকে কথোপকথনটুকুও দেখে নিলাম।
ফেসবুকেও বলেছি, আবারো এখানেও বলছি- আপনাকে প্রচলিত আইনি পথেই বিচার চাইতে হবে।
থানা মামলা না নিলে আদালতেও মামলা করা যায়। চেষ্টা করুন। আর বিচ্ছিন্ন ভাবে পোষ্ট দিলে সাধারন মানুষ কেবল কনফিউজডই হবে। যা বলতে চান শুরু থেকে শেষ স্পষ্ট করে, গুছিয়ে লিখুন। পুলিশ আছে, আদালত আছে, মানবাধিকার সংস্থা আছে, জাতীয় মহিলা সংস্থা আছে, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্ত আছে, আপনার ইনবক্সে মন্ত্রনালয়ের নারী ও শিশু নির্যাতনের অভিযোগ ফরম লিংক দিয়েছি, অনলাইনেই অভিযোগ দায়ের করতে পারবেন।

আর একটা পরিবারে সবাই কি একজনের শত্রু হয়। আপনি যে কাকা ফুফুদের ভুল বুঝেছিলেন বলেছেন, তারা কি আপনাকে সাহায্য করছে না?
ব্লগে বা ফেসবুকে ভাইরাল হলে বিচার হয় বটে, তবে তার প্রমানিক বাস্তবতা থাকতে হয়।
ভার্চুয়াল বা মানসিক নির্যাতন প্রমাণ করা কষ্টসাধ্য। আর মানসিক সন্তুলান ভারসাম্য হারালে তাতো আরো বিপর্যয়কর।
আপনি সাবালিকা। আপনি আপনার কথা সত্য হলে সরাসরিই নারী ও শিশুনির্যাতন ইস্যুতে নিজের নিরাপত্তা চাইতেই পারেন। বাংলাদেশের প্রচলিত আইন যথেষ্ট কঠোর এই বিষয়ে।

৭| ২৫ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:০৪

জুল ভার্ন বলেছেন: আমার মন্তব্যের জবাবে কি রিপ্লাই দিয়েছে-পড়ে দেখুনঃ

৮| ০৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:২৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: মাথাটা কেমন যেন ঘুরছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.