![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। টাকা, বাড়ি- গাড়ী।
২। ক্ষমতাশালী, প্রভাবশালী।
৩।নিজেকে আপনার মতো দেখতে(চারিত্রিক, ধর্ম, ফুল মানুষ, হাফ মানুষ হিসেবে)।
৪।একজন ভাল মানুষ হিসেবে।
৫।একজন ডন হিসেবে।
৬। একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে।
৭।একজন সমাজ সেবক হিসেবে।
৮। দেশকে কি দিতে চান?
৯। মানুষের জন্য কি করতে চান?
০৩ রা নভেম্বর, ২০২১ রাত ৮:২২
দয়িতা সরকার বলেছেন: আমি এত গুলো বছর তাদেরকে চিনতে পারিনি। আমার বাবাকে মেরে আমাদের যখন দাদা বাড়ি থেকে বিচ্ছিন্ন করে তখন আমি সাবে মাত্র এইস এস সি তে ভর্তি হয়েছি। আমার বাবা,আমাদের দাদা বাড়িতে আমরা সবাই বাবাকে আব্বা বলি। লিখার সুবিধার জন্য বাবা লিখছি। আমার বড় ভাই ডিগ্রি তে, মেঝো ভাই সিভিল এ ২য় বর্ষ কী ৩য় বর্ষে, ছোট ভাই নবম শ্রেণিতে, আমরা সবাই বিজ্ঞান বিভাগের। এই সময় আমি মায়ের বাবার বাড়ি(সুবর্ণ সাড়া , বেলকুচি, সিরাজগঞ্জ)এ তাদের এ পরিচিত, রিলেটিভ, গ্রামের স্কুল এ ছাত্র- ছাত্রী দের পড়াতাম, আমাকে দিয়ে সুতার কাজও করাত।আমার হাতে সবাই টাকা দিত না, সুতার কাজের টাকা আমার কাছে দিত না। অনেক কষ্টে এইস এস সি শেষ করে ঢাকা এসেছি। এর পর ইডেন কলেজ থেকে গণিতে অনার, মাস্টার্স করেছি। গ্রামে আমার ছোট ভাইকে স্কুল থেকে বিভিন্ন মানুষ লাগিয়ে দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করাতে চেয়েছে, পারেনি। তারপর তাকে পাগল করে বিভিন্ন হারেজমেট করে, অবশেষে তাকেও মেরে ফেলেছে। আমি আপনাকে তাদের হিস্ট্রি বলতে পারবো না। সময় করে সব লিখব। অনেক দিন হোলই একটু একটু করে লিখছি। আপনার যদি সময় হয় পড়ে নিয়েন। মানুষ আর হাফ মানুষ একসাথে থাকা যায় না। আমি হাফ মানুষ হতে চাই না। রাষ্ট্র যদি আমাকে, আমাদের মতো হাজার মানুষকে চায় তো ভাল। রাষ্ট্রই বেছে নিক তাদের হাফ মানুষ প্রয়োজন না ফুল মানুষ প্রয়োজন।
২| ০৩ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৭
Abida-আবিদা বলেছেন: আপু, আপনার সমস্যাগুলো কি সমাধান হয়ে গেছে?
কঠিন প্রশ্ন করেছেন??
০৩ রা নভেম্বর, ২০২১ রাত ৯:০০
দয়িতা সরকার বলেছেন: অনেক দিন আগে এই ব্লগে এক পোস্ট এসছিল, সুবোধ তুই পালিয়ে যা, এখন সময় পক্ষে না। সুবোধরা পালিয়ে যায় বলেই আমাদের এ অবস্থা। সুবোধরা এক হলে আমরা বেঁচে থাকব। বেঁচে থাকবে আমার দাদা বাড়ির মতো সুস্থ পরিবার, সুস্থ সমাজ, সুস্থ রাষ্ট্র।
৩| ০৩ রা নভেম্বর, ২০২১ রাত ৮:৫১
নাহল তরকারি বলেছেন: আমি চাই আমার বউ আমাকে ভালোবাসুক। আমি চাই অনরক টাকা থাকুক।
০৩ রা নভেম্বর, ২০২১ রাত ৯:০৩
দয়িতা সরকার বলেছেন: সুস্থ স্বাভাবিক ফুল মানুষ ভালোবাসা নিয়েই বাঁচতে চায়, অন্যকে ভালোবাসা দেয়। টাকা দিয়ে অনেক কিছুই করা যায়, আবার যায় না।
৪| ০৩ রা নভেম্বর, ২০২১ রাত ৯:৪২
চাঁদগাজী বলেছেন:
আপনি একটা চাকুরী দেখুন, গণিতের লোকদের চাকুরী হয় স্কুল কলেজে।
০৬ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৫
দয়িতা সরকার বলেছেন: কবি হাসে, টাকা ভাসে, গঙ্গাবুড়ির শহরে। এটা চিরকুট ব্র্যান্ড এর একটা গানের লাইন।
হাফ মানুষেরা টাকা ভাসাতে থাক, ছড়াছড়ি করতে থাক।
আমি এখন যেকোনো সময় জব নিতে পারবো ইনশাআল্লাহ। সেটা সম্মান জনক জবই। আমার এখন যে প্রবলেম সেটা হচ্ছে বাইরে বের হলে আমার নিশ্চয়তা কে দিবে? আমার , আমার পেটের বাচ্চার নিশ্চয়তা আগে দিন। আমি আমার স্বামীকে ও বিশ্বাস করতে পারছি না। তাকে প্রতি মুহূর্তে মিস গাইড করে ফেলে। তাঁরও সিকুরিটি নেই। তাকে পূর্বে ও একবার টার্গেট করেছিল।
৫| ০৩ রা নভেম্বর, ২০২১ রাত ৯:৪৮
ঋণাত্মক শূণ্য বলেছেন: কিছু না!
আপনি কি পোষ্ট করলেন, আর লোকজন চ্যাট শুরু করে দিলো! কি আজব!
০৬ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৭
দয়িতা সরকার বলেছেন: চ্যাট করছে না। আপনি যদি মনে করেন, তবে তাই। আপনিও শুরু করুন।
৬| ০৩ রা নভেম্বর, ২০২১ রাত ১১:১৭
মরুভূমির জলদস্যু বলেছেন: এইগুলি ফেসবুকে পোস্ট করেন।
০৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:০৫
দয়িতা সরকার বলেছেন: এখানে পোস্ট করলে প্রবলেম কী? আপনি আপনার ইচ্ছার কথা জানান। আমি অনেক বছর ঢাকার কয়েক টা স্কুল এ জব করেছি। সাউথ পয়েন্ট, ন্যাশনাল আইডিল, আরও দুইটা স্কুল। ছাত্র- ছাত্রীদের কীভাবে পড়িয়েছি খোঁজ নিয়ে দেখেন। আমি জানি আমাকে মানুষের সাথে কীভাবে কথা বলতে হয়। আমি আমার অধিকার আদায় করে নিতে জানি।
৭| ০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ১২:১৫
রাজীব নুর বলেছেন: আপনি মানসিক ভাবে দ্বিধাগ্রস্ত।
০৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:০৯
দয়িতা সরকার বলেছেন: আমি দ্বিধাগ্রস্ত নই। আপনি নিজেই দ্বিধাগ্রস্ত। কারণ আপনি জানেন না এই মুহূর্তে আপনার কী করা উচিৎ। আমার সাথে শেয়ার করুন আমি সল্ভ করে দিব।
৮| ০৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৭
চাঁদগাজী বলেছেন:
আপনার জন্য এখন খরচ করছেন কে, বা কাহারা? আপনি চলছেন কিভাবে?
০৬ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:২১
দয়িতা সরকার বলেছেন: Laptop hack. Likhte parchina. Amr upor abaro Mone hoy jhor asbe.
৯| ০৬ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪০
চাঁদগাজী বলেছেন:
আমরা আপনাকে দেখিনি, আপনার সাথে কথা বলিনি; আপনার লেখা থেকে বুঝা যাচ্ছে যে, আপনি বেশ সস্যার মাঝ দিয়ে যাচ্ছেন। আপনাকে রেষ্ট নিতে হবে, ও নিজের উপর আস্হা ফিরিয়ে আনতে হবে: বুঝতে হবে কোথায় ভুল হচ্ছে, সয়য় নিয়ে, ভেবেভিন্তে কথা বলতে হবে ও চলতে হবে।
০৬ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৫৫
দয়িতা সরকার বলেছেন: আমিও সব ব্লগারকে দেখিনি। হাতে গোনা এক-দুজনকে দেখেছি। কয়েকজনের ছবি ফেসবুকে দেখেছি, কয়েকজনের সাথে চ্যাট করেছি। তাদের প্রত্যেকের সাথে আমার কথা হয়, ব্লগের মতই।
আপনি বেশ সস্যার মাঝ দিয়ে যাচ্ছেন।
হ্যাঁ। তবে এ প্রবলেম শুধু আমার একার নয়, এটা গোটা বাংলাদেশ এর। আমি এগুলোই লিখব বলে আমাকে বার বার লিখতে দেয় না। আমাদের পাগল বানাচ্ছে। আপনাকে শুধু এ টুকু বলি আমাদের মায়ের পরিবারের মীর উপাধি ফেক। তাদের কেউ ব্রিটিশ আমলে কীভাবে যেন মীর উপাধি নিয়েছে। বিদেশে ব্যবসা না কী চুরি করে ধরা পড়ে, সেই সময় বিদেশিরা তাকে মীর উপাধি দেয়। সেই থেকে তারা মীর।
১০| ০৬ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪৩
সৈকতসৈকত বলেছেন: আপ্নেরে এটেনশন সিকার রুগে ধরছে
০৬ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:০১
দয়িতা সরকার বলেছেন: নিজের স্বার্থে আঘাত লাগলে, অন্যকে থামাবার বড় অস্ত্র এগুলো।
আমি যদি আমার সাথে,আমার পরিবার, আমার প্রতিবেশী ও পরিচিত মানুষদের সাথে কী ঘটেছে তা নিয়ে লিখি, তাতে সবার এত বাধা কেন? আপনারাও আপনাদের কথা লিখুন।
১১| ০৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:১২
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি মানুষকে সঠিক পথ দেখাতে চাই। সেজন্য আমি প্রতি নিয়ত ফেসবুকে লিখছি। হঠাৎ বুঝলাম আমার আয়ে আমার সংসার চলছে না। সংসার অচল হয়ে যাচ্ছে। দেনা বেড়ে যাচ্ছে। খুব সমস্যা।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৪
চাঁদগাজী বলেছেন:
আপনি আপনার মায়ের কথা শুনুন, পরিবারের সাথে মিল রেখে চলুন।