নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুদ্ধ এবং শান্তি পাশাপাশি থাকতে পারে না।

দয়িতা সরকার

একজন সাধারণ মানুষ।

দয়িতা সরকার › বিস্তারিত পোস্টঃ

মাননীয় বাংলাদেশ সরকার প্রধান

১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৪১


মাননীয় বাংলাদেশ সরকার প্রধান,
আমি বেলাল সরকারের নাতনী, গ্রামঃ দেলুয়া, থানাঃ বেলকুচি, জেলা ; সিরাজগঞ্জ। বাবাঃ আমীর হামজা সরকার, আমরা তিন ভাই এক বোন। আমার দাদার চার ছেলে, তিন মেয়ে। দাদার এক বড় ভাই ও এক বোন ছিলেন। আমি আমার দাদা বাড়ির সবার নির্যাতনের বিবরণ তুলে ধরতে পারবনা কারণ আমি ক্লাস সেভেন পর্যন্ত দাদার পরিবাররে সাথে ছিলাম । এর পর থেকে বিচ্ছিন্ন। আমি শুধু আমাদের নির্যাতনের কথা বলতে পারি। আমি এই মুহূর্তে আমার দুই ভাই ও আমার নিরাপত্তা চাই। আমাদের যদি নিরাপত্তা দিতে না পারেন , তবে আমাদের আপনি নিজের হাতে মেরে ফেলুন, কোন রকম শাররিক নির্যাতন ছাড়া। আমরা হাফ মানুষ মিডিয়া কর্মী কোন কিছুই হতে চাই না। আমরা আমাদের মতো স্বাধীন ভাবে বাঁচতে চাই। আমি আমার স্বামীকেও আর চাই না, তাকে অনেক বার বুঝাতে চেয়েছি সে বোঝে না কারণ তাঁর সাথে সবসময় হাফ মানুষ মেলামেশা করে। আমার ভাইদের বউ কেউ সরিয়ে দিন। তাদের আমরা মেনে নেব না।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:১১

ফুয়াদের বাপ বলেছেন: এগুলো ব্লগে বলার বিষয় না বোন। এই ধরনের সমস্যা নিয়ে নিকটস্থ্য থানায় যোগাযোগ করতে পারেন, স্থানীয় নির্বাচিত প্রতিনিধির সরনাপন্ন হতে পারেন, পরিবারের অন্য অভিভাবক যারা এই সমস্যা সমাধান করতে পারে মনে করেন তার কাছে যেতে পারেন।

১৫ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৭

দয়িতা সরকার বলেছেন: আমার এখুন যে ব্লগ লিখেছি সেটা পড়েন । উত্তর পেয়ে যাবেন। আর অভিভাবক??? আমি নিজেই।

২| ১৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:২০

আলমগীর সরকার লিটন বলেছেন: হাফ মানুষ ফুল মানুষ নিয়েই এই দুনিয়া তবে নিজের সততা আর ধৈর্য নিয়ে চলতে হবে আর
আর বেশি সমস্যা হলে আমি ’ফুয়াদের বাপ’ এর মতামতের সাথে এক মত;

১৫ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩০

দয়িতা সরকার বলেছেন: পৃথিবীতে যবে থেকে রাজনীতি আসছে তবে থেকেই সবাই যার যার দল ভারী করতে চায়। হাফ মানুষের চাওয়াটা অনৈতিক, অবৈধ, অসামাজিক।

৩| ১৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩৯

চাঁদগাজী বলেছেন:



এখন আপনার দেখাশোনা কে বা কাহারা করছেন, পরিবারের কে আপনাকে সাহায্য করছেন? যারা আপনাকে সাহায্য করছেন, তাদের কথা অনুসারে চলুন, বিশ্রাম নিন; সম্ভব হলে, প্রতিদিন কিছু সময় হাঁটবেন।

১৫ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৬

দয়িতা সরকার বলেছেন: আমি আর আমার স্বামী। ও জামাত পন্থি। জামাতিরা আর হাফ মানুষ ওদের দলে না নিতে পারলে হিজড়া, পতিতা বানায়। আপনি এত দিনও ওদের চিনতে পারেন নি। ওরা আমার বাচ্চাকে মেরে ফেলল এবার আমাকে। ওরা মেডিসিন দিয়ে পেট বড় করে হাসপাতালে নিয়ে অন্য মানুষের বাচ্চা দেয়। আমাকেও তাই করতে চেয়েছিল। আমি দু-তিন দিন না খেয়ে থাকি তবু আমার স্বাস্থ্য বেড়ে যাচ্ছে। খাবারে মেডিসিন দেয়। খুব কম খাই তবুও। আমি আমার স্বাস্থ্য নিয়ে বরাবরই সচেতন। আমি কোন দলের নই, আমার দাদা বাড়ির মানুষও নয়।

১৫ ই নভেম্বর, ২০২১ রাত ৮:২০

দয়িতা সরকার বলেছেন: রুমিন ফারহানা বলেছেন, ৫০ বছরে ৭৫লাখ হিন্দু কমেছে। কেন কমেছে? তাদের কী প্রজনন ক্ষমতা নেই। হাফ মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে ,যাদের কোন প্রজনন ক্ষমতা নেই। তারা বিভিন্ন উপায়ে পরিবার গঠন করে, সমাজে অনৈতিক, অবৈধ, অসামাজিক কাজ করে। গরীব, অসহায় মানুষদের বিভিন্ন রকম ভাবে কাজে লাগায়। কোন মিডিয়া, সচেতন মানুষ এসব তুলে ধরে না। বাংলাদেশ এ আমাদের মতো পরিবার যদি যুগ যুগ ধরে নির্যাতনের শিকার হয় তাহলে সমাজের নিম্নবিত্ত, অশিক্ষিত, বস্তি, অসহায় মানুষের কী অবস্থা?

১৫ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৫১

দয়িতা সরকার বলেছেন: আমাকে আমার স্বামী, মা কেউ সাহায্য করছেনা। তাদের উদ্দেশ্য আমাকে হিজড়া অথবা পতিতা বানান। আমি এটা মেনে নিবো? ছোট লোক, ফকির দের কথা। আমার দাদা বাড়ি কি ভিক্ষুক। কি জন্য বিশ্রাম নিবো। আমার বাচ্চাকে মেরে ফেলল, আমার সুন্দরজ নষ্ট করে দিচ্ছে, আমাকে বন্ধা করে দিচ্ছে। আমি এসব মেনে নিবো। আমার বাবা, দাদু শিক্ষা ্দিয়েছে। তাছাড়া আমি কবরে যেতে চাই। হিজড়া, পতিতা, শিয়া দের মতো আগুনে পুরতে অথাবা পানিতে ভাসায়ে, মাটি খুঁড়ে কবর দেওয়াতে চাই না। আমার কি নেই। আমাদের পুরো কবরস্থান আছে নিজেদের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.