![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েক মাস আগে প্রথম সারির সংবাদ মাধ্যমে জানতে পারি বাংলাদেশ এর মানচিত্র বিকৃতি করছে। কে বা কাহারা করেছে সে দিকে আমি যাচ্ছি না। একজন বিখ্যাত লেখক/কবি উনার কবিতায় কী লিখেছেন, স্বাধীনতার ৫০ বছরেও কেউ আমাদের সরকার প্রধানকে মনে করে দেননি সে কি লিখেছে? আমার কাছে খুব কষ্ট লাগে। আপনাদের সেই কবির একটা লাইন আমি মনে করে দিচ্ছি- ভাত দেয় হারামজাদা, নইলে মানচিত্র খাব। ক্ষুধার জন্য কি মানচিত্র খাওয়া যাবে? দেশ বিক্রি করা যাবে?
ক্ষুধার জন্য কেউ মানচিত্র খায় না। যারা ক্ষুধার্ত থাকে তারা রাজনীতি বোঝে না। দেশ খেয়ে ফেলে শিক্ষিত, কুচক্রী, অকৃতজ্ঞরা। যারা এই দেশের খেয়ে পরে, আলো -বাতাসে বড় হয়, বিভিন্ন সুযোগ-সুবিধা নেয় তারা। যারা খেতে পায় না তারা রাষ্ট্রের কোন সুবিধায় পায় না।
©somewhere in net ltd.