নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন, নিজেকে বদলাই সবার আগে

দেশপ্রেম মানে চিন্তা, কথায়, কাজে দেশের ক্ষতি না করা

শামীম আনসারী

একজন ভাল মানুষ হওয়া আমার সবসময়ের লক্ষ্য। আমার ভাল লাগে নেটওয়ার্ক তৈরী করতে, লিখতে, বই পড়তে, ভ্রমণ করতে। ভাল লাগে প্রকৃতি, নিরবতা, জোসনা , নদী। ঘৃণা করি দূর্ণীতিবাজ, প্রতারক, মোনাফেককে। গঠনমূলক সমালোচনা পছন্দ করি।

শামীম আনসারী › বিস্তারিত পোস্টঃ

জাতীয় শহীদ মিনারে শেষ বিদায়, সংসদ ভবন চত্বরে জানাজা

০৮ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:৫১

দু’দফা সময় ও স্থান পরিবর্তন শেষে গতকাল ভারতীয় সন্ত্রাসীদের গনপিটুনীতে নিহত ৩ বাংলাদেশীর মরদেহ বিজিবি’র কাছে ফেরত দিয়েছে বিএসএফ। তারা সোমবার সকাল ১০টায় লাশ ফেরত দিবে বলে পত্রের মাধ্যমে জানিয়ে দেয় বিজিবিকে। এরপর রাত ৮টায় রাতের আঁধারে কেদারাকোট দিয়ে নিহত ব্যক্তিদের মরদেহ বিজিবি’র কাছে হস্তান্তর করে বিএসএফ।

আমাদের দেশের এসব সাধারণ নাগরিকদের নিয়মিতভাবে ভারতীয়দের হাতে নিহত হবার খবরে আমাদের নীতি নির্ধারকদের আসলে কিছু যায় আসে? দিনের পর দিন ত এমনই চলছে। বিএসএফ মারছে। বিজিবি লাশ ফেরত আনছে- এ যেন এক চলমান প্রকৃয়া। আমাদের সরকারের কাছ থেকে মৌনতা আর ভারত সরকারের আশ্বাস ছাড়া আমরা এসব ঘটনা প্রতিরোধে বা প্রতিবাদে আর কি পাচ্ছি?

সীমান্তে মৃত্যুর মিছিল বন্ধ করতে পারব না যখন তখন মৃতদের শেষকৃত্যটাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানোর উদ্যোগ নেয়া হোক। এখন থেকে সীমান্তে যেকোন বাংলাদেশীর নির্মম মৃত্যুকে সম্মান জানাতে নিহতের মরদেহ জাতীয় শহীদ মিনারে নিয়ে এসে শেষ বিদায় জানিয়ে সংসদ ভবন চত্বরে জানাজা পড়ানো হোক। অন্যায্য মৃত্যু প্রতিরোধ বা অন্যায়ের প্রতিবাদ যখন করতে পারিনি, শেষযাত্রাটাকে সম্মান করি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.