নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন, নিজেকে বদলাই সবার আগে

দেশপ্রেম মানে চিন্তা, কথায়, কাজে দেশের ক্ষতি না করা

শামীম আনসারী

একজন ভাল মানুষ হওয়া আমার সবসময়ের লক্ষ্য। আমার ভাল লাগে নেটওয়ার্ক তৈরী করতে, লিখতে, বই পড়তে, ভ্রমণ করতে। ভাল লাগে প্রকৃতি, নিরবতা, জোসনা , নদী। ঘৃণা করি দূর্ণীতিবাজ, প্রতারক, মোনাফেককে। গঠনমূলক সমালোচনা পছন্দ করি।

শামীম আনসারী › বিস্তারিত পোস্টঃ

পার্থক্য তোমাতে-আমাতে

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৯

জাতীয় স্বার্থের প্রশ্নে ভারত আমাদের চেয়ে কতটা এগিয়ে তার একটি নমুনা দেখাগেল ওদের নির্বাচন কমিশন ও সরকারি দলের অবস্থানের মধ্যে। সত্যিই, আমরা কতই না পিছিয়ে... মানসিকতায়, দায়িত্ববোধে। আমাদের রকিব কমিশন ও সরকারি দলের ভালবাসা দেশকে কোন অনিশ্চয়তায় নিয়ে দাঁড় করিয়েছে তা কারচুপিমূখর, জনবিচ্ছিন্ন সংসদ ও উপজেলা নির্বাচনের দিকে তাকালেই দেখতে পাই। অথচ ভারত...

পশ্চিমবঙ্গে সংসদীয় ভোটের আগে ৮ জন আধিকারিককে বদলি করার নির্দেশ মানতে মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করায় রাজ্যে ভোট স্থগিত রাখার মত পরিস্থিতি তৈরি হয়েছিল৷ শেষ পর্যন্ত রাজ্য সরকার নির্দেশিকা মেনে নিতে বাধ্য হন৷পক্ষপাতিত্ব এবং নির্বাচনি বিধি লঙ্ঘনের অভিযোগ ওঠায় পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের আগে রাজ্যের আটজন আধিকারিককে বদলি করার নির্দেশ দেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন৷ সুষ্ঠু ও দুর্নীতিমুক্ত ভোটের জন্য এটা জরুরি৷ এই আট জন আধিকারিকের মধ্যে আছেন পাঁচজন জেলা পুলিশ সুপার, একজন জেলা শাসক এবং দুইজন অতিরিক্ত জেলা শাসক৷ শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের নির্দেশ মেনে নিতে বাধ্য হন৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.