![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন ভাল মানুষ হওয়া আমার সবসময়ের লক্ষ্য। আমার ভাল লাগে নেটওয়ার্ক তৈরী করতে, লিখতে, বই পড়তে, ভ্রমণ করতে। ভাল লাগে প্রকৃতি, নিরবতা, জোসনা , নদী। ঘৃণা করি দূর্ণীতিবাজ, প্রতারক, মোনাফেককে। গঠনমূলক সমালোচনা পছন্দ করি।
না, পদত্যাগের নাটক না। সত্যিসত্যি পদত্যাগ। ঘাড়ে দোষ নিয়ে নির্লজ্জের মত বসে থাকা বা ক্লান্তিজনিত কারণে দীর্ঘদিনের জন্য বিদেশ ভ্রমনে যাওয়া নয়। উদাহরণটি বিদেশী। ব্রিটিশ। দূর্ভাগ্য, বিদেশের অনেক উদাহরণই আমরা রাষ্ট্র ব্যবস্থাপনায় টেনে আনি, কিন্তু সবই নিজেদের আকামকে গলার জোরে হালাল করতে। গঠনমূলক উদাহরণ আমাদের কাচে মূল্যহীন। ভাতা অনিয়মের বিতর্কে ব্রিটিশ মন্ত্রীর পদত্যাগ যুক্তরাজ্যের সংস্কৃতিমন্ত্রী মারিয়া মিলার সম্প্রতি পদত্যাগ করেছেন। সরকারি ভাতা নেওয়ায় অনিয়ম এবং সংবাদপত্রের ওপর প্রভাব খাটানোর অভিযোগকে কেন্দ্র করে চলা বির্তকের মুখে তিনি পদত্যাগ করলেন।
ঐ দেশের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মিসেস মিলার বলেছেন বিতর্ক সরকারের গুরুত্বর্পূণ কাজে বিঘ্ন ঘটাচ্ছে বলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন মিসেস মিলারকে বরখাস্ত করার দাবি নাকচ করে দিয়ে বলেছিলেন, তিনি (মিলার) কোনো অপরাধ করেনি এবং তাঁর ভুলের জন্য তিনি ক্ষমা চেয়েছেন।
©somewhere in net ltd.