![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন ভাল মানুষ হওয়া আমার সবসময়ের লক্ষ্য। আমার ভাল লাগে নেটওয়ার্ক তৈরী করতে, লিখতে, বই পড়তে, ভ্রমণ করতে। ভাল লাগে প্রকৃতি, নিরবতা, জোসনা , নদী। ঘৃণা করি দূর্ণীতিবাজ, প্রতারক, মোনাফেককে। গঠনমূলক সমালোচনা পছন্দ করি।
সংসদ ও উপজেলা নির্বাচনের আগে যেমনটা আশা করেছিলাম বাংলাদেশের ইসির সাখে সেটা করে দেখাচ্ছে ভারতের ইসি। বাহ! কি ক্ষমতায়ন, আর কি তার প্রয়োগ! এই না হলে যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল! আহারে, আমাদের নখদন্তকহীন ইসি যদি আমাদের ভোটগুলোর আগে এমন আপোষহীন ও শক্ত অবস্থান নিত, দেশটা এতদিন কতটাই না স্থিতিশীল হত!
বর্ধমান, বাঁকুড়া ও হুগলির বিভিন্ন জনসভায় ইসি নিয়ে বেফাঁস মন্তব্যের অভিযোগ উঠেছে মমতার বিরুদ্ধে। সেই বক্তব্যের সিডি চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
সিপিএমের রাজ্য কমিটির এক নেতা তার ফেসবুকে মন্তব্য করেছেন, ''নির্বাচন কমিশনের বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং মুখ্যমন্ত্রী পিছিয়ে আসায় শুধু তার নিজের মুখ পোড়েনি, মুখ পুড়েছে পশ্চিমবঙ্গেরও। সারা দেশ জানল, বাংলা মায়ের দামাল মেয়ে ভাষণ জানেন, সংবিধান জানেন না!'' অপরদিকে, ময়দানে নেমেও পড়েছেন অন্যান্য দলের নেতা-কর্মীরাও। তারাও মমতার বিরুদ্ধ সংবিধান না জানার অভিযোগ তুলে ভোটবাক্সের রাজনীতিতে কিছুটা সুবিধা নেয়ার চেষ্টা করছেন।
সবদেখে মনেহচ্ছে মমতার উচিৎ আমাদের সংবিধান বিশেষজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এসে সংবিধানের পাঠ নেয়া!
©somewhere in net ltd.