![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন ভাল মানুষ হওয়া আমার সবসময়ের লক্ষ্য। আমার ভাল লাগে নেটওয়ার্ক তৈরী করতে, লিখতে, বই পড়তে, ভ্রমণ করতে। ভাল লাগে প্রকৃতি, নিরবতা, জোসনা , নদী। ঘৃণা করি দূর্ণীতিবাজ, প্রতারক, মোনাফেককে। গঠনমূলক সমালোচনা পছন্দ করি।
আমাদের নেতা, সাংসদেরা একে অন্যের দিকে কাদা ছোড়াছুড়িতে লিপ্ত। জানিনা এসব রাবিশের মাধ্যমে দেশের কি মঙ্গলটা তারা করে চলেছেন। দেশের চিনিশিল্প আজ মৃতপ্রায়। সরকারি চিনিকলগুলো ক্রমবর্ধমানহারে লস দিয়ে চলেছে। দূর্নীতি, সিন্ডিকেট, কাঁচামাল (আখ) সংগ্রহে অনিয়ম, বিদেশী চিনির প্রভাব- প্রভৃতি কারণে ধুঁকছে দেশের চিনিশিল্প। দেখার কেউ নেই। আমরা আছি আমাদের ‘চেতনা’ ‘প্রগতি’ ও ‘জাতীয়তাবাদ’ প্রতিষ্ঠায় গলাবাজি করতে। নিজেদের উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করে পরনির্ভরশীলতাকে আঁকড়ে ধরতে। ইষ্ট ইন্ডিয়া কোম্পানি বা পাকিস্তানের কাছথেকে স্বাধীনতা অর্জনের মূল লক্ষ্য কি এটাই ছিল?
মোবারকগঞ্জ চিনিকলে অবসরের টাকার পরিবর্তে চিনি খবরটি আমাদের অধোগতিকে হাস্যকর পর্যায়ে নিয়ে গেছে সন্দেহ নেই।
©somewhere in net ltd.