![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শান্তির ছায়া
শামীম আহমদ
আমি এক পাখি
খুজি নীড়, খুজি শান্তির ছায়া
পাখি বাধে বাসা গাছের ডালে
আমি বাধব বাসা এ বাংলার নদীর তীরে
ঝড় এসে উরিয়ে নেয় পাখির বাসা
পাখি আবারও বাধে বাসা
নদী ভেঙ্গে যখন নিঃস্ব করে আশা
চরে আবার বাধব আমি বাসা
ভাঙ্গা গড়া এত নদীর খেলা
এর মাঝে খুজব আমি শান্তির একটু ছায়া।
©somewhere in net ltd.