![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবা পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। মায়ের চেয়েও বেশী। কখনো তা বুঝা যায়না। কষ্ঠ কি তা অনুভব করা যায়না। ভালবাসায় পরিপূর্ণ জীবনকে আনন্দময় করে তুলে অভিভাবকের উপস্থিতি। দুঃক্ষ-কষ্ঠ তখনই হাজির হয়ে আঙ্গিনায় লোকচুরি খেলে যখন পরিবার হয়ে ওঠে অভিভাবকহীন । দগ্ধ হৃদপৃণ্ড আর আঁখির জল একই যন্ত্রণায় কাতর। আপনজনেরাও লাভ ক্ষতির হিসাব নিয়ে ব্যস্ত। কিছু ভুল কখন যেন অপরাধ হয়ে ধারালো অশ্রের মত অঘাত করে। আবার কখনো অনুতপ্তের অনলে পুরে। আর সবকিছুর মূল কারণ হলো অভিভাবকহীনতা, ভুল বুঝা-বুঝি এবং ভালবাসার অপূর্ণতা।
©somewhere in net ltd.