![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শামীম আহমদ
সূর্য যখন ঘুমিয়ে পরে
আমার হৃদয়ে অন্ধকার নামে
আমার আর হারিয়ে যাওয়া কোন জায়গা নেই
আমি আর মনে মনে কিছুই ভাবিনা আবেগের মুহে
আগের মতো বৃষ্টি দেখিনা আনমনা হয়ে
বৃষ্টিতো আমার দু’চোখের পাতায় জমা
শুধু লুটিয়ে পরার অপেক্ষায়
আমি কোন কঠিন পাথর না
কষ্ট সহ্য করব অবিচল
আমি যন্ত্রনা নিয়ে যুদ্ধ করি নিজের সাথে
মনে আমার শ্রাবনের ধারা আবিরত
আর হৃদয়ে করোন বজ্রপাত
এরই মাঝে আমার বেঁচে তাকার আর্থনাত।
©somewhere in net ltd.