নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শামিমা রিমা

শামিমা রিমা › বিস্তারিত পোস্টঃ

২৮ কোম্পানির ওষুধ তৈরি ও বিক্রি বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:২১

বিশেষজ্ঞ কমিটির মূল্যায়নে মানসম্মত অ্যান্টিবায়োটিক উৎপাদনে ব্যর্থ ২৮ কোম্পানির ওষুধ তৈরি ও বিক্রি ৭২ ঘণ্টার মধ্যে বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ’ আদেশ দেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা ‘গুড মেনুফ্যাকচারিং প্র্যাকটিস’ অনুসরণ না করে ২৮টি কোম্পানি নিম্নমানের অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড এবং ক্যান্সার প্রতিরোধক ওষুধ উৎপাদন ও বিপণন করছে। এতে রোগ মুক্তির পরিবর্তে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হচ্ছে জনস্বাস্থ্যের ক্ষেত্রে।
একটি বিশেষজ্ঞ কমিটি প্রতিবেদন দাখিল করে এ’সব কোম্পানির ওষুধ মানসম্পন্ন না হওয়ায়, উৎপাদন বন্ধের সুপারিশ করে। কিন্তু এ’ বিষয়ে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেয়ায় জনস্বার্থে এই রিট আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ২৮ কোম্পানির ওষুধ উৎপাদন ও বিক্রি বন্ধের নির্দেশ দেন।
যেসব কোম্পানির ওষুধ উৎপাদন ও বিক্রি বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে সেগুলো হলো:-
1. এমিকো ফার্মাসিউটিক্যালস,
2. এজটেক ফার্মাসিউটিক্যালস,
3. বেঙ্গল টেকনো ফার্মা,
4. বেনহাম ফার্মাসিউটিক্যালস,
5. সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস,
6. ডিসেন্ট ফার্মা,
7. ডক্টর টিমস ফার্মাসিউটিক্যালস,
8. গ্লোবেক্স ফার্মাসিউটিক্যালস,
9. গ্রিনল্যান্ড ফার্মাসিউটিক্যালস,
10. ইনোভা ফার্মাসিউটক্যিালস,
11. ম্যাকস ড্রাগস,
12. মেডিমেট ল্যাবরেটরিজ,
13. মডার্ন ফার্মাসিউটিক্যালস,
14. মিসটিক ফার্মাসিউটিক্যালস,
15. ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস,
16. অরগানিক হেলথকেয়ার,
17. অয়েস্টার ফার্মা,
18. প্রিমিয়ার ফার্মাসিউটিক্যালস,
19. প্রাইম ফার্মাসিউটিক্যালস,
20. সীমা ফার্মাসিউটিক্যালস,
21. হোয়াইট হর্স ফার্মাসিউটিক্যালস,
22. মমতাজ ফার্মাসিউটিক্যালস,
23. ইউনিক ফার্মাসিউটিক্যালস,
24. ইউনাইটেড কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস,
25. এফ এন এফ ফার্মাসিউটিক্যালস,
26. টেকনো ড্রাগস।
ওষুধের মান ঠিক রাখতে উৎপাদন পদ্ধতি, জনবল, কারখানার অবস্থান, পদ্ধতি, মোড়কজাতকরণসহ অনেক বিষয়ে নির্দেশনা রয়েছে ‘গুড মেনুফ্যাকচারিং প্র্যাকটিস’ বা জিএমপি নীতিমালায়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:২৮

অতঃপর হৃদয় বলেছেন: সব জায়গায় ভ্যাজাল। ভ্যাজাল ছাড়া কিচ্ছু নাই দুনিয়াতে।

০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২২

শামিমা রিমা বলেছেন: সমস্যা হলে সমাধান ও আছে । আমাদের ই সচেতনতা বাড়াতে হবে।

২| ২৩ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:


ওদের কাছে সরকারী ব্যাংকের কি পরিমাণ ঋণ আছে? ওরা কি ঋণ ফেরত না দেয়ার জন্য বিচারককে ঘুষ দিয়ে এই রায় বের করায়েছে?

৩| ০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৩

শামিমা রিমা বলেছেন: অসাধারান বলেছেন। হতেও পারে এমন কিছু। তবে আমরা আসলেই বিশ্বাস করতে পারিনা এই সব কোম্পানীকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.