![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি -নিজস্ব
এখানে শৈত্যের প্রকোপে অদৃশ্য হৃদয়
আর বসন্তের আশায় প্রবঞ্চিত হাজার রাত।
রক্ত স্রোত, শরীরটাকে কেবল ঠায় রেখে দিয়েছে।
দূরে মহাকালের রক্ষী বাতাসে ফিস্ ফিসায়!
অনেক দিনের পুরনো সম্পর্ক ,
ছারপোকার দখলে ।
শোন তোমার পৃথিবীর অস্বাভাবিক পরিবর্তনে
আমার বিলুপ্তির ঘোষণা শুনতে পাই।
মাঝরাতে বৃষ্টি এলে একাকী ভিজে চাঁদ!
লক্ষ,কোটি বছরের কঠোর প্রতিজ্ঞায় ডুবে আছে বেটেলজিউস।
তবুও ছায়াপথ ধরে জীবন এগিয়ে যায় ভবিষ্যতে।
পড়ে থাকে চোখের সামনে লাল, নীল রাত্রির সাজ।
১৫/০১/২০২৪/২৫
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২২
সামরিন হক বলেছেন: অনেক ধন্যবাদ ।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৯
এ পথের পথিক বলেছেন: বেদনার অনুভতি
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৯
সামরিন হক বলেছেন: কষ্ট পাওয়ার দরকার নাই আমি ঠিক আছি ।
শুভেচ্ছা রইলো ।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:০৮
সামরিন হক বলেছেন: মা শা আল্লাহ!
ধন্যবাদ আপনাকে ।
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তবুও ছায়াপথ ধরে জীবন এগিয়ে যায় ভবিষ্যতে।
...........................................................................
জীবন বহতা নদী
কারও জন্য থেমে থাকে না ,
আশা আকাঙ্খার মাঝে
ভালোবাসা , বেদনা হতাশা এই নিয়ে পথচলা... ... ...
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৩
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা