নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপন বুদ্ধিতে ভাত, পরের বুদ্ধিতে হাভাত।আপন বুদ্ধি ছিল ভাল,পর বুদ্ধিতে পাগল হল।আপন বুদ্ধিতে ফকির হই, পর বুদ্ধিতে বাদশা নই।

শামসুল হক চাঁটগাঁইয়া

আমি প্রচলিত - অপ্রচলিত কিছু চাটগাঁইয়া প্রবাদ এখানে তুলে ধরার চেষ্টা করব , আশাকরি ভালো লাগবে। এছাড়াও আমার লিখা ছড়া - কবিতা আর ৬৪ জেলা ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরার যথাসাধ্য চেষ্টা করব ।

শামসুল হক চাঁটগাঁইয়া › বিস্তারিত পোস্টঃ

চাটগাঁইয়া কথন : পর্ব তিন

১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:০৮

১) হাউওর বাত কুঁইলের ছা
যার ছা তার রা

কাকের বাসাতেই কোকিলের জন্ম হয়
কাক যত যত্নই করুক,
কোকিলের বাচ্চা কখনো কা কা করে ডাকেনা।

অন্যের বাচ্চাকে যতই আদর যত্ন করেন , ওরা কখনই আপনার হয়না।

২) যে নবুজে মনে মনে
তারে বুঝাইত পারে হনে

বুঝেও যে না বুঝার ভান করে , তাকে কেউ বুঝাতে পারেনা।

৩) ভরনে কলসি হইলে ন গড়ে শব্ধ
গুনমন্ত পুরুষ হইলে ন গড়ে গর্ভ


খালি কলসির আওয়াজ বেশি। ভরা কলসি যেমন টোকা দিলে কম আওয়াজ দেয়, একজন গুণী ব্যক্তিও যার তার সাথে বিদ্যা জাহির করে বেড়ায় না। তার চাল চলনে একটা ভাব গাম্ভীর্য থাকে, ব্যক্তিত্ব থাকে।

ওপর দিকে যার জ্ঞানের পরিধি ছোট , সে খালি কলসির মতই। সব কিছুতে তার লোক দেখানোটাই একমাত্র উদ্দেশ্য

৪) এক ফোডা ক্ষীর
নব্বই হাজার পীর

কোথাও যদি যোগানের তুলনায় দাবিদার বেশি থাকে সে ক্ষেত্রে এই প্রবাদটা ব্যবহার করা হয়।

৫) জেথক্ষন পাঁতত ভাত
তথক্ষন আশিব্ভাত

[যতক্ষন পাতে ভাত, ততক্ষণ আশীর্বাদ ]

আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে
যাদেরকে যতক্ষণ তুষ্ট রাখতে পারবেন, ততক্ষণ সে লোক দেখানো আশীর্বাদ করবে ।
সেবায় একটু কমতি হলেই আগের সব উপকারের কথা,দানের কথা ভুলে যাবে ।
সে সব মানুষ থেকে দুরে থাকাটাই নিরাপদ।




মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.