নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপন বুদ্ধিতে ভাত, পরের বুদ্ধিতে হাভাত।আপন বুদ্ধি ছিল ভাল,পর বুদ্ধিতে পাগল হল।আপন বুদ্ধিতে ফকির হই, পর বুদ্ধিতে বাদশা নই।

শামসুল হক চাঁটগাঁইয়া

আমি প্রচলিত - অপ্রচলিত কিছু চাটগাঁইয়া প্রবাদ এখানে তুলে ধরার চেষ্টা করব , আশাকরি ভালো লাগবে। এছাড়াও আমার লিখা ছড়া - কবিতা আর ৬৪ জেলা ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরার যথাসাধ্য চেষ্টা করব ।

শামসুল হক চাঁটগাঁইয়া › বিস্তারিত পোস্টঃ

নাম না জানা ফুল আর অগোছালো কথা

২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ২:২৫

এই ফুলটার নাম আমি জানিনা,ধানমন্ডিতে ফুটপাতে হাঁটতে হাঁটতে একটা বাড়ির সামনে এসে আমার দৃষ্টি আটকে গেলো। তাই ফোনে ছবি তুলে নিয়েছি।



কবি গুরু কেন, কি ভেবে তাঁর গানে লিখেছিলেন

"চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো।
ও রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো ॥
পাগল হাওয়া বুঝতে নারে ডাক পড়েছে কোথায় তারে--
ফুলের বনে যার পাশে যায় তারেই লাগে ভালো ॥"

আমি তা ঠিকঠাক না বুঝলেও এটুকু বুঝতে পারছি যে, ফুলের বৈচিত্র্য কবির মনকেও রোমাঞ্চিত করতো।

পরাগায়নের মাধ্যমে উদ্ভিদের বংশ বিস্তারের অবিচ্ছেদ্য অংশ হল ফুল। ফুলের সৌন্দর্য শুধু অলিকেই প্রলুব্ধ করে না,
সৌন্দর্য প্রিয় প্রতিটি মানব মনকেও বিমোহিত করে।

আমাকে যদি কেউ বলে, "তোমার প্রিয় ফুল কি?"
আমি এক কথায় সে প্রশ্নের উত্তর দিতে পারিনা। আমার কাছে প্রশ্নটা রচনামূলক মনে হয়। রচনামূলক প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর চাইলে আমি তাদের এড়িয়ে চলার চেষ্টা করি।

হয়ত প্রশ্নকর্তা ভাববেন ফুল সম্পর্কে আমার কোন ধারণা নেই।
যে যাই ভাবুক, আমার চোখে কুৎসিত কোন ফুল নাই বললেই চলে।
আমি কি করে বলি, গোলাপ কিম্বা রজনীগন্ধা ই আমার প্রিয় ফুল !

নানান ফুলের নানান রূপ, সে রূপের সাগরে আমি যে ফুলই দেখি আমার মন পুলকিত হয়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০২৩ রাত ৩:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ফুলটির নাম ঝুমকোলতা

০৭ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:১৩

শামসুল হক চাঁটগাঁইয়া বলেছেন: অনেকদিন পর জানলাম। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.