![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......
সিরিয়ার কোবানি শহরে-
আয়লানদের ছোট্ট বাসায়-
উপুড় হয়ে, দু’হাত উল্টে,
লাল জামা গায়ে,
নরম তুল-তুলে বিছানায়,
অঘোরে ঘুমায় বছর তিনেকের আয়লান;
পাশে দু’বছরের বড় গালিব,
শুধু মা (রেহানা) জেগে রয়,
আবদুল্লাহ যে ফেরেনি এখনো!
অন্ধকার ঘরে,
কালো বিড়ালের চোখ জ্বলে,
কি অজানা ভয়ে,
রেহানার হাত-পা হিম হয়ে আসে।
কামানের গোলার শব্দে,
কেঁপে উঠে আয়লানদের বাসা,
কেঁপে উঠে মার বুক,
কেঁপে কেঁপে উঠে আয়লানের ছোট্ট দেহ;
পরম মমতায়,
মা তাকে বুকেতে জড়ায়,
কখন অজান্তে ঘরে ফেরে আবদুল্লাহ্,
হাতে করে খাবার প্যাকেট।
রাত বাড়ে,
গোলা পড়ে,
আয়লান-গালিব উঠে পড়ে,
অভিশপ্ত রাতের পরে,
ওরা ঘর ছাড়ে।
কোবানি থেকে তুরস্ক,
একটা ছাদের জন্য,
একটা বিছানার জন্য,
আবদুল্লাহ মরিয়া হয়ে উঠে-
আরব-অনারব কেউ রাজী নয়,
ওদের জায়গা দিতে।
বেপরোয়া আবদুল্লাহ,
পরিবার নিয়ে নৌকায় উঠে,
চলেছে গ্রীসের কস্ দ্বীপে-
রাতের আধাঁরে।
সাগর ফুঁসে উঠে,
মাঝি সাগরে ঝাপ দেয়;
আবদুল্লাহ হাল ধরে,
কিন্ত্ত হায়!
আয়লান-গালিব হাত ফসকে হারিয়ে যায়-
হারিয়ে যায় প্রিয়তমা স্ত্রী-
সাগরের অতল জলে।
কেউ ওদের নিতে চায়নি,
সাগর আয়লানদের বুকে টেনেছে-
আকাশ ছাদ হয়েছে,
বালুকা বেলা হয়েছে বিছানা;
অভিমানে বালিতে মুখ গুঁজে,
আয়লান জানিয়ে দেয়-
“ধিক্ মানবতা, ধিক্” !!!!
০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫০
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সসার ভাই!!!
সহমত:
=ধিক শত ধিক!
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৬
শতদ্রু একটি নদী... বলেছেন: প্রকাশ করেছেন ভালো। তবে এই ছবিটা এড়িতে যাওয়া মানসিক সুস্থ্যতার জন্য ভালো ভেবে নিচ্ছি গত কয়দিন।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০২
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ শতদ্রু ভাই !!!!
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫
প্রামানিক বলেছেন: কেউ ওদের নিতে চায়নি,
সাগর আয়লানদের বুকে টেনেছে-
আকাশ ছাদ হয়েছে,
বালুকা বেলা হয়েছে বিছানা;
অভিমানে বালিতে মুখ গুঁজে,
আয়লান জানিয়ে দেয়-
“ধিক্ মানবতা, ধিক্” !!!!
চমৎকার প্রতিবাদী কবিতার কথামালা। ভাল লাগল। ধন্যবাদ
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫২
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।
ভাল থাকুন সবসময়।
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: “ধিক্ মানবতা, ধিক্” !!!! এখন মানবতার বিজ্ঞাপন করতে সবাই ঝাঁপিয়ে পড়েছে, প্রতিযোগিতা চলছে কে কতজন অভিবাসীকে আশ্রয় দেবে। আরে পশুর দল, অভিবাসী আশ্রয়ের প্রতিযোগিতায় না নেমে যুদ্ধ বন্ধ করার প্রতিযোগিতায় নাম।
কবিতায় +++
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০৭
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সব্যসাচী ভাই!
খুব খাঁটি কথা বলেছেন। অভিবাসী সমস্যার মূলটা যেন আমার সবাই ভুলে গেছি, এখন চলছে উদারতার প্রদর্শনী।
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪২
জুন বলেছেন: মর্মান্তিক
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৩
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।
সত্যি মর্মান্তিক!
তবে এক আয়লান জীবন দিয়ে হয়ত হাজার হাজার আয়লানের সুন্দর জীবনের পথ করে দিল!!
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৫
খায়রুল আহসান বলেছেন: আরব-অনারব কেউ রাজী নয়,
ওদের জায়গা দিতে -- এক কথায় মর্মান্তিক!
খুবই মর্মস্পর্শী কবিতা। ছবিটা অসহনীয়।
প্লাস...
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪০
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আহসান ভাই বিশ্লেষণধর্মী পাঠে ও উৎসাহ ব্যঞ্জক মন্তব্যে।
বি্জয়ের শুভেচ্ছা।
ভাল থাকুন। সবসময়।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৪
ফ্লাইং সসার বলেছেন: কেউ ওদের নিতে চায়নি,
সাগর আয়লানদের বুকে টেনেছে-
আকাশ ছাদ হয়েছে,
বালুকা বেলা হয়েছে বিছানা;
অভিমানে বালিতে মুখ গুঁজে,
আয়লান জানিয়ে দেয়-
“ধিক্ মানবতা, ধিক্” !!!!
-----=ধিক শত ধিক!